---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব ১৬ | General Knowledge MCQ Part 16

By Siksakul

Published on:

জেনারেল নলেজ MCQ পর্ব ১৬
---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব ১৬: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব –  ১৬, যেটিতে গুরুত্বপূর্ণ ২৫টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

জেনারেল নলেজ MCQ পর্ব ১৬

1. ছত্রাকের কোশপ্রাচীরের উপাদানের নাম কী?

A. সেলুলোজ 

B. কাইটিন  

C. পেপটাইডো গ্লাইক্যান  

D. হেমিসেলুলোজ 

উত্তর :- (B)

2. কোন ধাতুর ওপর আলোক পড়লে তার রোধ কমে যায়? 

A. তামা  

B. লোহা   

C. পারদ  

D. সেলেনিয়াম 

উত্তর :- (D)

3. পর্ণকান্ড কীসের রূপান্তর? 

A. কাণ্ড  

B. মূল  

C. পাতা   

D. মৃদগত কাণ্ড 

উত্তর :- (A)

4. বিশুদ্ধ লোহার রঙ কেমন? 

A. ধূসর সাদা  

B. ধুসর লাল   

C. বাদামি  

D. হালকা হলুদ  

উত্তর :- (A)

5. মানবদেহের কোষে কতগুলি ক্রোমোজোম থাকে? 

A. 43  

B. 44   

C. 45   

D. 46  

উত্তর :- (D)

6. ল্যাম্বার্ড তত্ত্ব কার সঙ্গে যুক্ত? 

A. প্রতিফলন  

B. প্রতিসরণ  

C. ব্যাতিচার   

D. প্রজ্বলন 

উত্তর :- (D)

7. প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে বলা হয়- 

A. ডিউটোপ্লাজম 

B. প্লাজমা জেল  

C. মেসোপ্লাজম  

D. সাইটোপ্লাজম 

উত্তর :- (A)

8. একটি সেলাই মেশিনের গতি- 

A. বৃত্তাকার  

B. সরলরৈখিক   

C. দোলন  

D. ঘূর্ণন 

উত্তর :- (D)

9. যোগকলার প্রধান প্রোটিন হল- 

A. কেরাটিন   

B. কোলাজেন   

C. মেলানিন  

D. মায়োসিন 

উত্তর :- (B)

10. সকল পরমাণুর মধ্যে উপস্থিত কোন কণাটিকে সর্বপ্রথম চিহ্নিত করা হয়? 

A. প্রোটন   

B. নিউট্রন   

C. ইলেকট্রন  

D. কোনোটিই নয়  

উত্তর :- (C)

11. ইকুইজিটাম নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদ?

A. ফার্ণ  

B. মস  

C. ছত্রাক  

D. শৈবাল 

উত্তর :- (A)

12. ভূ- পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান- 

A. কবে যায়  

B. বেড়ে যায়  

C. একই থাকে  

D. কোনওটিই নয় 

উত্তর :- (A)

13. লসিকা ও রক্তের মধ্যে প্রধান পার্থক্য- 

A. লসিকায় শ্বেতকণিকা থাকে না  

B. লসিকায় প্রোটিন থাকে না  

C. লসিকার জলের ভাগ অনেক বেশি  

D. লসিকায় লোহিত কণিকা থাকে না  

উত্তর :- (D)

14. কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন? 

A. পি ভার্নিয়ার  

B. জন নেপিয়ার  

C. ওয়াটসন  

D. মঁয়সা 

উত্তর :- (D)

15. বিপিনবিহারী গাঙ্গুলী কোন গুপ্ত  সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? 

A. অনুশীলন সমিতি  

B. আত্মোন্নতি সমিতি  

C. যুগান্তর দল  

D. প্রাদেশিক সমিতি   

উত্তর :- (B)

16. জনপ্রতি তেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? 

A. ইরাক  

B. ইরান   

C. কুয়েত 

D. কাতার 

উত্তর :- (C)

17. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? 

A. ব্রহ্মবান্ধব বন্দোপাধ্যায়   

B. উপেন্দ্রনাথ দত্ত  

C. অরবিন্দ ঘোষ 

D. সতীশচন্দ্র মুখোপাধ্যায় 

উত্তর :- (A)

18. লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত?

A. নীল  

B. এভন  

C. টেমস   

D. ইরাবতী 

উত্তর :- (C)

19. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 

A. ইলবার্ট  

B. ডালহৌসি 

C. হিউম   

D. ডাফরিন 

উত্তর :- (D)

20. আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

A. দোদাবেতা

B. গুরুশিখর

C. পাঁচমারি

D. ধূপগড়

উত্তর :- (B)

21. ঐতিহাসিক স্মিথ কাকে নেপোলিয়ান অব ইন্ডিয়া বলেছেন ?

A. প্রথম চন্দ্রগুপ্ত

B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত

C. স্কন্দগুপ্ত

D. সমুদ্রগুপ্ত

উত্তর :- (D)

22. গুপ্ত বংশের প্রথম রাজধানী কোথায় অবস্থিত ছিল ?

A. রাজগৃহ

B. পাটলিপুত্র

C. কৌসম্বী

D. উজ্জয়িনী

উত্তর :- (B)

23. স্বপ্নবাসবদত্তা নাটক কে রচনা করেন ?

A. কালিদাস

B. শূদ্রক

C. ভাস

D. বিশাখদত্ত

উত্তর :- (C)

24. গুপ্তদের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল ?

A. বৈশালী

B. মগধ

C. কনৌজ

D. উজ্জয়িনী

উত্তর :- (D)

25. গাথাসপ্তসতী কার লেখা ?

A. পুলমায়ী

B. হাল

C. যজ্ঞশ্রী সাতকর্নী

D. গৌতমিপুত্র সাতকর্নী

উত্তর :- (B)

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment