---Advertisement---

Important Physics GK MCQ in Bengali Set 2 l General Science Physics MCQ l পদার্থবিজ্ঞান MCQ Set 2 l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ০২

By Siksakul

Updated on:

Important Physics GK MCQ in Bengali Set 2 l General Science Physics MCQ
---Advertisement---

Important Physics GK MCQ in Bengali Set: আপনি কি পদার্থবিদ্যার সাধারণ জ্ঞান (জিকে) পরীক্ষা প্রস্তুতির জন্য খুঁজছেন? তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। পদার্থবিদ্যা এমন একটি বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে ব্যাখ্যা করতে সহায়ক হয়। পরীক্ষায় সফলতার জন্য পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি।

এই ব্লগে, আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি “পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ২” (Physics GK MCQ in Bengali Set 2)। এখানে আপনি পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা করবে। প্রতিটি প্রশ্ন সাবধানে বাছাই করা হয়েছে এবং এর সাথে বিস্তারিত উত্তর প্রদান করা হয়েছে, যা আপনার ধারণা স্পষ্ট করতে সাহায্য করবে।

তাহলে আর দেরি কেন? আমাদের সাথে যোগ দিন এবং আপনার পদার্থবিদ্যা জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মাধ্যমে। সরকারি চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন আজই!

Important Physics GK MCQ in Bengali Set 2 l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ২

21. ঘােড়ায় টানা টাঙা সামনের দিকে এগিয়ে যায় কারণ
(A) টাঙা ঘােড়ার উপর বল প্রয়ােগ করে
(B) ঘােড়া টাঙার উপর বল প্রয়ােগ করে
(C) ঘােড়া তার পায়ের সাহায্যে ভূমির উপর বল প্রয়ােগ করে
(D) ভূমি ঘােড়ার পায়ের ওপর বল প্রয়ােগ করে

(D) ভূমি ঘােড়ার পায়ের ওপর বল প্রয়ােগ করে
22. কোনাে বস্তুর বেগ দ্বিগুণ করলে
(A) ত্বরণ দ্বিগুণ হয়
(B) ভরবেগ দ্বিগুণ হয়
(C) গতিশক্তি দ্বিগুণ হয়
(D) স্থিতিশক্তি দ্বিগুণ হয়

(B) ভরবেগ দ্বিগুণ হয়
23. ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি?
(A) বৈদ্যুতিক শক্তি
(B) চাপশক্তি
(C) গতিশক্তি
(D) স্থিতিশক্তি

(D) স্থিতিশক্তি
24. সময়ের সাপেক্ষে কার্য করার হার-
(A) ক্ষমতা
(B) জুল
(C) শক্তি
(D) বেগ

(A) ক্ষমতা
25. শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, বক্তব্যটি—
(A) ভুল
(B) ঠিক
(C) কোনটাই নয়
(D) আংশিক ঠিক

(B) ঠিক
26. বল x সময় হল—
(A) শক্তি
(B) বেগ
(C) নিউটন
(D) ঘাত

(D) ঘাত
27. বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলে—
(A) ত্বরণ
(B) দ্রুতি
(C) বেগ
(D) বল

(A) ত্বরণ
28. ‘অলীক বল’ কাকে বলে?
(A) অপকেন্দ্র বলকে
(B) অভিকেন্দ্র বলকে
(C) অভিসারী বলকে
(D) অপসারী বলকে

(A) অপকেন্দ্র বলকে
29. বস্তু যতই মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে ততই তার অপকেন্দ্র বল—
(A) প্রথমে বৃদ্ধি পরে হ্রাস পায়
(B) হ্রাস পায়
(C) বৃদ্ধি পায়
(D) কোনােটাই না

(C) বৃদ্ধি পায়
30. পৃথিবীর দৈনিক গতির জন্য পার্থিব বস্তুর ওজন
(A) হ্রাস পায়
(B) বৃদ্ধি পায়
(C) কোনাে পরিবর্তন হয় না
(D) g বৃদ্ধি পায়

(A) হ্রাস পায়
31. m ভরের বস্তুকণা, r ব্যাসার্ধের বৃত্তপথে v দ্রুতি নিয়ে পরিভ্রমণ করলে, ওর অভিকেন্দ্র বল—
(A) mr2/v
(B) rm2/v
(C) vr2/m
(D) mv2/r

(D) mv2/r
32. নিম্নের কোনটি রৈখিক দ্রুতির পরিমাপ
(A) কৌণিক ব্যাসার্ধ x বেগ
(B) কৌণিক বেগ x ব্যাসার্ধ
(C) রৈখিক বেগ x ব্যাসার্ধ
(D) কোনােটাই নয়

(B) কৌণিক বেগ x ব্যাসার্ধ
33. রৈখিক দ্ৰতি = কৌণিক বেগ x _____
(A) ব্যাস
(B) দৈর্ঘ্য
(C) ব্যাসার্ধ
(D) চাপ

(C) ব্যাসার্ধ
34. অপকেন্দ্র বলকে আর কি নামে ডাকা হয় ?
(A) অলীক বল
(B) অলৌকিক বল
(C) অভিকেন্দ্র বল
(D) সমাপতিত বল

(A) অলীক বল
35. অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে?
(A) কেন্দ্রের দিকে
(B) ব্যাসের দিকে
(C) চাপের দিকে
(D) ব্যাসার্ধের দিকে

(A) কেন্দ্রের দিকে
36. সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারকে বলে—
(A) কৌণিক ত্বরণ
(B) কৌণিক মন্দন
(C) কৌণিক বল
(D) কৌণিক বেগ

(D) কৌণিক বেগ
37. সেন্ট্রিফিউজ কি?
(A) একপ্রকার বল
(B) একপ্রকার যন্ত্র
(C) একপ্রকার ত্বরণ
(D) কোনটাই না

(B) একপ্রকার যন্ত্র
38. কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন
(A) শূন্য
(B) 100
(C) 1
(D) -1

(A) শূন্য
39. পারদের ঘনত্ব (কিগ্রা/মি³) কত?
(A) 11300
(B) 13600
(C) 21500
(D) 19300

(B) 13600
40. আপেক্ষিক গুরুত্বের একক কী ?
(A) গ্রাম/মি³
(B) গ্রাম/মি2
(C) গ্রাম/মি
(D) কোন একক নেই

(D) কোন একক নেই

আরো পড়ুন:

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com
---Advertisement---

Related Post

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

BEL Recruitment 2025: Apply Now for 137 Trainee & Project Engineer Vacancies!

BEL Recruitment 2025: Bharat Electronics Limited (BEL), a leading government-owned electronics company under the Ministry of Defence, has announced recruitment for 137 temporary positions at its Product Development ...

VNSGU Recruitment 2025: Apply Online for 194 Temporary Assistant Professor & Teaching Assistant Posts

VNSGU Recruitment 2025: Veer Narmad South Gujarat University (VNSGU) is inviting applications for 194 Temporary Assistant Professor (TAP) and Temporary Teaching Assistant positions in various departments for the ...

Leave a Comment