---Advertisement---

বাংলা সাধারণ জ্ঞান MCQ সিরিজ – ০৮ | Bengali General Knowledge MCQ Series – 08

By Siksakul

Published on:

Bengali General Knowledge MCQ Series - 08
---Advertisement---

Bengali General Knowledge MCQ: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০৮। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

জেনারেল নলেজ M.C.Q l Bengali General Knowledge MCQ

1. কী ধরনের বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হবে? 

A. প্রতিসম বস্তুর  

B. দীর্ঘ বস্তুর  

C. খর্ব বস্তুর  

D. অপ্রতিসম বস্তুর 

উত্তর:- (D)

2. কোন পদ্ধতিতে কোন বায়ুশূন্য বালবের ফিলামেন্ট থেকে কাচ অবধি তাপ পৌঁছায়- 

A. পরিবহন  

B. পরিচলন  

C. বিকিরণ  

D. তাপশূন্য মাধ্যম দিয়ে যায় না 

উত্তর:- (C)

3. অলফ্যাক্টরি স্নায়ু নিম্নের কোন কাজে সাহায্য করে? 

A. দর্শন   

B. শ্রবণ  

C. ঘ্রাণ 

D. স্বাদ 

উত্তর:- (C)

4. যক্ষ্মারোগে প্রাথমিক ভাবে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? 

A. ফুসফুস  

B. যকৃত  

C. গলা  

D. লসিকাগ্রন্থি 

উত্তর:- (A)

5. ব্যাকটেরিয়া কোষ- 

A. কোষপর্দা যুক্ত  

B. কোষপ্রাচীর যুক্ত 

C. কোষপ্রাচীরবিহীন  

D. সবকটি 

উত্তর:- (B)

6. নিচের কোনটি একটি উপকারী ভাইরাস? 

A. রুবেলা ভাইরাস  

B. রাইনো ভাইরাস  

C. ভ্যারিওলা ভাইরাস  

D. ব্যাকটিরিও ফাজ 

উত্তর:- (D)

7. যে সকল প্রাণী বা উদ্ভিদ ভাইরাস সংক্রমণে সাহায্য করে তাকে বলে –

A. সেক্টর  

B. ভেক্টর  

C. প্রটেক্টর  

D. ইনস্পেক্টর 

উত্তর:- (B)

8. কোন উদ্ভিদে ব্যাকটেরিয়া ঘটিত কোন রোগ দেখা যায়? 

A. ধান  

B. চা  

C. গম  

D. লেবু গাছ 

উত্তর:- (D)

9. সালোকসংশ্লেষের প্রধান স্থান কোনটি? 

A. মেসোফিল কলা 

B. বৃতি  

C. পাতা  

D. ভলভক্স

উত্তর:- (A)

10. জাপান ব্লাক তৈরি করতে কোন পদার্থ ব্যবহৃত হয়? 

A. গ্যাস কার্বন  

B. কোক  

C. অঙ্গার  

D. ঝুল 

উত্তর:- (D)

11. নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে? 

A. জল  

B. বরফ  

C. সালফিউরিক অ্যাসিড  

D. অ্যাসিটিক অ্যাসিড 

উত্তর:- (B)

12. সুলতানি যুগের প্রধান ভাষা কি ছিল?

A. পারসিক  

B. হিন্দি  

C. ফার্সি  

D. আরবি 

উত্তর:- (C)

13. দিল্লির মোতি মসজিদ কোন মোগল সম্রাটের স্থাপত্যকীর্তি?

A. হুমায়ুন  

B. জাহাঙ্গীর  

C. শাহজাহান  

D. ঔরঙ্গজেব 

উত্তর:- (C)

14. সাতবাহন দের রাজধানী কোথায় ছিল? 

A. পৈথান  

B. মগধ  

C. তক্ষশীলা  

D. তাঞ্জোর 

উত্তর:- (A)

15. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? 

A. চন্দ্রগুপ্ত মৌর্য  

B. বৃহদ্রথ  

C. অশোক  

D. বিন্দুসার 

উত্তর:- (B)

16. কনিষ্কের রাজধানীর নাম কি? 

A. পুরুষপুর  

B. তক্ষশীলা  

C. কর্ণসুবর্ণ  

D. উজ্জয়িনী 

উত্তর:- (A)

17. নিচের কোনটির প্রাচীন নাম ছিল কুরুক্ষেত্র? 

A. দিল্লি  

B. পানিপথ  

C. ফরিদাবাদ  

D. আগ্রা 

উত্তর:- (B)

18. নিচের পর্বত গুলির মধ্যে কোনটি আগ্নেয় পর্বত নয়? 

A. ভিসুভিয়াস  

B. সিয়েরা নেভা  

C. ফুজিয়ামা  

D. কাসকেড 

উত্তর:- (B)

19. নিচের কোনটি দীর্ঘতম নদী? 

A. নীলনদ  

B. কঙ্গো  

C. গঙ্গা 

D. ভলগাঁ 

উত্তর:- (A)

20. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত- 

A. নায়েগ্রা   

B. অ্যাঞ্জেল  

C. ভিক্টোরিয়া  

D. গেরসোপ্পা 

উত্তর:- (B)

21. কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়?

A. Vitamin-A

B. Vitamin-B

C. Vitamin-C

D. Vitamin-D

উত্তর:- (C) 

22. মিড ডে মিল প্রথম শুরু হয় কোথায় ?

A. পশ্চিমবঙ্গে

B. গুজরাটে

C. হিমাচল প্রদেশে

D. তামিলনাড়ুতে

উত্তর:- (D)  

23. লিখিত সংবিধান নেই কোন দেশের ?

A. কুয়েত

B. ব্রিটেন

C. বলিভিয়া

D. তুরস্ক

উত্তর:- (B) 

24. ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কে ?

A. অরুনাভ ঘোষ

B. জাকির হোসেন

C. আব্দুল কালাম

D. হুমায়ুন কবির

উত্তর:- (C)  

25. সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয় কোথায় ?

A. কানাডাতে

B. মেক্সিকোতে

C. ভিয়েতনামে

D. ক্রোয়েশিয়া তে

উত্তর:- (B)  

26. আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয় ?

A. ৩রা ডিসেম্বর

B. ১২ই ফেব্রুয়ারি

C. ৫ই ফেব্রুয়ারি

D. ৪ঠা ফেব্রুয়ারি

উত্তর:- (A)  

27. পুলিকট হ্রদ কোথায় অবস্থিত ?

A. জম্মু কাশ্মীরে

B. কর্ণাটকে

C. ছত্রিশগড়ে

D. তামিলনাড়ু তে

উত্তর:- (D) 

28. ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন ?

A. রাফায়েল

B. মাইকেল এঞ্জেলো

C. পাবালো পিকাসো

D. লিওনার্দো দ্য ভিঞ্চি

উত্তর:- (A)  

29. অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত ?

A. খো খো

B. দাবা

C. শ্যুটিং

D. টেবিল টেনিস

উত্তর:- (C)

30. বাতাসের শহর বলা হয়-

A. রোমকে

B. শিকাগো কে

C. টোকিও কে

D. বেজিং কে

উত্তর:- (B)

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment