---Advertisement---

Primary TET CDP Practice Set 23 l Child Development and Pedagogy MCQ in Bengali | শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর 2024 l

By Siksakul

Published on:

Primary TET CDP Practice Set 23
---Advertisement---

Primary TET CDP Practice Set in Bengali: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সাধনে সহায়ক। এ বিষয়ে সঠিক ধারণা ও জ্ঞান অর্জনের জন্য শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব (Child Development and Pedagogy MCQ) সম্পর্কিত প্রশ্ন উত্তর (MCQ) অত্যন্ত কার্যকর।

আমাদের ব্লগে, আমরা শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন বিষয় ও প্রশ্ন উত্তরের মাধ্যমে একটি সামগ্রিক ধারণা প্রদান করবো। এটি শিক্ষার্থীদের ও শিক্ষকদের জন্য বিশেষভাবে উপকারী হবে, কারণ তারা সহজে ও সুসংহতভাবে এই বিষয়গুলি বুঝতে ও মনে রাখতে পারবে।

আপনারা আমাদের ব্লগের মাধ্যমে শিশুর মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের ধাপগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও, শিশুদের শিক্ষাগত চাহিদা ও তাদের শিক্ষণ কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আমাদের ব্লগে দেওয়া প্রশ্ন উত্তরগুলি আপনাদের প্রস্তুতি ও দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

আসুন, একসাথে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্বের জগতে প্রবেশ করি এবং নতুন নতুন ধারণা ও জ্ঞান অর্জন করি। এই যাত্রায় আপনারা আমাদের সঙ্গী হয়ে উঠুন এবং শিশুদের উন্নতির পথে এক ধাপ এগিয়ে যান।

Important Child Development and Pedagogy MCQ l Primary TET CDP Practice Set l শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর ২৩

1. শিক্ষক ও ছাত্রের মধ্যে সর্বোত্তম সম্পর্ক কোনটি?
(a) বন্ধুত্ব
(b) প্রভু ও ভৃত্যের সম্পর্ক
(c) ব্যবসায়ী ও ক্রেতার সম্পর্ক
(d) পিতামাতা ও সন্তানের সম্পর্ক

(d) পিতামাতা ও সন্তানের সম্পর্ক 
2. জীবনের সমস্ত ক্ষেত্রেই মনস্তাত্ত্বিক জ্ঞান প্রয়ােজনীয়। কারণ:
(a) জীবনকে আনন্দময় করে তােলার জন্য
(b) জীবনের সমস্যা সমাধানের জন্য
(c) মানুষের আচরণ বােঝার জন্য
(d) এগুলির সবকটিই

(d) এগুলির সবকটিই 
3. ছাত্রদের সুচরিত্র গঠন করা যায়:
(a) তাদের মনস্তাত্ত্বিক জ্ঞান প্রদানের মাধ্যমে
(b) তাদের ভালাে পােশাক পরতে বলে
(c) তাদের প্রতি ভালাে ব্যবহারের মাধ্যমে
(d) তাদের ভালাে গল্প বলে

(c) তাদের প্রতি ভালাে ব্যবহারের মাধ্যমে 
4. ছাত্রদের আচরণ পরিবর্তনের জন্য সবচেয়ে কার্যকর পন্থা হল:
(a) সু-উপদেশ প্রদান
(b) দৈহিক শাস্তি প্রদান
(c) বাড়ি থেকে বিতাড়ন
(d) নিয়মিত পুরস্কার প্রদান

(d) নিয়মিত পুরস্কার প্রদান 
5. একজন মেধাবী ছাত্র তার পড়াশুনার খরচ (ফি) মেটাতে পারছে না। শিক্ষক হিসেবে আপনি:
(a) তার ফি মকুব করার ব্যবস্থা করবেন
(b) তার দারিদ্র নিয়ে তার সঙ্গে আলােচনা করবেন
(c) তার সঙ্গে কথা বলে তার সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করবেন
(d) তাকে সাহায্য করার জন্য অন্য শিক্ষকদের অনুরােধ করবেন

