---Advertisement---

General Science Physics MCQ l Important Physics GK MCQ in Bengali Set 6 l পদার্থবিজ্ঞান MCQ Set 6 l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান MCQ: সেট ০৬

By Siksakul

Updated on:

General Science Physics MCQ l Important Physics GK MCQ in Bengali Set 6
---Advertisement---

General Science Physics MCQ: আপনি কি পদার্থবিদ্যার সাধারণ জ্ঞান (জিকে) পরীক্ষা প্রস্তুতির জন্য খুঁজছেন? তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। পদার্থবিদ্যা এমন একটি বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে ব্যাখ্যা করতে সহায়ক হয়। পরীক্ষায় সফলতার জন্য পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি।

এই ব্লগে, আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি “পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ০৬” (Physics GK MCQ in Bengali Set 6)। এখানে আপনি পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা করবে। প্রতিটি প্রশ্ন সাবধানে বাছাই করা হয়েছে এবং এর সাথে বিস্তারিত উত্তর প্রদান করা হয়েছে, যা আপনার ধারণা স্পষ্ট করতে সাহায্য করবে।

তাহলে আর দেরি কেন? আমাদের সাথে যোগ দিন এবং আপনার পদার্থবিদ্যা জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মাধ্যমে। সরকারি চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন আজই!

General Science Physics MCQ Set 6 l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ০৬

101. বিবর্ধক হিসাবে উত্তল লেন্স যখন ব্যবহৃত হয় তখন কী প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হয়?
(A) অসদ্ ছােটো
(B) সদ্ ছােটো
(C) অসদ্ বড়াে
(D) সদ্ বড়াে

(C) অসদ্ বড়াে
102. রৈখিক বিবর্ধনে কোন্ বক্তব্যটি সঠিক : রৈখিক বিবর্ধন =
(A) বস্তু দূরত্ব/প্রতিবিম্ব দূরত্ব
(B) প্রতিবিম্ব দূরত্ব/বস্তু দূরত্ব
(C) বিবর্ধনের মান অনুযায়ী উপরােক্ত দুটিই সত্য হতে পারে
(D) কোনােটাই নয়

(B) প্রতিবিম্ব দূরত্ব/বস্তু দূরত্ব
103. কী ধরনের বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হবে ?
(A) প্রতিসম বস্তুর
(B) দীর্ঘ বস্তু
(C) খর্ব বস্তুর
(D) অপ্রতিসম বস্তুর

(D) অপ্রতিসম বস্তুর
104. আলাে সংকট কোণে আপতিত হলে প্রতিসৃত রশ্মি কোনদিকে যাবে ?
(A) মাধ্যম দুটির বিভেদতলের গা ঘেষে
(B) মাধ্যম দুটির বিভেদতলের ওপর দিয়ে
(C) মাধ্যম দুটির বিভেদতলের নীচ দিয়ে
(D) কোনােটাই নয়

(A) মাধ্যম দুটির বিভেদতলের গা ঘেষে
105. ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে আলাের প্রতিসরণ কীরকম হয়?
(A) প্রতিসৃত রশ্মি অভিলম্বের কাছে আসে
(B) প্রতিসূত রশ্মি অভিলম্বের সাথে লম্ব করে থাকে
(C) প্রতিসৃত রশ্মি অভিলম্বের থেকে দূরে সরে যায়
(D) কোনােটাই নয়

(C) প্রতিসৃত রশ্মি অভিলম্বের থেকে দূরে সরে যায়
106. বিবর্ধনের কী সম্পর্ক?
(A) ফোকাস দৈর্ঘ্য যত বেশি হয়, প্রতিবিম্বের বিবর্ধন তত বেশি
(B) ফোকাস দৈর্ঘ্য যত কম হয়, প্রতিবিম্বের বিবর্ধন তত কম
(C) কোনাে সম্পর্ক নেই
(D) ফোকাস দৈর্ঘ্য যত কম হয়, প্রতিবিম্বের বিবর্ধন তত বেশি হয়

(D) ফোকাস দৈর্ঘ্য যত কম হয়, প্রতিবিম্বের বিবর্ধন তত বেশি হয়
107. সিনেমার পর্দায় যখন ছবি দেখানাে হয়, তখন সিনেমার ফিল্ম লেন্স থেকে কতদূরে রাখা হয়?
(A) f ও 2f এর মধ্যে
(B) 2f এর বাইরে
(C) f এর মধ্যে
(D) 2f দুরত্ব

Physics GK MCQ l Important Physics GK MCQ in Bengali Set

(A) f ও 2f এর মধ্যে
108. সূর্য থেকে পৃথিবীতে আলাে পৌঁছাতে কত সময় নেয় ?
(A) ৪ মিনিট
(B) 8.3 মিনিট
(C) 9 মিনিট
(D) 10 মিনিট

(B) 8.3 মিনিট
109. বিপদসংকেতরূপে লাল বর্ণের আলাে ব্যবহৃত হয় কেন?
(A) লালবর্ণের আলাের তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ার জন্য ওর বিক্ষেপ কম হয়
(B) লালবর্ণের আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার জন্য এর বিক্ষেপ বেশি কম
(C) লালবর্ণের আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার জন্য ওর বিক্ষেপ কম
(D) কোনােটাই না

