---Advertisement---

Important Physics GK MCQ in Bengali Set 5 l General Science Physics MCQ l পদার্থবিজ্ঞান MCQ Set 5 l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ

By Siksakul

Updated on:

Important Physics GK MCQ in Bengali Set 5 l General Science Physics MCQ
---Advertisement---

Important Physics GK MCQ in Bengali Set: আপনি কি পদার্থবিদ্যার সাধারণ জ্ঞান (জিকে) পরীক্ষা প্রস্তুতির জন্য খুঁজছেন? তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। পদার্থবিদ্যা এমন একটি বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে ব্যাখ্যা করতে সহায়ক হয়। পরীক্ষায় সফলতার জন্য পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি।

এই ব্লগে, আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি “পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ৫” (Physics GK MCQ in Bengali Set 5)। এখানে আপনি পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা করবে। প্রতিটি প্রশ্ন সাবধানে বাছাই করা হয়েছে এবং এর সাথে বিস্তারিত উত্তর প্রদান করা হয়েছে, যা আপনার ধারণা স্পষ্ট করতে সাহায্য করবে।

তাহলে আর দেরি কেন? আমাদের সাথে যোগ দিন এবং আপনার পদার্থবিদ্যা জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মাধ্যমে। সরকারি চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন আজই!

Important Physics GK MCQ in Bengali Set 5 l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ৫

81. সমুদ্রে স্নান করার পর ঠান্ডা লাগে, কারণ—
(A) সমুদ্রের নােনতা জলের স্পর্শ
(B) শরীর থেকে জল বাম্পায়িত হওয়ার সময়ে লীন তাপ গ্রহণ
(C) স্থলভাগ ও সমুদ্রের জলের তাপমাত্রার পার্থক্য
(D) কোনােটিই নয়

Hide Answer

(B) শরীর থেকে জল বাম্পায়িত হওয়ার সময়ে লীন তাপ গ্রহণ
82. বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের ধারণক্ষমতা-
(A) উষ্ণতার প্রভাবমুক্ত
(B) উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায়
(C) উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়
(D) উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পরিবর্তিত হয়

(B) উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায়।
83. হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা মাপা হয়-
(A) তরলের আপেক্ষিক ঘনত্ব
(B) দুধের বিশুদ্ধতা
(C) আপেক্ষিক আর্দ্রতা
(D) বায়ুমণ্ডলের চাপ

(A) তরলের আপেক্ষিক ঘনত্ব  
84. জলের স্ফুটনাঙ্ক-
(A) সবসময় 100°C
(B) বায়ুমণ্ডলের চাপের ওপর নির্ভর করে
(C) পাত্রের উপাদানের ওপর নির্ভর করে
(D) আপেক্ষিক আর্দ্রতার ওপর নির্ভর করে

(B) বায়ুমণ্ডলের চাপের ওপর নির্ভর করে
85. সৌর কুকারের ঢাকা কাচের তৈরি করা হয়। কারণ –
(A) কাচের মধ্যে দিয়ে সূর্যরশ্মি পাত্রের মধ্যে যায়, কিন্তু তাপ বিকরিত হয়ে বাইরে আসতে পারে না
(B) কাচের মধ্যে দিয়ে কী খাদ্য রান্না হচ্ছে দেখা যায়
(C) কারণ কাচ বিকিরিত তাপ গ্রহণ করে না, ফলে সেক্ষেত্রে শক্তির ক্ষয় হয় না
(D) কারণ কাচ তাপের সুপরিবাহী এবং সন্তা।