(a) তার ফি মকুব করার ব্যবস্থা করবেন 
6. শিক্ষার জন্য সমীক্ষার (educational survey) ক্ষেত্রে নীচের কোনটি ব্যবহৃত হয় ?
(a) পরীক্ষা (Test)
(b) প্রশ্নসুচি (Questionnaire)
(c) সাক্ষাৎকার (Interview)
(d) এগুলির সবকটিই

(d) এগুলির সবকটিই 
7. ছাত্রদের দক্ষতার মূল্যায়নে নীচের কোনটি সবচেয়ে কার্যকরী ?
(a) সাপ্তাহিক পরীক্ষা
(b) মাসিক পরীক্ষা
(c) সেমেস্টার পরীক্ষা
(d) বার্ষিক পরীক্ষা

(c) সেমেস্টার পরীক্ষা 
8. অনুমতি না নিয়ে একজন ছাত্র দীর্ঘদিন অনুপস্থিত থাকলে শিক্ষক হিসেবে আপনি:
(a) তাকে স্কুল থেকে বিতাড়নের কথা ভাববেন
(b) বিষয়টিকে গুরুত্ব দেবেন না
(c) অভিভাবককে বিষয়টি জানাবেন
(d) তার সম্বন্ধে অন্য ছাত্রদের থেকে খোঁজখবর নেবেন

(c) অভিভাবককে বিষয়টি জানাবেন 
9. ছাত্রদের শুনে বােঝার দক্ষতা বিকাশের জন্য একজন শিক্ষক:
(a) ছাত্রদেরই পড়ে শােনাতে বলবেন
(b) পড়ার সময় ভুলগুলি দেখিয়ে দেবেন
(c) ছাত্রদের প্রশ্ন করবেন
(d) শােনার প্রয়ােজনীয়তা ব্যাখ্যা করবেন

(a) ছাত্রদেরই পড়ে শােনাতে বলবেন 
10. অপরিচ্ছন্ন পােশাক পরে একজন ছাত্র স্কুলে এসেছে। শিক্ষক হিসেবে আপনি:
(a) তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবেন
(b) তার অভিভাবককে ডেকে পাঠাবেন
(c) পরিচ্ছন্নতার প্রয়ােজনীয়তা তাকে বুঝিয়ে বলবেন
(d) সে যাতে পরিচ্ছন্ন পােশাক পরতে পারে সেজন্য তাকে  আর্থিক সাহায্য দেবেন

(c) পরিচ্ছন্নতার প্রয়ােজনীয়তা তাকে বুঝিয়ে বলবেন 
11. কীভাবে ছাত্রদের কবিতা শেখানাে উচিত?
(a) কবিতার ছন্দ অনুযায়ী
(b) সুর করে পড়ার মাধ্যমে
(c) ছাত্রদের আনন্দ দেয় এমন করে কবিতা পড়ে
(d) কবিতা পড়ার সময় কঠিন শব্দগুলির অর্থ ব্যাখ্যা করে

(b) সুর করে পড়ার মাধ্যমে 
12. ছাত্রদের লেখার দক্ষতা বিকাশের জন্য:
(a) তাদের বেশি করে বাড়ির কাজ (হােমওয়ার্ক) দিতে হবে
(b) তাদের শ্রুতিলিখন অভ্যাস করাতে হবে
(c) শুনে বা দেখে লেখার অভ্যাস তৈরি করাতে হবে
(d) তাদের লিখতে উৎসাহিত করতে হবে এবং তারা যাতে লেখে সেজন্য তাদের দিয়ে শপথ করিয়ে নিতে হবে।

(b) তাদের শ্রুতিলিখন অভ্যাস করাতে হবে 
53. ছাত্রদের বেড়াতে নিয়ে যাওয়া উচিত। কারণ:
(a) এতে ছাত্ররা খুশি হয়
(b) এতে ছাত্ররা বেশি শেখে
(c) বেড়াতে গেলে ছাত্ররা গােলমাল করে না
(d) বেড়াতে গেলে ছাত্ররা নিজেদের মধ্যে আনন্দ উপভােগ করতে পারে

(b) এতে ছাত্ররা বেশি শেখে 
54. শিক্ষক চেষ্টা করবেন ক্লাসে __________ পরিবেশ বজায় রাখতে।
(a) বন্ধুত্বপূর্ণ
(b) সহযােগিতাপূর্ণ
(c) গণতান্ত্রিক
(d) এগুলির সবকটিই