(C) লালবর্ণের আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার জন্য ওর বিক্ষেপ কম
110. একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেমি। তার সাহায্যে বই পড়তে হলে বইয়ের পাতা থেকে লেন্সটি কত দূরে রাখতে হবে?
(A) 10 সেমির বেশি দূরে
(B) 10 সেমির কম দূরে
(C) 10 সেমিতে
(D) যে-কোনাে দূরত্বে

(C) 10 সেমিতে
111. কোনাে সমতল দর্পণের দিকে যদি আপনি 10 সেমি/সে বেগে এখােন, তবে আপনার প্রতিবিম্ব আপনার দিকে কত বেগে এগােবে ?
(A) 5 সেমি/সে
(B) 10 সেমি/সে
(C) 20 সেমি/সে
(D) 40 সেমি/সে

(C) 20 সেমি/সে
112. যদি তুমি এমন একটি ঘরে দাঁড়িয়ে থাকো যার পাশাপাশি দুটি দেওয়ালে আয়না লাগানাে থাকে, তবে যতগুলি প্রতিবিম্বের সৃষ্টি হবে তার সংখ্যা-
(A) 2
(B) 3
(C) 4
(D) অসংখ্য

(B) 3
113. সদবিম্ব গঠন করার জন্য কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
(A) সমতল
(B) অবতল
(C) উত্তল
(D) কোনােটাই নয়

(B) অবতল
114. ডেনটিস্টের দর্পণ কী ধরনের?
(A) চোঙাকৃতি
(B) সমতল
(C) উশুল
(D) অবতল

(D) অবতল
115. পেছনের দৃশ্য দেখার জন্য মােটরগাড়িতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
(A) সমতল
(B) গােলাকার উত্তল দর্পণ
(C) অধিবৃত্তাকার উত্তল দর্পণ

Competitive Exam Physics MCQ l Physics GK Questions in Bengali

(B) গােলাকার উত্তল দর্পণ
116. A> মন্তব্য : কোনাে জলাশয়ে জল যতটা অবতল, তার থেকে বেশি অবতল দেখায়।B > কারণ : জল থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলােকরশ্মি অভিলম্বের দিকে সরে আসে-
(A) A ও B সঠিক এবং B, A এর কারণ দর্শায়
(B) A ও B সঠিক কিন্তু B, A এর সঠিক কারণ দর্শায় না
(C) A সঠিক, B ভুল
(D) A ও B উভয়েই ভূল

(C) A সঠিক, B ভুল
117. একটি পেনসিলকে যদি আনতভাবে জলে আংশিকভাবে ডুবিয়ে রাখা হয়, তাহলে ডুবে থাকা অংশকে মনে হবে—
(A) নীচের দিকে বেঁকে থাকবে
(B) ওপরের দিকে বেঁকে থাকবে
(C) আঁকাবাঁকাভাবে থাকে
(D) বাঁকাভাবে নীচে ঝুঁকে থাকে

(B) ওপরের দিকে বেঁকে থাকবে
118. সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত সূর্যকে দেখা যায়, কারণ—
(A) বায়ুমণ্ডলের প্রতিসরণ
(B) আলােকের বিচ্ছুরণ
(C) প্রতিফলন
(D) বিচ্ছুরণ

(A) বায়ুমণ্ডলের প্রতিসরণ
119. বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য-
(A) কম হত
(B) পরিবর্তন হয় না
(C) বেড়ে যেত
(D) প্রায় অর্ধেক হয়ে যেত

(A) কম হত
120. একটি সাদা আলােকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে এটি বিভিন্ন রঙে বিচ্ছুরিত হয়, কারণ—
(A) কাচ আলােকরশ্মিতে রঙের সঞ্চার করে
(B) বিভিন্ন রঙের কাচের মধ্যে গতিবেগ বিভিন্ন
(C) রঙের উপরিপাত ঘটে
(D) কোনােটাই নয়

(B) বিভিন্ন রঙের কাচের মধ্যে গতিবেগ বিভিন্ন

আরো পড়ুন:

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com

---Advertisement---

Related Post

List of Famous Discoveries and Inventors 2025 l আবিষ্কার ও আবিষ্কারক – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য

Famous Discoveries and Inventors: বিজ্ঞান ও প্রযুক্তি জগতে যেসব বিখ্যাত আবিষ্কার হয়েছে এবং যাঁরা এসব আবিষ্কার করেছেন, তাঁদের সম্পর্কে জানা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে ...

The Fly by Katherine Mansfield – 30 One-Sentence Questions and Answers l WB SLST English 2025 (Corrected for 2nd WB SLST)

The Fly by Katherine Mansfield: WB SLST English 2025 পরীক্ষার প্রস্তুতিতে ‘The Fly by Katherine Mansfield’ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে নানা ধরনের প্রশ্ন এসেছে, ...

Araby by James Joyce for WB SLST English 2025 – 30 Model One-Liner Questions with Correct Answers (Corrected for 2nd WB SLST)

Araby by James Joyce for WB SLST English 2025: আপনি যদি WB SLST English 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য বিশেষভাবে উপযোগী। বিশেষ করে ...

SSC CHSL, SLST, WBCS History Special: 100 Questions on German Nazism with Answers | জার্মান নাৎসিবাদ সম্পর্কে ১০০টি প্রশ্ন ও উত্তর

Questions on German Nazism with Answers: সরকারি চাকরির প্রস্তুতিতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে SSC CHSL, SLST ও WBCS-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। ইতিহাসের মধ্যে জার্মানির নাৎসিবাদ ...

Leave a Comment