---Advertisement---

Important Child Development and Pedagogy MCQ in Bengali 22 | শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর 2024

By Siksakul

Published on:

Important Child Development and Pedagogy MCQ
---Advertisement---

Important Child Development and Pedagogy MCQ in Bengali: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সাধনে সহায়ক। এ বিষয়ে সঠিক ধারণা ও জ্ঞান অর্জনের জন্য শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব (Important Child Development and Pedagogy MCQ) সম্পর্কিত প্রশ্ন উত্তর (MCQ) অত্যন্ত কার্যকর।

আমাদের ব্লগে, আমরা শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন বিষয় ও প্রশ্ন উত্তরের মাধ্যমে একটি সামগ্রিক ধারণা প্রদান করবো। এটি শিক্ষার্থীদের ও শিক্ষকদের জন্য বিশেষভাবে উপকারী হবে, কারণ তারা সহজে ও সুসংহতভাবে এই বিষয়গুলি বুঝতে ও মনে রাখতে পারবে।

আপনারা আমাদের ব্লগের মাধ্যমে শিশুর মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের ধাপগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও, শিশুদের শিক্ষাগত চাহিদা ও তাদের শিক্ষণ কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আমাদের ব্লগে দেওয়া প্রশ্ন উত্তরগুলি আপনাদের প্রস্তুতি ও দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

আসুন, একসাথে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্বের জগতে প্রবেশ করি এবং নতুন নতুন ধারণা ও জ্ঞান অর্জন করি। এই যাত্রায় আপনারা আমাদের সঙ্গী হয়ে উঠুন এবং শিশুদের উন্নতির পথে এক ধাপ এগিয়ে যান।

Important Child Development and Pedagogy MCQ Practice Set 22 With Answers l শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর

21. মেয়েদের শিক্ষাকে অগ্রাধিকারের তালিকায় রাখা উচিত, কারণ:
(a) মেয়েরা ছেলেদের থেকে বেশি বুদ্ধিমান
(b) ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কম
(c) অতীতে মেয়েদের তুলনায় ছেলেদের সবক্ষেত্রে অন্যায় অগ্রাধিকার দেওয়া হয়েছে
(d) সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মেয়েরাই এগিয়ে থাকে

(d) সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মেয়েরাই এগিয়ে থাকে 
22. ছাত্রদের বাড়ির কাজ (হােমওয়ার্ক) পরীক্ষা করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতিটি হল:
(a) ক্লাসের বুদ্ধিমান ছাত্রদের এই কাজের দায়িত্ব দেওয়া
(b) ক্লাসে দলবদ্ধভাবে ছাত্রদের দিয়ে বাড়ির কাজ পরীক্ষা করানাে
(c) নমুনা উত্তরের মাধ্যমে তাদের বাড়ির কাজ পরীক্ষা করা
(d) নিয়মিতভাবে শিক্ষকের দ্বারাই তাদের বাড়ির কাজ পরীক্ষা করানাে

(d) নিয়মিতভাবে শিক্ষকের দ্বারাই তাদের বাড়ির কাজ পরীক্ষা করানাে 
23. একজন ছাত্র তার শিক্ষককে সম্মান প্রদর্শন করে না। শিক্ষক কী করবেন?
(a) ছাত্রটিকে উপেক্ষা করবেন
(b) পরীক্ষায় তাকে কম নম্বর দেবেন
(c) ছাত্রটির পিতা-মাতা বা অভিভাবকের সঙ্গে কথা বলবেন
(d) ছাত্রটিকে তিরস্কার করবেন

(a) ছাত্রটিকে উপেক্ষা করবেন 
24. জীবনে সাফল্য পেতে ছাত্রদের কীভাবে উদ্দীপ্ত করা যেতে পারে?
(a) বাছাই পড়াশুনাে করতে বলে
(b) যখন সম্ভব তখন পড়াশুনাে করতে বলে
(c) নিবিড় পড়াশুনাে করতে বলে
(d) সশব্দে পড়তে বলে

(c) নিবিড় পড়াশুনাে করতে বলে 
25. স্কুলে সাংস্কৃতিক কাজকর্ম পরিচালনার মূলে দায়িত্ব কার নেওয়া উচিত?
(a) প্রধানশিক্ষকের
(b) এই বিষয়ের শিক্ষকের
(c) যেসব শিক্ষক এতে আগ্রহী তাদের
(d) সমস্ত শিক্ষকের