(d) এগুলির সবকটিই 
55. শ্রেণীকক্ষে একটি __________ শিক্ষকের জন্য অবশ্য প্রয়ােজনীয়।
(a) টেবিল
(b) ব্ল্যাকবাের্ড
(c) চেয়ার
(d) ছড়ি

(b) ব্ল্যাকবাের্ড 
56. শিশুদের আচরণ নিয়ে চর্চার সর্বোত্তম পদ্ধতি:
(a) তদন্তমূলক পদ্ধতি (Inspection method)
(b) বাস্তবানুগ পদ্ধতি (Practical method)
(c) সাক্ষাৎকার পদ্ধতি (Interview method)
(d) ব্যক্তিগত চর্চা পদ্ধতি (Personal study method)

(d) ব্যক্তিগত চর্চা পদ্ধতি (Personal study method) 
57. শিশুর ক্ষেত্রে ‘বিকাশ’ শব্দটির অর্থ:
(a) ফলাফল সংক্রান্ত পরিবর্তন
(b) পরিমাপ সংক্রান্ত পরিবর্তন
(c) (a) এবং (b) উভয়েই
(d) কোনটিই নয়

(a) ফলাফল সংক্রান্ত পরিবর্তন 
58. একটি শিশুর সামাজিক বিকাশ (Social development) বলতে বােঝায়:
(a) সমাজে শিশুর বিকাশ
(b) গােষ্ঠীর মধ্যে একটি শিশুর মানিয়ে নেওয়া
(c) ভালাে সমাজ
(d) সমাজে ভালাে কাজ হয় এই তত্ত্ব

(b) গােষ্ঠীর মধ্যে একটি শিশুর মানিয়ে নেওয়া 
59. শৈশব (Childhood) বলতে বােঝায়:
(a) ৩ থেকে ১২ বছর
(b) ৫ থেকে ১৫ বছর
(c) ২ থেকে ৮ বছর
(d) ৫ থেকে ১০ বছর

(a) ৩ থেকে ১২ বছর 
60. কোন সময়ে শিশুরা আবদ্ধ জ্ঞান (Stagnant knowledge) লাভ করে?
(a) যখন শিশুরা নিজেরাই কোনও কিছু অনুশীলন করে
(b) যখন শিক্ষক শিশুদের পড়ান
(c) যখন পিতামাতা শিশুকে পড়ান
(d) এগুলির সবকটিই

(a) যখন শিশুরা নিজেরাই কোনও কিছু অনুশীলন করে 

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com

আরো পড়ুন:

---Advertisement---

Related Post

Ramsar Sites in India 2025 in Bengali l ভারতের রামসার সাইট ২০২৫ তালিকা (PDF সহ)

ভারতের রামসার সাইট: রামসার সাইটগুলি হল সেই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলাভূমি, যেগুলি বিশ্বব্যাপী পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৫ সালে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা ৯১-এ পৌঁছেছে। ...

Major Constitutional Amendments of Indian Constitution – A Must-Know for UPSC, SSC & Other Competitive Exams l ভারতীয় সংবিধানের প্রধান সাংবিধানিক সংশোধনী 2025

Constitutional Amendments of Indian Constitution: ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধানগুলির একটি, যা সময়ের প্রয়োজনে বহুবার সংশোধিত হয়েছে। এসব সাংবিধানিক সংশোধনী (Constitutional Amendments) শুধু আইনগত নয়, বরং ভারতের ...

🌾 ভারতের ৫০টি বিভিন্ন ফসল গবেষণা কেন্দ্রের তালিকা l List of 50 Different Crop Research Centers in India

Different Crop Research Centers in India: ভারতের কৃষি উন্নয়নে গবেষণা কেন্দ্রগুলির ভূমিকা অপরিসীম। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত এই ফসল গবেষণা কেন্দ্রগুলি (Crop Research Centers) ফসলের উন্নত জাত, টেকসই ...

🌍 Important Questions and Answers about Climate for All Competitive Exams l জলবায়ু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২৫ – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সম্পূর্ণ গাইড 🌦️

Important Questions and Answers about Climate: আপনি কি UPSC, SSC, Railway, WBCS, বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য জলবায়ু সম্পর্কিত প্রশ্ন ও উত্তর খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় ...

Leave a Comment