---Advertisement---

Important questions and answers on history are very important for various job exams 2024 l ইতিহাসের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ

By Siksakul

Published on:

Important questions and answers on history are very important for various job exams 2024
---Advertisement---

Important questions and answers on history are very important for various job exams 2024: নমস্কার বন্ধুরা, আজ Siksakul Team এর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে  ইতিহাস  সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর (Important questions and answers on history) । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

Important questions and answers on history

1. শশাঙ্কর রাজধানী কোথায় ছিল?

উঃ কর্ণসুবর্ণ- তে ।

2. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

উঃ ডব্লিউ সি ব্যানার্জি।

3. ভারতের লৌহ মানব কাকে বলা হত?

উঃ সর্দার বল্লভ ভাই প্যাটেল।

4. ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ কুতুবউদ্দিন আইবক।

5. দীন-ই-ইলাহি-র  প্রবক্তা কে ?

উঃ আকবর।

6. কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে দেওয়ানী অধিকার দিয়েছিলেন ?

উঃ ফারুকসিয়ার।

7. ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত ?

উঃ সমুদ্রগুপ্ত।

8. কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় ?

উঃ ১৯৩১ সালে।

9. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

উঃ ডাফরিন।

10. কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানী লাভ করেছিল ?

উঃ দ্বিতীয় শাহ আলম।

11. রামচরিত কার রচনা? 

উঃ সন্ধ্যাকর নন্দী।

চাকরির প্রস্তুতির জন্য ইতিহাস প্রশ্ন ২০২৪ l Key history questions for competitive tests 2024

12. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ ক্যানিং।

13. আমির খসরু কার সভাপতি ছিলেন?

উঃ আলাউদ্দিন খলজী।

14. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন?

উঃ সেলুকাস।

15. বাংলা শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উঃ উঃ মীরকাসিম।

MORE READ

1. কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ  ঘটেছিল?

উঃ ১৫৫৬ খ্রিস্টাব্দে।

2. লর্ড আরউইন এর পরে কে ভারতের ভাইসরয় হন?

উঃ লর্ড উইলিংডন।

3. সুফিবাদ ভারতে প্রবেশ করে কত শতকে?

উঃ ত্রয়োদশ শতকে।

4. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ উইলিয়াম জোনস্।

5. ‘এইটটিন ফিফটি সেভেন’ বইটি রচয়িতা কে?

Job exam history practice questions l পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ক প্রশ্ন ২০২৪

উঃ এস. এন. সেন।

6. ‘ইন্ডিকা’- র প্রণেতা কে?

উঃ মেগাস্থিনিস।

7. প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কি ছিল?

উঃ হিন্দুস্থান রিভিউ।

8. জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত?

উঃ লাহোর ।

9. দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ কুতুবউদ্দিন আইবক।

10. তক্ষশীলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসেবে?

উঃ গান্ধার শিল্প।

11. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন?

উঃ গৌড়।

12. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?

উঃ লর্ড মাউন্টব্যাটেন।

13. প্রাচীনতম বেদ হলো ?

উঃ ঋগ্ বেদ।

14. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?

উঃ ডব্লু. সি. ব্যানার্জী।

15. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন?

উঃ এন. এম. যোশি।

---Advertisement---

Related Post

The Fly by Katherine Mansfield – 30 One-Sentence Questions and Answers l WB SLST English 2025 (Corrected for 2nd WB SLST)

The Fly by Katherine Mansfield: WB SLST English 2025 পরীক্ষার প্রস্তুতিতে ‘The Fly by Katherine Mansfield’ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে নানা ধরনের প্রশ্ন এসেছে, ...

Araby by James Joyce for WB SLST English 2025 – 30 Model One-Liner Questions with Correct Answers (Corrected for 2nd WB SLST)

Araby by James Joyce for WB SLST English 2025: আপনি যদি WB SLST English 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য বিশেষভাবে উপযোগী। বিশেষ করে ...

SSC CHSL, SLST, WBCS History Special: 100 Questions on German Nazism with Answers | জার্মান নাৎসিবাদ সম্পর্কে ১০০টি প্রশ্ন ও উত্তর

Questions on German Nazism with Answers: সরকারি চাকরির প্রস্তুতিতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে SSC CHSL, SLST ও WBCS-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। ইতিহাসের মধ্যে জার্মানির নাৎসিবাদ ...

SSC CHSL 2025 Practice Set 3 – Solve Important Questions in GK, English & Reasoning each part 20 questions

SSC CHSL 2025 Practice Set 3: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

Leave a Comment