(a) প্রধানশিক্ষকের 
26. বইয়ে উল্লিখিত পদ্ধতি অনুসারে শিক্ষক সমস্যা সমাধান করতে শেখালেও একটি ছাত্র ভিন্ন পদ্ধতিতে সমস্যাটি সমাধানের চেষ্টা করে। ছাত্রটিকে:
(a) একই বিষয়ের অন্যান্য বই পড়তে নিরুৎসাহিত করা উচিত
(b) একই বিষয়ের অন্যান্য বই পড়তে উৎসাহিত করা উচিত
(c) ক্লাসের পর তার সঙ্গে কথা বলা উচিত
(d) পরীক্ষায় নম্বর পাওয়ার প্রয়ােজনে ক্লাসে দেখানাে পদ্ধতিই অনুসরণ করতে বলা উচিত

(b) একই বিষয়ের অন্যান্য বই পড়তে উৎসাহিত করা উচিত 
27. একটি বিষয়ে পাঠদানের জন্য অভিজ্ঞ শিক্ষকদের বিস্তারিত পাঠদান পরিকল্পনা তৈরির প্রয়ােজন হয় না, কারণ:
(a) পরিকল্পনা ছাড়াই তারা সহজ পদ্ধতিতে শিক্ষাদান করতে পারেন
(b) ক্লাসে অনুসন্ধিৎসু শিক্ষকদের সংখ্যা অত্যন্ত কম
(c) তারা ভুল করলেও ছাত্রদের দিক থেকে কোনও প্রশ্ন আসে না
(d) অভিজ্ঞতা থাকায় তারা পাঠদানের প্রাথমিক পরিকল্পনা মনে মনে করে নিতে পারেন

(d) অভিজ্ঞতা থাকায় তারা পাঠদানের প্রাথমিক পরিকল্পনা মনে মনে করে নিতে পারেন 
2৪. কম বয়সেই ছাত্রদের স্কুল ত্যাগ আটকানাে যায়:
(a) পাঠ্যক্রমের ভার কমিয়ে
(b) শিক্ষকদের সংবেদনশীলতার মাধ্যমে
(c) স্কুলে আকর্ষণীয় পরিবেশ তৈরি করে
(d) ছাত্রদের উৎসাহিত করার মাধ্যমে

(d) ছাত্রদের উৎসাহিত করার মাধ্যমে 
29. একজন আদর্শ শিক্ষক:
(a) পাঠ্যক্রম নির্দিষ্টভাবে অনুসরণ করেন
(b) ছাত্রদের শিখতে সাহায্য করেন
(c) ছাত্রদের বন্ধু, আদর্শস্থানীয় এবং পথপ্রদর্শক হন
(d) শৃঙ্খলা রক্ষা করেন

(c) ছাত্রদের বন্ধু, আদর্শস্থানীয় এবং পথপ্রদর্শক হন 
30. ১৯৮৬-র শিশুশ্রম নিষিদ্ধকরণ আইন:
(a) ১৪ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর সব ধরণের শ্রমসাধ্য কাজ নিষিদ্ধ করে
(b) কেবলমাত্র ঝুঁকিবহুল কাজে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ করে
(c) স্কুলের সময়ে শিশুদের শ্রমদান নিষিদ্ধ করে
(d) নিয়ােগকারীদের ওপর শিশুদের শিক্ষার দায়িত্ব দিয়ে শিশুশ্রম নিষিদ্ধ করে

(a) ১৪ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর সব ধরণের শ্রমসাধ্য কাজ নিষিদ্ধ করে 
31. একজন শিক্ষক ক্লাসে ছাত্রদের প্রশ্ন করেন:
(a) ছাত্রদের ব্যস্ত রাখার জন্য
(b) শৃঙ্খলারক্ষার জন্য
(c) ছাত্রদের মনােযােগ আকর্ষণের জন্য
(d) শিক্ষাদানের জন্য

(c) ছাত্রদের মনােযােগ আকর্ষণের জন্য 
32. স্কুলে ক্লাসের অবসরে শিক্ষক কী করবেন?
(a) শিক্ষকদের ঘরে বিশ্রাম নেবেন
(b) লাইব্রেরিতে পত্র-পত্রিকা পড়বেন
(c) অফিসে অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলবেন
(d) ছাত্রদের বাড়ির কাজ পরীক্ষা করবেন

(d) ছাত্রদের বাড়ির কাজ পরীক্ষা করবেন 
33. ছাত্রদের মধ্যে একজন শিক্ষক সামাজিক মূল্যবােধ জাগিয়ে তুলতে পারেন:
(a) মহান মানুষদের কথা ছাত্রদের বলে
(b) শৃঙ্খলার বােধ জাগিয়ে তুলে
(c) আদর্শ আচরণের মাধ্যমে
(d) ছাত্রদের ভালাে গল্প বলে