(A) কাচের মধ্যে দিয়ে সূর্যরশ্মি পাত্রের মধ্যে যায়, কিন্তু তাপ বিকরিত হয়ে বাইরে আসতে পারে না
86. বটমলীর পরীক্ষায় ঘরের উষ্ণতা 5°C হলে পরীক্ষাটি সফল হবে কী?
(A) না, হবে না
(B) হ্যাঁ, হবে
(C) উষ্ণতার উপর নির্ভর করে না
(D) কোনােটিই নাৎ তখন ফুটনাঙ্কের কোনাে মান থাকে না
(D) কোনােটিই নয়23°C
92. অপদ্রব মেশানাে হলে পদার্থের গলনাঙ্ক-
(A) একই থাকে
(B) বেড়ে যায়
(C) কমে যায়
(D) কোনটাই নয়

(C) কমে যায়
93. অপসারী লেন্স কোনটি?
(A) অবতল লেন্স
(B) উত্তল লেন্স
(C) গােলক লেন্স
(D) কোনােটাই না

(A) অবতল লেন্স
94. অভিসারী লেন্স কোন্‌টি ?
(A) অবতল লেন্স
(B) উত্তল লেন্স
(C) গােলক লেন্স
(D) কোন(B) উত্তল লেন্স
95. পাতলা লেন্সের অভ্যন্তরস্ত কোন বিন্দু দিয়ে আলােকরশ্মি প্রতিসৃত হলে তার কোনাে বিচ্যুতি হয় না?
(A) ফোকাস বিন্দু
(B) ভরকেন্দ্র
(C) আলােক কেন্দ্র
(D) উচ্চ বিন্দু

(C) আলােক কেন্দ্র
96. কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না, কিন্তু তার ছবি তােলা যায় ?
(A) সদবিম্ব
(B) অসদবিম্ব
(C) সমান বিম্ব
(D) অসমান বিম্ব

(B) অসদবিম্ব
97. অসদবিম্বের সদবিম্ব গঠন করা যায় কোন যন্ত্রে ?
(A) চশমা
(B) পেরিস্কোপ
(C) ক্যামেরা
(D) আতসকাচ

(C) ক্যামেরা
98. মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
(A) অসদবিম্ব
(B) সদবিম্ব
(C) উল্টানাে সদবিম্ব
(D) সােজা সবিম্ব

(A) অসদবিম্ব
99. বস্তু অসীমে অবস্থিত হলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়?
(A) অসীমে
(B) f ও 2f এর মধ্যে
(C) ফোকাস তলে
(D) f ও 2f এর বাইরে

(C) ফোকাস তলে
100. বিবর্ধক হিসাবে উত্তল লেন্স ব্যবহারের সময় বস্তুকে লেন্স থেকে লেন্সের
(A) ফোকাস দূরত্বে
(B) ফোকাস দূরত্ব অপেক্ষা কম
(C) ফোকাস অপেক্ষা বেশি দূরত্বে
(D) দ্বিগুণ ফোকাস দূরত্বে

(B) ফোকাস দূরত্ব অপেক্ষা কম

আরো পড়ুন:

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com
---Advertisement---

Related Post

Indian States Top in Production l বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

Indian States Top in Production: ভারতের প্রতিটি রাজ্যই কোনো না কোনো কৃষি বা শিল্প পণ্যের উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে। যেমন কেউ চালে, কেউ গমে, কেউ বা তুলা, চা, ...

📝 50 Important Questions on Modern Russia, Cold War & Russian Revolution

Important Questions on Modern Russia: Are you preparing for UPSC, SSC, WBCS, Railway NTPC, or any other competitive exam that includes Modern History and International Relations? Then this ...

📝 Important Questions and Answers on Industrial Revolution and Socialist Movement – For WBCS, SLST, NET Preparation l শিল্পবিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন – ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important Questions and Answers on Industrial Revolution and Socialist Movement: শিল্পবিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা WBCS, SLST, UGC NET-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিতভাবে প্রশ্ন ...

RRB Recruitment 2025 Short Notice Out – Railway recruitment opportunities for a large number of vacant posts, monthly salary Rs. 21700

RRB Recruitment 2025 Short Notice Out: Railway Recruitment Board has again published a great recruitment notification! Recently, RRB has published a short notification for the recruitment of paramedical staff ...

Leave a Comment