---Advertisement---

WB Gram Panchayat Practice Set in Bengali 30 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৩০

By Siksakul

Published on:

WB Gram Panchayat Practice Set in Bengali
---Advertisement---

WB Gram Panchayat Practice Set in Bengali 2024 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

WB Gram Panchayat Practice Set in Bengali 29 l গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২৯

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। Siksakul আয়োজিত WB Gram Panchayat Practice Set-29 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২৯ l WB Gram Panchayat Practice Set in Bengali

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে (WB Gram Panchayat Practice Set in Bengali) গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

প্রশ্ন. ভারতের প্রথম এলসিডি প্যানেল প্লান্ট চালু হয় কোথায় ?

উত্তর:- মহারাষ্ট্রে

প্রশ্ন. ভারতের প্রথম সিভিল অ্যাভিয়েশন পার্ক কোথায় গড়ে ওঠে ?

উত্তর:- গুজরাট

প্রশ্ন. ভারতের প্রথম মহাকাশ উদ্যান কোথায় গড়ে ওঠে ?

উত্তর:- বেঙ্গালুরুতে

প্রশ্ন. ভারতের প্রথম ডিজিটাল রাজ্য কোনটি ?

উত্তর:- কেরালা

প্রশ্ন. ভারতের প্রথম টাইগার সেল কোথায় তৈরি হয় ?

উত্তর:- দেরাদুনে

প্রশ্ন. ভারতের প্রথম উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য কোনটি ?

উত্তর:- সিকিম

প্রশ্ন. ‘দল বেঁধে’ গল্প গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- অদ্বৈত মল্লবর্মন

প্রশ্ন. ‘ক্ষীরের পুতুল’ কে রচনা করেছেন ?

উত্তর:- অবনীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন. ‘এই যে নদী’ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- অমিতাভ সেনগুপ্ত

প্রশ্ন. ‘কারাকাহিনী’ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- অরবিন্দ ঘোষ

প্রশ্ন. ‘ঝরাফুল’ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- করুনানিধান বন্দোপাধ্যায়

প্রশ্ন. ‘কাব্যমুকুল’ কে লিখেছেন ?

উত্তর:- কুসুমকুমারী দাশ

প্রশ্ন. ‘পুরানো কথা’ গ্রন্থটি কার রচনা ?

উত্তর:- চারুচন্দ্র দত্ত

প্রশ্ন. ‘বিনোদিনী’ গল্প গ্রন্থ টি কে রচনা করেছেন ?

উত্তর:- জগদীশ গুপ্ত

প্রশ্ন. ‘ধূসর পাণ্ডুলিপি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- জীবনানন্দ দাশ

প্রশ্ন. ‘ঠাকুমার ঝুলি’ এর রচয়িতা কে ?

উত্তর:- দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

প্রশ্ন. বেসবল খেলার কোর্ট/ফিল্ডের নাম কি ?

উত্তর:- ডায়মন্ড

প্রশ্ন. স্কেটিং, বক্সিং এর কোর্ট/ফিল্ডের নাম কি ?

উত্তর:- রিং

প্রশ্ন. গল্ফ এর কোর্ট/ফিল্ডের নাম কি ?

উত্তর:- কোর্স

প্রশ্ন. টেবিল টেনিসের কোর্ট/ফিল্ডের নাম কি ?

উত্তর:- বোর্ড

প্রশ্ন. জুডো, ক্যারাটের কোর্ট/ফিল্ডের নাম কি ?

উত্তর:- ম্যাট

প্রশ্ন. ঘোড়ায় চড়া খেলার ফিল্ডের নাম কি ?

উত্তর:- অ্যারেনা

প্রশ্ন. সাইকেল চালানো খেলার ফিল্ডের নাম কি ?

উত্তর:- ভেলোড্রাম

প্রশ্ন. অ্যাথলেটিক্স খেলার ফিল্ড/কোর্টের নাম কি ?