(d) পরিশ্রমী মানুষদের উদাহরণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হবে। 
34. গ্রামবাসীদের মধ্যে কোনও বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে এবং আপনি গ্রামের শিক্ষক। আপনি কী করবেন?
(a) গ্রামপ্রধানকে বিষয়টি জানাবেন
(b) গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করবেন
(c) পুলিশে খবর দেবেন
(d) গ্রামবাসীদের থেকে দূরত্ব বজায় রাখবেন

(d) পরিশ্রমী মানুষদের উদাহরণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হবে। 
35. পরিবার হল:
(a) প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যম
(b) প্রথাগত শিক্ষার মাধ্যম
(c) প্রথা বিবর্জিত শিক্ষার মাধ্যম
(d) দুরশিক্ষার মাধ্যম

(d) পরিশ্রমী মানুষদের উদাহরণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হবে। 
36. ছাত্রদের স্কুলে খেলাধুলাে করা উচিত, কারণ:
(a) এতে তারা দৈহিকভাবে সবল হয়
(b) এতে শিক্ষকদের কাজ সহজতর হয়
(c) এতে সময় কাটানাে সম্ভব হয়
(d) এতে সহযােগিতার মনােভাব এবং দৈহিক ভারসাম্য বিকশিত হয়।

(d) পরিশ্রমী মানুষদের উদাহরণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হবে। 
37. একজন শিক্ষকের পক্ষে সর্বাপেক্ষা প্রয়ােজনীয়:
(a) ক্লাসে শৃঙ্খলা রক্ষা করা
(b) ক্লাসে নিয়মানুবর্তী হওয়া
(c) ছাত্রদের সমস্যা দূর করা
(d) ভালাে বক্তা হওয়া

(d) পরিশ্রমী মানুষদের উদাহরণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হবে। 
38. শিক্ষার মানােন্নয়নে প্রয়ােজন:
(a) ছাত্রদের নিয়মিত মূল্যায়ন
(b) শিক্ষকদের উচ্চ বেতনের ব্যবস্থা করা
(c) পাঠ্যক্রম পুনর্বিবেচনা করা
(d) ভালাে স্কুল বাড়ি নির্মাণ

(d) পরিশ্রমী মানুষদের উদাহরণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হবে। 
39. শিক্ষার নতুন নীতির উদ্দেশ্য:
(a) সকলের জন্য শিক্ষার সমান সুযােগ তৈরি
(b) সমগ্র শিক্ষা-ব্যবস্থার সংশােধন
(c) শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযােগসাধন
(d) শিক্ষা এবং ডিগ্রিলাভের মধ্যে সংযােগ বিচ্ছিন্ন করা

(d) পরিশ্রমী মানুষদের উদাহরণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হবে। 
40. ক্লাসে ছাত্রদের আকর্ষণ ধরে রাখতে একজন শিক্ষক:
(a) ব্ল্যাকবাের্ড ব্যবহার করবেন
(b) আলােচনা করবেন
(c) গল্প করবেন
(d) প্রশ্ন করবেন

(d) পরিশ্রমী মানুষদের উদাহরণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হবে। 

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com

আরো পড়ুন:

---Advertisement---

Related Post

Primary TET EVS Practice Set 11 l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১১: পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Primary TET EVS Practice Set 11: প্রাইমারি টেট ২০২৫ পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য পরিবেশ বিদ্যা (EVS) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্লগে আমরা প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর, ...

List of Famous Discoveries and Inventors 2025 l আবিষ্কার ও আবিষ্কারক – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য

Famous Discoveries and Inventors: বিজ্ঞান ও প্রযুক্তি জগতে যেসব বিখ্যাত আবিষ্কার হয়েছে এবং যাঁরা এসব আবিষ্কার করেছেন, তাঁদের সম্পর্কে জানা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে ...

The Fly by Katherine Mansfield – 30 One-Sentence Questions and Answers l WB SLST English 2025 (Corrected for 2nd WB SLST)

The Fly by Katherine Mansfield: WB SLST English 2025 পরীক্ষার প্রস্তুতিতে ‘The Fly by Katherine Mansfield’ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে নানা ধরনের প্রশ্ন এসেছে, ...

Araby by James Joyce for WB SLST English 2025 – 30 Model One-Liner Questions with Correct Answers (Corrected for 2nd WB SLST)

Araby by James Joyce for WB SLST English 2025: আপনি যদি WB SLST English 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য বিশেষভাবে উপযোগী। বিশেষ করে ...

Leave a Comment