---Advertisement---

WB ICDS Anganwari Job Recruitment 2024 l ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ 

By Siksakul

Published on:

---Advertisement---

WB ICDS Anganwari Job Recruitment 2024: দিনের পর দিন বেড়েই চলেছে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা। সরকারের তরফ থেকে অনবরত নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছেনা কোনো লাভ। দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। তাই এইমুহুর্তে ভরসা শুধুমাত্র কোম্পানির চাকরি। তবুও মানুষ ছুটে চলেছে সরকারি চাকরির পিছনে। আজকের প্রতিবেদনে আমরা এইসমস্ত শিক্ষিত বেকারদের জন্য একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। জানাবো বিস্তারিত ভাবে।

WB ICDS Anganwari Job Recruitment 2024 l ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ 

নিয়োগকারী সংস্থা, পদের নাম ও শূন্যপদের সংখ্যা

নিয়োগকারী সংস্থা : এই নিয়োগের বিজ্ঞপ্তিটি ICDS Anganwadi Recruitment-এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে।
পদের নাম : এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা : এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের মোট ৭৪৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বয়সের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের শর্তাবলী

বয়সের সময়সীমা : আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : দুটি পদের ক্ষেত্রে ভিন্ন যোগ্যতার প্রয়োজন। সহায়িকা পদের জন্য মাধ্যমিক এবং অঙ্গনওয়াড়ি কর্মীর পদের জন্য উচ্চমাধ্যমিক যোগ্যতার প্রয়োজন।
আবেদনের শর্তাবলী : আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই পদে আবেদনের যোগ্য।

প্রয়োজনীয় ডকুমেন্টস, নিয়োগ প্রক্রিয়া ও আবেদন মূল্য

প্রয়োজনীয় ডকুমেন্টস : আবেদন করার জন্য প্রার্থীদের ভোটার কার্ড, আধার কার্ড, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ৫ টাকার ডাক টিকিট এবং ৩ কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে।
নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুসারে এই পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য : আবেদন করার জন্য প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।

WB Anganwadi Recruitment-এ আবেদনের পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের অফলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। আবেদন করার জন্য প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর সেটিকে নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করতে হবে। সবশেষে মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই কাজ শেষ। আবেদনপত্র পাঠানোর ঠিকানা জানতে অফিসিয়াল নোটিফিকেশনে চোখ রাখুন। আবেদনের শেষ তারিখ ১৬ই আগস্ট ২০২৪।

Official Notice And Application : Download / Application Form

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment