---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ০৭ | Important General Knowledge MCQ in Bengali Part – 07

By Siksakul

Updated on:

জেনারেল নলেজ MCQ পর্ব - ০৭
---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ০৭: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০৭। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

জেনারেল নলেজ MCQ

1. মানুষের নখ কি দিয়ে তৈরি ?

A. কেরাটিন

B. অ্যালবুমিন

C. পিগমেন্ট

D. ইলাস্টিন

উত্তর :- (A)

2. লাল গ্রহ বলা হয় কাকে ?

A. মঙ্গল

B. হস্পতি

C. ক্র

D. শনি

উত্তর :- (A)

3. নাকো হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

A. আসাম

B. হিমাচল প্রদেশ

C. গুজরাট

D. উত্তরপ্রদেশ

উত্তর :- (B)

4. অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কী?

A. হায়দ্রাবাদ

B. ইটানগর

C. দিসপুর

D. পাটনা

উত্তর :- (B)

5. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি?

A. কলকাতা

B. হুগলি

C. নদিয়া

D. মুর্শিদাবাদ

উত্তর :- (A)

6. ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি?

A. দুধওয়া

B. বক্সা

C. জিম করবেট

D. হেমিস

উত্তর :- (C)

7. নিম্নের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় ?

A. মাখন

B. দুধ

C. লেটুস

D. মাছ

উত্তর :- (D)

8. ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?

A. স্পার্মোলজি

B. পোমোলজি

C. পেরোলজি

D. অ্যান্থোলজি

উত্তর :- (B)

9. দ্য রিপাবলিক গ্রন্থের লেখক কে ?

A. প্লেটো

B. ম্যাকিয়াভেলি

C. বেন্থাম

D. জেমস মিল

উত্তর :- (A)

10. The Argumentative Indian গ্রন্থটি কার লেখা ?

A. অমর্ত্য সেন

B. চেতন ভগত

C. অরুন্ধতি রায়

D. এন.সি. চৌধুরী

উত্তর :- (A)

11. নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল— ?

A. রূপা

B. ক্ৰোমিয়াম

C. নিকেল

D. আয়রন

উত্তর :- (C)

12. বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালিত হয় ?

A. ২ নভেম্বর

B. ৩ নভেম্বর 

C. ৪   নভেম্বর

D. ৫ নভেম্বর

উত্তর :- (D)

13. পাঁচমহল কার আমলে তৈরি হয় ?

A. শাহজাহান

B. আকবর

C. জাহাঙ্গির

D. হুমায়ুন

উত্তর :- (B)

14. পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর তৈরি হয়েছে?

A. মুন্ডেশ্বরী

B. কোপাই

C. রুপনারায়ন

D. দামোদর

উত্তর :- (D)

15. কালিদাস কার সভাকবি ছিলেন?

A. দ্বিতীয় চন্দ্রগুপ্তের

B. অশোকের

C. কনিষ্কের

D. বিম্বিসারের

উত্তর :- (A)

16. মানুষের মেরুদন্ডে কতগুলো অস্থি আছে?

A. ২৩টি

B. ৩০টি

C. ৩৩টি

D. ৩৫টি

উত্তর :- (C)

17. বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটি কি?

A. ব্যারোমিটার

B. থার্মোমিটার

C. ফ্যাদোমিটার

D. কোনোটিই নয়

উত্তর :- (A)

18. অমৃতসরে জলিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে?

A. 1916 খ্রি.

B. 1918 খ্রি.

C. 1919 খ্রি.

D. 1920 খ্রি.

উত্তর :- (C)

19. কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল?

A. 1948 খ্রি.

B. 1949 খ্রি.

C. 1950 খ্রি.

D. 1946 খ্রি.

উত্তর :- (A)

20. কুইনাইন পাওয়া যায়?

A. ইউক্যালিপটাস থেকে

B. সিঙ্কনা থেকে 

C. নিম থেকে

D. আম থেকে

উত্তর :- (B)

21. “অরণ্যের অধিকার” – কার লেখা ?

