---Advertisement---

 Important General Knowledge MCQ in Bengali Part – 01 l জেনারেল নলেজ MCQ পর্ব – ০১

By Siksakul

Updated on:

 Important General Knowledge MCQ in Bengali Part - 01 l জেনারেল নলেজ MCQ পর্ব - ০১
---Advertisement---

General Knowledge MCQ in Bengali: আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে সচেতনতা বাড়ায়, নতুন বিষয় সম্পর্কে জানার সুযোগ দেয়, এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে সহায়তা করে। সাধারণ জ্ঞানের সঠিক বিকাশের জন্য MCQ (Multiple Choice Questions) একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি।

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০১ । যেটিতে গুরুত্বপূর্ণ 30 টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

General Knowledge MCQ in Bengali Part – 01 l জেনারেল নলেজ MCQ পর্ব – ০১

1. ভারতের শ্রীলংকার মাঝখানে যে উপসাগর তার নাম কি ?

A. মান্নার উপসাগর 

B. ক্যাম্বে উপসাগর 

C. কলম্বো উপসাগর 

D. বঙ্গোপসাগর

 উত্তর :- A

2. ভারতের অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?

A. সিন্ধু গঙ্গেয় সমভূমি 

B. শিবালিত পর্বত 

C. আরাবল্লী পর্বত 

D. হিমালয় পর্বত

 উত্তর :- C

3. ভারতের মৃত আগ্নেয়গিরি কোনটি ?

A. বিন্দ্য পর্বত 

B. নীলগিরি দ্বীপ 

C. মিনিকয় দ্বীপ 

D. ব্যারেন দ্বীপ

 উত্তর :- D

4. রাজস্থানে লুনি নদীর অববাহিকার তৃণভূমির নাম কি ?

A. বাগর 

B. ধান্দ 

C. রোহি 

D. ধূয়ান

 উত্তর :- A

General Knowledge MCQ Bengali l গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন l Bengali GK Questions

5. আরাকু ভ্যালি কোথায় অবস্থিত ?

A. কেরালা 

B. সিকিম 

C. হিমাচলপ্রদেশ 

D. অন্ধ্রপ্রদেশ

 উত্তর :- D

6. মৈকাল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

A. অমরকন্টক 

B. মানপুর 

C. পাঁচমারি 

D. ধূপগড়

 উত্তর :- A

7. নীচের কোনটি একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ ?

A. ব্রহ্মপুত্র উপত্যকা 

B. চম্বল উপত্যকা 

C. দামোদর উপত্যকা 

D. শোন উপত্যকা

 উত্তর :- C

8. ধনেখালি কি জন্য বিখ্যাত ?

A. কাগজ শিল্পের জন্য 

B. চর্মশিল্পের জন্য  

C. পাট শিল্পের জন্য 

D. তাঁত শিল্পের জন্য

 উত্তর :- D

9. যৌন ক্রোমোজোমে ব্যতীত সকল ক্রোমোজোমকে কি বলা হয় ?

A. নিউক্লিয়াস 

B. জেনোম 

C. অটোজোম 

D. অলোজোম

 উত্তর :- C

10. পশ্চিমবঙ্গের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা সংলগ্ন অঞ্চলকে কি বলা হয় ?

A. রূপান্তরিত বদ্বীপ 

B. মৃত বদ্বীপ  

C. পরিণত বদ্বীপ 

D. সক্রিয় বদ্বীপ

 উত্তর :- B

11. স্থানীয়ভাবে কোতাল নামে পরিচিত অরণ্য কোন জেলায় আছে ?

A. মালদা 

B. পুরুলিয়া 

C. মুর্শিদাবাদ 

D. বাঁকুড়া

 উত্তর :- A

12. কেরালার উপকূলভূমিকে কি বলা হয় ?

A. করমন্ডল উপকূল 

B. উত্তর সরকার উপকূল 

C. মালাবার উপকূল 

D. কোরঙ্কন

 উত্তর :- C

13. সবরমতি নদীর তীরে যে বিখ্যাত শহরটি অবস্থিত তার নাম কি ?

A. এলাহাবাদ-গঙ্গা 

B. পোরবন্দর 

C. সুরাট- তাপ্তি 

D. গান্ধীনগর

 উত্তর :- D

14. এসকোরিস বা গোল কৃতমি পাওয়া যায় কোথায় ?

A. মানুষের ক্ষুদ্রান্তে 

B. মানুষের বৃহদন্ত্রে  

C. মানুষের পাকস্থলিতে 

D. কোনোটিই নয়

 উত্তর :- A

15. হাইগ্রোমিটারের সাহায্য কি পরিমাপ করা হয় ?

A. বাতাসের আপেক্ষিক আদ্রতা 

B. কঠিন পদার্থের আয়তন 

C. কঠিন পদার্থের ঘনত্ব 

D. কঠিন পদার্থের নির্দিষ্ট তাপ

 উত্তর :- A

16. সাতপুরা রেঞ্জ কোন দুটি নদীর মাঝে অবস্থিত ?

