---Advertisement---

WB ICDS Anganwari Job Recruitment 2024 l ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ 

By Siksakul

Published on:

---Advertisement---

WB ICDS Anganwari Job Recruitment 2024: দিনের পর দিন বেড়েই চলেছে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা। সরকারের তরফ থেকে অনবরত নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছেনা কোনো লাভ। দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। তাই এইমুহুর্তে ভরসা শুধুমাত্র কোম্পানির চাকরি। তবুও মানুষ ছুটে চলেছে সরকারি চাকরির পিছনে। আজকের প্রতিবেদনে আমরা এইসমস্ত শিক্ষিত বেকারদের জন্য একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। জানাবো বিস্তারিত ভাবে।

WB ICDS Anganwari Job Recruitment 2024 l ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ 

নিয়োগকারী সংস্থা, পদের নাম ও শূন্যপদের সংখ্যা

নিয়োগকারী সংস্থা : এই নিয়োগের বিজ্ঞপ্তিটি ICDS Anganwadi Recruitment-এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে।
পদের নাম : এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা : এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের মোট ৭৪৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বয়সের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের শর্তাবলী

বয়সের সময়সীমা : আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : দুটি পদের ক্ষেত্রে ভিন্ন যোগ্যতার প্রয়োজন। সহায়িকা পদের জন্য মাধ্যমিক এবং অঙ্গনওয়াড়ি কর্মীর পদের জন্য উচ্চমাধ্যমিক যোগ্যতার প্রয়োজন।
আবেদনের শর্তাবলী : আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই পদে আবেদনের যোগ্য।

প্রয়োজনীয় ডকুমেন্টস, নিয়োগ প্রক্রিয়া ও আবেদন মূল্য

প্রয়োজনীয় ডকুমেন্টস : আবেদন করার জন্য প্রার্থীদের ভোটার কার্ড, আধার কার্ড, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ৫ টাকার ডাক টিকিট এবং ৩ কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে।
নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুসারে এই পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য : আবেদন করার জন্য প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।

WB Anganwadi Recruitment-এ আবেদনের পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের অফলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। আবেদন করার জন্য প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর সেটিকে নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করতে হবে। সবশেষে মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই কাজ শেষ। আবেদনপত্র পাঠানোর ঠিকানা জানতে অফিসিয়াল নোটিফিকেশনে চোখ রাখুন। আবেদনের শেষ তারিখ ১৬ই আগস্ট ২০২৪।

Official Notice And Application : Download / Application Form

---Advertisement---

Related Post

90 Most Important Chemistry GK for WBCS, SSC, Railway | চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্ন

Most Important Chemistry GK for WBCS, SSC, Railway: সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, SSC, Railway, Police ও PSC প্রস্তুতির জন্য ৯০টি গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্নোত্তর। Chemistry GK, One Liner এবং Basics রিভিশনের জন্য সেরা সংগ্রহ।

Indian President GK for WBCS/SSC/Railway (in Bengali) l ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Indian President GK: ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদধারী এবং দেশের প্রথম নাগরিক। রাষ্ট্রপতি দেশের প্রশাসন, সেনা, বিচারব্যবস্থা ও সংসদীয় কার্যকলাপের এক অন্যতম স্তম্ভ। আজ ...

🚨 Upcoming WB Police Recruitment 2026: Over 20,000+ Vacancies Announced Soon!

WB Police Recruitment 2026: If you are preparing for a government job in 2026, here’s some great news for you! The West Bengal Police Recruitment Board (WBPRB) is ...

🌏 40+ Important Geography GK Questions in Bengali l ভূগোল সম্পর্কিত ৪৫টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK Questions in Bengali: ভারতের ভূগোল ও বিশ্ব ভূগোল নিয়ে সাধারণ জ্ঞান প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন WBCS, SSC, Railway, Madhyamik, PSC, TET) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে ...

Leave a Comment