---Advertisement---

WB Gram Panchayat Practice Set 31 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট 2024

By Siksakul

Updated on:

WB Gram Panchayat Practice Set 31
---Advertisement---

WB Gram Panchayat Practice Set 31 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

WB Gram Panchayat Practice Set 31 l গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৩১

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। Siksakul আয়োজিত WB Gram Panchayat Practice Set 31 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৩১ l WB Gram Panchayat Practice Set in Bengali

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে (WB Gram Panchayat Practice Set in Bengali) গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

প্রশ্ন. 2011 সেনসাস অনুযায়ী জনসংখ্যা অনুযায়ী দিল্লী কততম স্থান অধিকার করে ?

উত্তর:- দ্বিতীয়

প্রশ্ন. সাইকেলে ব্যবহৃত কোন যন্ত্রাংশ এ যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে ?

উত্তর:- ডায়ানামো

প্রশ্ন. ভারতের কোন রাজ্যে ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম তৈলক্ষেত্র টি অবস্থিত ?

উত্তর:- আসাম

প্রশ্ন. NASA এর পূর্ণ রূপ কি ?

উত্তর:- ন্যাশনাল এরোনটিক্স এন্ড স্পেস এডমিনিষ্ট্রেশন

প্রশ্ন. বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় ?

উত্তর:- 11 ই জুলাই

প্রশ্ন. ‘দিন-ই-ইলাহী’ ধর্মের প্রবর্তক কোন মুঘল শাসক ?

উত্তর:- আকবর

প্রশ্ন. কোন প্রাণীকে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী ঘোষণা করা হয়েছে ?

উত্তর:- হাতি

প্রশ্ন. দৈর্ঘ্যের নিরিখে ইয়াংজে নদীটি বিশ্বের কততম দীর্ঘ নদী ?

উত্তর:- তৃতীয়

প্রশ্ন. ভারতের CAG এর কার্যকাল কত বছর ?

উত্তর:- ছয় বছর

প্রশ্ন. সচিন তেন্ডুলকার ভারতের কততম ক্রিকেটার যাকে আইসিসি ক্রিকেট হল অফ ফ্রেমে অন্তর্ভুক্ত করা হয়েছে ?

উত্তর:- ষষ্ঠ

প্রশ্ন. প্রথম বাঙালি বায়ু সেনা প্রধান কে ছিলেন ?

উত্তর:- সুব্রত মুখার্জী

প্রশ্ন. বোনাল পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর:- কর্ণাটক

প্রশ্ন. নল সরোবর পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর:- গুজরাট

প্রশ্ন. প্রথম বাঙালি যিনি অস্কার পুরস্কার পান তিনি হলেন ?

উত্তর:- সত্যজিৎ রায়

প্রশ্ন. সওয়াই মানসিং স্টেডিয়াম ভারতের কোথায় অবস্থিত ?

উত্তর:- জয়পুর, রাজস্থান

প্রশ্ন. একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ভারতের কোথায় অবস্থিত ?

উত্তর:- লখনৌ

প্রশ্ন. ল্যাপারোস্কোপি চিকিৎসা কিসের সাথে সম্পর্কিত ?

উত্তর:- তলপেট

প্রশ্ন. লাইগেশন চিকিৎসা কিসের সাথে সম্পর্কিত ?

উত্তর:- ডিম্বনালী

Deep Dive into India’s Top Fitness Tracker
---Advertisement---

Related Post

Indian Navy ITI Apprentice Recruitment 2025: 50 Vacancies Notified at NSRY Sri Vijaya Puram

Indian Navy ITI Apprentice Recruitment 2025: The Naval Ship Repair Yard (NSRY), Sri Vijaya Puram, has released an official notification inviting online applications for its “Technician (Vocational) Apprentice Training Program (IT-02 Batch)” for the 2025–26 training year. A total of 50 ITI-qualified candidates, both male and female, will be selected across 11 different trades. The total number of openings is provisional and subject to change based on final eligibility screening. Full eligibility, trade-wise details, and application steps are given below.

Apply Now: RRB Paramedical Staff Recruitment 2025 for 435 Posts | Official Notification Released

RRB Paramedical Staff Recruitment 2025 for 435 Posts: The Railway Recruitment Boards (RRB), under the Ministry of Railways, Government of India, have announced a major recruitment drive for various paramedical posts through Centralised Employment Notice (CEN) No. 03/2025. This nationwide opportunity offers 434 vacancies (some sources mention 435) across different categories under the paramedical cadre.

RPSC Veterinary Officer Recruitment 2025 for 1100 Posts l Eligibility, Important Dates & How to Apply

RPSC Veterinary Officer Recruitment 2025 for 1100 Posts: The Rajasthan Public Service Commission (RPSC) has launched a large-scale recruitment campaign for 1100 Veterinary Officer posts. This is a valuable opportunity for candidates with qualifications in veterinary science to secure a government position.

UPSC Recruitment 2025 for 45 Assistant Director (Systems) Posts | Check Complete Notification

UPSC Recruitment 2025 for 45 Assistant Director: The Union Public Service Commission (UPSC) has announced 45 openings for the post of Assistant Director (Systems) in the Directorate of Income Tax (Systems), Department of Revenue, Ministry of Finance. Interested and eligible candidates can submit their Online Recruitment Applications (ORA) through the official portal at upsconline.gov.in. Key details such as eligibility criteria, age limit, application fee, and the selection process are outlined below.

Leave a Comment