A. তাপ্তি ও মাহি 

B. মাহি ও লুনি 

C. নর্মদা ও তাপ্তি 

D. নর্দমা ও লুনি

 উত্তর :- C

17. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয় কবে ?

A. 8 সেপ্টেম্বর 

B. BB সেপ্টেম্বর 

C. B4 সেপ্টেম্বর 

D. BC সেপ্টেম্বর

 উত্তর :- A

18. অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?

A. টিপু সুলতান ও ইংরেজ 

B. রনজিৎ সিং ও ইংরেজ 

C. হায়দার আলি ও ইংরেজ 

D. নানাফড়নবীশ ও ইংরেজ

 উত্তর :- B

19. বিহারের কোন রাজপুত নায়ক সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন ?

A. শাহ আলম 

B. তাঁতিয়া টুপি 

C. শওকৎ আলি 

D. কুনওয়ার সিং

 উত্তর :- D

20. পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় ?

A. ময়ূরেশ্বরে 

B. বক্সাদুয়ারে 

C. দার্জিলিং 

D. মুকুটমনিপরে

 উত্তর :- A

21. নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন ?

A. ধননন্দ 

B. শ্রীনন্দ 

C. মহাপদ্মনন্দ  

D. দেবনন্দ

 উত্তর :- D

22. বিম্বিসারকে অমিত্রাঘাত উপাধি কারা দেন ?

A. ইহুদীরা 

B. চীনা 

C. আরবরা 

D. গ্রীকরা

 উত্তর :- D

23. রাজ্যের রাজ্যপাল কার নিকট দায়িত্বশীল থাকেন ?

A. উপরাষ্ট্রপতি 

B. রাষ্ট্রপতি 

C. সংশ্লীষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী 

D. প্রধানমন্ত্রী

 উত্তর :- B

24. পৃথিবীর অষ্টম আশ্চর্য কাকে বলে ?

A. বরোবুরের স্তুপ 

B. আদিনা মসজিদ 

C. যতীন্দ্রনাথ দাস 

D. তাজমহল

 উত্তর :- A

25. বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

A. যতীন্দ্রনাথ দাস 

B. বারীন ঘোষ 

C. অরবিন্দ ঘোষ 

D. রাসবিহারী বোস

 উত্তর :- C

26. তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন ?

A. ঈষা খাঁ 

B. নাসুরুদ্দিন চিরাগ 

C. দরগা বাওখানকা 

D. জয়ানন্দ

 উত্তর :- A

27. রাজসভার কোনো সদস্য সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত হন ?

A. 5 বছর 

B. 6 বছর 

C. 4 বছর 

D. অনির্দিষ্টকালের জন্য

 উত্তর :- B

28. ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?

A. পরোক্ষভাবে 

B. প্রত্যক্ষভাবে 

C. A এবংB উভয়ই 

D. কোনোটিই নয়

 উত্তর :- A

29. চর্যাপথগুলি কারা রচনা করেন ?

A. সুফী সাধকরা 

B. শৈব সাধকরা 

C. জৈন সাধুরা 

D. বৌদ্ধ সন্ন্যাসীরা

 উত্তর :- D

30. কবে বিবেকানন্দ শিকাগো শহরে বক্তৃতা দেন ?

A. 1890

B. 1893

C. 1892

D. 1894

 উত্তর :- B 


আরো পড়ুন: Study Notes On Blood For WBCS in Bengali

Best Affordable Gaming Laptop: Acer Aspire 5 Gaming Laptop: 13th Gen Intel i5, 8GB RAM, 512GB SSD, RTX 2050, 15.6″ FHD, Steel Gray

---Advertisement---

Related Post

CCRAS Recruitment 2025 Notification: Apply for 388 Group A, B & C Vacancies Including MTS & LDC

CCRAS Recruitment 2025 Notification: The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has issued a short notification regarding 388 vacancies across Group A, B, and C posts. ...

WB SLST English 2025 Preparation: 45 Important One-Sentence Question Answers on The Lotus Eaters by Somerset Maugham

WB SLST English 2025 preparation: Preparing for the 2nd WB SLST English Exam 2025? Struggling to cover every story in your syllabus? Don’t worry! We’ve compiled 45 One-Sentence ...

WB SLST English 2025 l 50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates

50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates: If you’re preparing for WB SLST English 2025 (IX-X), mastering the short story “The Ox” by H.E. Bates is ...

🥭 List of Scientific Names of Important Fruits 2025 l গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নাম

আপনি কি জানেন যে প্রতিদিন আমরা যে ফলগুলি খাই, সেগুলিরও নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম বা Scientific Name রয়েছে? শিক্ষার্থীদের মাধ্যমিক জীববিজ্ঞান (Madhyamik Biology), প্রতিযোগিতামূলক পরীক্ষা (SSC, UPSC, WBCS, Railway, NTPC) এবং সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নামের তালিকা ২০২৫ (List of Scientific Names of Important Fruits 2025)।

Leave a Comment