উত্তর:- ট্র্যাক

প্রশ্ন. বোলস খেলার ফিল্ড/কোর্টের নাম কি ?

উত্তর:- গ্রিনস

প্রশ্ন. কালিং, আইস হকির ফিল্ড/কোর্টের নাম কি ?

উত্তর:- রিঙ্ক

প্রশ্ন. সেন বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন ?

উত্তর:- বিজয় সেন

প্রশ্ন. ভারতে ইংরেজ শাসনকে কে বলেছেন ‘Unconscious tool of History’ ?

উত্তর:- কার্ল মার্ক্স

প্রশ্ন. প্রথম কে ‘মহাভারত’ এর বঙ্গানুবাদ করেন ?

উত্তর:- কবি পরমেশ্বর

প্রশ্ন. ‘গৌড়বাহো’ কার লেখা ?

উত্তর:- বাকপতি দেব

প্রশ্ন. ‘কুমারপাল-চরিত’ গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর:- হেমচন্দ্র

প্রশ্ন. ‘আইহোল প্রশস্তি’ তে কোন রাজার কীর্তি বর্ণনা করা হয়েছে ?

উত্তর:- দ্বিতীয় পুলকেশী

প্রশ্ন. ভারতে প্রচলিত ধাতু কোনটি ?

উত্তর:- তামা

প্রশ্ন. ক্যাথোড রশ্মি কিসের স্রোত ?

উত্তর:- ইলেকট্রন কণার স্রোত

প্রশ্ন. যে পশুর সাথে সিন্ধুবাসীদের পরিচয় ছিল না ?

উত্তর:- ঘোড়া

প্রশ্ন. ধর্মসভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- রাধকান্ত দেব (1829)

প্রশ্ন. টেলিগ্রাফ, মোর্স কোড কে আবিষ্কার করেন ?

উত্তর:- স্যামুয়েল ফিনলে ব্রিস মোর্স

প্রশ্ন. দেশলাই কে আবিষ্কার করেন ?

উত্তর:- জন ওয়াকার

প্রশ্ন. ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন ?

উত্তর:- জেমস ইয়ং সিমসন

প্রশ্ন. স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন ?

উত্তর:- রেনে হায়াসিন্থ লিনেক

প্রশ্ন. ইউরেনিয়াম কে আবিষ্কার করেন ?

উত্তর:- মার্টিন হেনরিখ ক্ল্যাপরথ

প্রশ্ন. ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?

উত্তর:- ইভান গেলিস্তা টরিসেলি

প্রশ্ন. প্রাকৃতিক নির্বাচন বাদ কে আবিষ্কার করেন ?

উত্তর:- চার্লস ডারউইন

প্রশ্ন. বেতার বা রেডিওর আবিষ্কার কে করেন ?

উত্তর:- গুগলিয়েলমো মার্কনি

প্রশ্ন. বাইনোমিয়াল থিওরেম, শব্দের সূত্র কে আবিষ্কার করেন ?

উত্তর:- আইজ্যাক নিউটন

প্রশ্ন. মিসিং লিংক কে আবিষ্কার করেন ?

উত্তর:- ইসামু আকাসাকি

প্রশ্ন. লিটমাসের নিজস্ব বর্ণ কি ?

উত্তর:- বেগুনি

প্রশ্ন. অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি হয় ?

উত্তর:- লাল

See More: Best selling smartwatches in India 

---Advertisement---

Related Post

WB Gram Panchayat Practice Set 31 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট 2024

WB Gram Panchayat Practice Set 31 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা ...

ANM GNM Practice Set 14 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৪

ANM GNM Practice Set 14: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Siksakul -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড ...

WB Gram Panchayat Practice Set 2024 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২৯

WB Gram Panchayat Practice Set 2024 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা ...

WB Gram Panchayat Practice Set 28 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট 2024

WB Gram Panchayat Practice Set 28 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা ...

Leave a Comment