আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ১৫, যেটিতে গুরুত্বপূর্ণ ২৫টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।
জেনারেল নলেজ MCQ পর্ব ১৫
1. কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম ?
A. বেগুনি
B. নীল
C. হলুদ
D. লাল
উত্তর :- (D)
2. ভারতের কোথায় জাফরান চাষ হয় ?
A. দোয়াব সমভূমি
B. চম্বল উপত্যকা
C. দুন উপত্যকা
D. কারেওয়া
উত্তর :- (D)
3. ১৯১৬ সালে হোমরুল লিগ কে প্রতিষ্ঠা করেন ?
A. অ্যানি বেসান্ত
B. বিপিন চন্দ্র পাল
C. গান্ধিজী
D. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- (A)
4. রক্তের ABO শ্রেণী বিভাগ করেন কোন বিজ্ঞানী ?
A. ওয়াল ডেয়ার
B. উইলিয়াম হার্ভে
C. জোসেফ প্রিস্টলি
D. ল্যান্ড স্টেইনার
উত্তর :- (D)
5. BCG টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয় ?
A. হাম
B. জন্ডিস
C. যক্ষ্মা
D. পোলিও
উত্তর :- (C)
6. যামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ব্যক্তি ?
A. চিত্রকলা
B. খেলাধুলা
C. গান
D. রঙ্গমঞ্চ
উত্তর :- (A)
7. বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত ?
A. বিহার
B. অন্ধ্রপ্রদেশ
C. মিজোরাম
D. কর্ণাটক
উত্তর :- (B)
8. ব্রিটিশ শাসনে বাংলা প্রথম ভাগ হয় কত সালে ?
A. ১৯০০
B. ১৯০৩
C. ১৯০৫
D. ১৯০৮
উত্তর :- (C)
9. পুরাণের সংখ্যা কত ?
A. ৭টি
B. ১০টি
C. ১৬টি
D. ১৮টি
উত্তর :- (D)
10. আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
A. জর্জ ওয়াশিংটন
B. রুজভেল্ট
C. আব্রাহাম লিঙ্কন
D. চার্চিল
উত্তর :- (A)
11. বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ?
A. ঈশ্বর গুপ্ত
B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- (B)
12. পেট্রোলের রাসায়নিক নাম কি ?
A. ডিজেল
B. গ্যাসলিন
C. ইথিলিন
D. ইথানল
উত্তর :- (B)
13. মুদ্রারাক্ষস নাটকটি কার লেখা ?
A. বিশাখ দত্ত
B. শুদ্রক
C. কালিদাস
D. বানভট্ট
উত্তর :- (A)
14. 2006 ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয় ?
A. ইংল্যান্ড
B. ফ্রান্স
C. মেক্সিকো
D. জার্মানি
উত্তর :- (D)
15. ভারতীয় সংবিধান প্রদান করে –
A. এক নাগরিকত্ব
B. দ্বি নাগরিকত্ব
C. বহুজাতিক নাগরিকত্ব
D. উপরের সবগুলোই
উত্তর :- (A)
16. রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে ?
A. ১৯০৯
B. ১৯১০
C. ১৯১৬
D. ১৯১৯
উত্তর :- (D)
17. তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
A. চন্দ্রবাবু নাইডু
B. কে চন্দ্রশেখর রাও
C. জগমোহন রেড্ডি
D. অখিলেশ যাদব
উত্তর :- (B)
18. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায় ?
A. কৃষ্ণা
B. কাবেরী
C. লুনী
D. গোদাবরী
উত্তর :- (A)
19. রবীন্দ্রনাথ ঠাকুর কে বিশ্বকবি আখ্যা দিয়েছেন কে ?
A. ব্রহ্মবান্ধব উপাধ্যায়
B. লালন ফকির
C. মতিলাল নেহেরু
D. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর :- (A)
20. ইলেকট্রিক বালবের অভ্যন্তরে কোন গ্যাস থাকে?
A. অক্সিজেন
B. কার্বন ডাই অক্সাইড
C. জিনিয়াস
D. নাইট্রোজেন
উত্তর :- (D)
21. মুদ্রারাক্ষস গ্রন্থটি কে রচনা করেন?
A. বিশাখদত্ত
B. ভারবি
C. বরাহমিহির
D. দণ্ডী
উত্তর :- (A)
22. পাল বংশের প্রথম রাজা কে ছিলেন?
A. গোপাল
B. মদন পাল
C. নন্দপাল
D. দেবপাল
উত্তর :- (A)
23. বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন?
A. গোপাল
B. ধর্মপাল
C. হর্ষবর্ধন
D. শশাঙ্ক
উত্তর :- (D)
24. পরিব্রাজক গ্রন্থের রচয়িতা হলেন–
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. স্বামী বিবেকানন্দ
C. জীবনানন্দ দাশ
D. গৌরকিশোর ঘোষ
উত্তর :- (B)
25. সূর্যাস্ত আইন প্রণয়ন করেন কে?
A. লর্ড ওয়েলেসলি
B. জন অ্যাডাম
C. লর্ড কর্নওয়ালিস
D. লর্ড ক্যানিং
উত্তর :- (C)