A. রবীন্দ্রনাথ ঠাকুর

B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

D. মহাশ্বেতা দেবী

উত্তর :- (D)

22. আমিনি কমিশন কে গঠন করেন ?

A. লর্ড ডালহৌসি

B. লর্ড কর্ণওয়ালিশ

C. ওয়ারেন হেস্টিংস

D. লর্ড কার্টিয়ার

 উত্তর :- (C)

23. শাহানমা গ্রন্থের রচয়িতা কে ?

A. আবুলফজল

B. ফেরদৌসী

C. তহকিক হিন্দ

D. অলবেরুনী

উত্তর :- (B)

24. ভারতের কোন রাজ্যের রেল নেটওয়ার্ক বৃহত্তম  ? 

A. উত্তরপ্রদেশ

B. গুজরাট

C. পশ্চিমবঙ্গ

D. রাজস্থান

উত্তর :- (A)

25. 2020 সালের টাইমস পার্সন অফ দা ইয়ার কে হলেন ?

A. জো বিডেন এবং কমলা হ্যারিস

B. গ্রেটা থানবার্গ

C. ডোনাল্ড ট্রাম্প

D. জেফ বেজস

উত্তর :- (A)    

26. I have no desire ________ fame.

A. of

B. for

C. to

D. by

উত্তর :- (B)

27. ভারতের নবীনতম পর্বতমালা কোনটি ?    

A. বিন্ধ্যাচল       

B. নীলগিরি    

C. হিমালয়   

D. আরাবল্লী   

 উত্তর :- (C)

28. ঘনত্বের দিক থেকে বেশি বনাঞ্চল কোথায় দেখা যায় ?   

A. মহারাষ্ট্র     

B. তামিলনাড়ু      

C. অরুণাচল প্রদেশ    

D. বিহার 

 উত্তর :- (C)

29. করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন ?

A. নেতাজি   

B. গান্ধীজি   

C. আনন্দমোহন বসু   

D. সুরেন্দ্রনাথ   

উত্তর :- (B)

30. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?

A. আব্দুল গফফর খান   

B. মহম্মদ আলী   

C. গান্ধীজি  

D. মহম্মদ আলি জিন্নহ

উত্তর :- (A)

---Advertisement---

Related Post

🚆 RRB NTPC 2025 CBT Practice Set 03 l রেলওয়ে NTPC 2025 CBT প্র্যাকটিস সেট ০৩ l জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা বিষয়ক ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

RRB NTPC 2025 CBT Practice Set 03: আপনি কি রেলওয়ে NTPC 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার প্রস্তুতিকে আরও জোরদার করতে আমরা নিয়ে এসেছি RRB NTPC 2025 CBT ...

🇮🇳 Indian Constitution MCQ in Bengali Part 07 l ভারতীয় সংবিধান MCQ পর্ব ০৭

Indian Constitution MCQ in Bengali Part 07: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান MCQ প্রশ্নোত্তর পর্ব ০৭। যেটিতে গুরুত্বপূর্ণ ৫০টি ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি ...

🇮🇳 Indian Constitution Question and Answer Part 6 | All Important MCQsl 🇮🇳 ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব ৬ | সকল গুরুত্বপূর্ণ MCQ

Indian Constitution Question and Answer Part 6: ভারতের সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর — যা WBCS, SSC, RRB, PSC, এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। তাহলে আর ...

RRB NTPC 2025 Syllabus PDF in Bengali | Download Railway NTPC Syllabus l রেলওয়ে NTPC সিলেবাস 2025 | RRB NTPC পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস PDF ডাউনলোড

RRB NTPC 2025 Syllabus PDF in Bengali: সম্প্রতি ভারতীয় রেল কর্তৃপক্ষ RRB NTPC 2025 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই অনুযায়ী, আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করবো Railway NTPC ...

Leave a Comment