WB Gram Panchayat Preparation 2024 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।
WB Gram Panchayat Preparation 2024 l গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৩৭
Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। Siksakul আয়োজিত WB Gram Panchayat Practice Set-37 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৩৭ l WB Gram Panchayat Practice Set-37
প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।
আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে (WB Gram Panchayat Practice Set in Bengali) গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।
১. ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন ?
[A] রামদাস[B] তেগ বাহাদুর
[C] অর্জুনদেব
[D] গোবিন্দ সিং
২. সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয় ?
[A] ১৯২৬ সালে[B] ১৯৩৬ সালে
[C] ১৯৪৬ সালে
[D] ১৯৫৬ সালে
৩. কীসের জন্য গান্ধীজী চম্পারণ আন্দোলন করেছিলেন ?
[A] হরিজনদের অধিকার সুরক্ষা[B] আইন অমান্য আন্দোলন
[C] হিন্দু সমাজের ঐক্যরক্ষা
[D] নীল চাষিদের সমস্যার সমাধান
৪. ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় –
[A] ৭০ তম সংবিধান সংশোধন দ্বারা[B] ৭১ তম সংবিধান সংশোধন দ্বারা
[C] ৭২ তম সংবিধান সংশোধন দ্বারা
[D] ৭৩ তম সংবিধান সংশোধন দ্বারা
৫. “আকবরনামা” কে লিখেছিলেন ?
[A] আবুল ফজল[B] ফৈজি
[C] শেখ মুবারক
[D] তানসেন
৬. হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন?
[A] বাবর[B] আকবর
[C] জাহাঙ্গীর
[D] শাহ্জাহান
৭.পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়-
[A] জলপাইগুড়িতে[B] বাঁকুড়াতে
[C] দার্জিলিং-এ
[D] উত্তর চব্বিশ পরগণায়
৮.পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত আখ্যা দেওয়া হয়েছে-
[A] রামসর স্থান
[B] বায়োস্ফিয়ার রিজার্ভ
[C] সংরক্ষিত বনভূমি
[D| জাতীয় পার্ক
৯.নিউম্যাটোফোর (Pneumatophore) হল –
[A] সুন্দরবনে নিউমোনিয়া দ্বারা আক্রান্ত রোগী[B] সুন্দরবনের জলাভূত্বি
[C] সুন্দরী গাছের ডাল
[D] ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শেকড়
১০. রক্তচাপ মাপার যন্ত্রের নাম-
[A] ব্যারোমিটার[B] স্ফাইমোম্যানোমিতার
[C] টোনোমিটার
[D] উপরের কোনোটিই নয়
উত্তর:
১. [B] তেগ বাহাদুর
২. [B] ১৯৩৬ সালে
৩. [D] নীল চাষিদের সমস্যার সমাধান
৪. [D] ৭৩ তম সংবিধান সংশোধন দ্বারা
৫. [A] আবুল ফজল
৬. [B] আকবর
৭. [B] বাঁকুড়াতে
৮. [A] রামসর স্থান
৯. [D] ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শেকড়
১০. [B] স্ফাইমোম্যানোমিতার