---Advertisement---

WBP & KP M.C.Q in Bengali Part – 01

By Siksakul

Updated on:

WBP & KP M.C.Q in Bengali Part - 01
---Advertisement---

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে WBP & KP M.C.Q in Bengali Part – 01, যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি WBP & KP M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের WBP & KP চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

WBP & KP M.C.Q

1. নালবানা পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

A. হরিয়ানা

B. অসম

C. ওড়িশা

D. মধ্যপ্রদেশ

উত্তর :- (C)

2. দ্বিতীয় কংগ্রেস অধিবেশন কোন সালে সম্পন্ন হয়েছিল ?

A. 1887

B. 1906

C. 1886 

D. 1893

উত্তর :- (C)

3. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

A. ভিটামিন A

B. ভিটামিন B

C. ভিটামিন C

D. ভিটামিন D

উত্তর :- (A)

4. রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

A. দ্বারকা

B. ময়ূরাক্ষী

C. কোপাই

D. দামোদর

উত্তর :- (D)

5. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?

A. মৌর্য

B. শুঙ্গ

C. পুরু

D. হর্ষঙ্ক

উত্তর :- (D)

6. কোন শহরকে প্রাচ্যের ডাণ্ডি বলা হয় ?

A. নারায়ণগঞ্জ

B. চট্টগ্রাম

C. শিলেট

D. ঢাকা

উত্তর :- (A)

7. মায়ানমারের রাজধানীর নাম কি ?

A. মৌলমিন

B. নাইপিদো

C. মালে

D. আকিয়াব

উত্তর :- (B)

8. ভারতীয় মহাকাশ গবেষণার জনক হলেন ?

A. মঙ্গল পান্ডে

B. মোহন পান্ডে

C. বিক্রম সারাভাই

D. এদের কেউই নন

উত্তর :- (C)

9. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?

A. ক্রনোমিটার

B. ওডোমিটার

C. গ্যালভানোমিটার

D. ফ্যাদোমিটার

উত্তর :- (D)

10. A Century is not Enough – বইটির রচয়িতা কে ?

A. রাহুল দ্রাবিড় 

B. সৌরভ গাঙ্গুলি 

C. সচিন টেন্ডুলকার

D. ভি ভি এস লক্ষণ

উত্তর :- (B)

11. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ? 

A. সুচেতা কৃপালিনী

B. সরোজিনী নাইডু

C. মীরা কুমার

D. কিরণ বেদী

উত্তর :- (B)

12. বারাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

A. ঝাড়খন্ড

B. বিহার

C. উত্তর প্রদেশ

D. অসম

উত্তর :- (B)

13. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে সেটি হল ?

A. ভূমধ্যসাগর 

B. লোহিত সাগর

C. আটলান্টিক মহাসাগর

D. পারস্য উপসাগর

উত্তর :- (A)

14. বীরবলের আসল নাম কি ছিল ?

A. মহেশ দাস

B. শ্যাম দাস

C. ভগবান দাস

D. রাম দাস

উত্তর :- (A)

15. প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত –

A. ডারউইন

B. মেন্ডেল

C. ডালটন

D. জে. বি. এস. হ্যাল্ডেন

উত্তর :- (A)

16. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো –

A. কলকাতা হাইকোর্ট

B. বোম্বে হাইকোর্ট

C. এলাহাবাদ হাইকোর্ট

D. মাদ্রাজ হাইকোর্ট

উত্তর :- (A)

17. কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক তা হল –

A. ইংল্যান্ড

B. স্পেন

C. অস্ট্রিয়া

D. বেলজিয়াম

উত্তর :- (B)

18. নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন ?

A. পেনিসিলিন

B. স্ট্রেপটোমাইসিন

C. ইনসুলিন

D. স্টেরয়েড

উত্তর :- (C)

19. “Letters from a Father to Daughter” বইটি লিখেছিলেন –

A. মহাত্মা গান্ধী

B. বি.ভি. প্যাটেল

C. জওহরলাল নেহেরু

D. এস. রাধাকৃষ্ণন

উত্তর :- (C)

20. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে –

A. ভূমধ্যসাগর

B. লোহিত সাগর

C. আটলান্টিক মহাসাগর

D. পারস্য উপসাগর

উত্তর :- (A)

21. পশ্চিমবঙ্গের সবচেয়ে উচু পাহাড় কোনটি?

A. সান্দাকফু

B. ফালুট

C. সবরগ্রাম

D. টাইগার হিল

উত্তর :- (A)

22. কোন পাখি পিছনদিকে উড়তে পারে?

A. ঈগল

B. কাক

C. হামিং বার্ড

D. টিয়া

উত্তর :- (C)

23. চিত্তরঞ্জন লেক কোথায় অবস্থিত?

A. বীরভূম

B. বর্ধমান

C. পুরুলিয়া

D. কলকাতা

উত্তর :- (B)

24. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন হয় – 

A. 1947 সালে  

B. 1950 সালে  

C. 1951 সালে  

D. 1955 সালে 

উত্তর :- (C)

25. NABARD নিচের কোনটি সঙ্গে জড়িত – 

A. শিল্পোন্নয়ন  

B. গ্রামীণ উন্নয়ন  

C. রেলওয়ের উন্নয়ন  

D. কোনোটিই নয় 

উত্তর :- (B)

26. ভারতে নতুন কৃষি কৌশল গৃহীত হয় কোন দেশকে? 

A. 1950  

B. 1960  

C. 1970  

D. কোনোটিই নয় 

উত্তর :- (B)

27. যদি গ্রাম্য জমিদার ভাড়াটে চাষীকে কৃষি ঋণ দেয় তবে তাকে বলে –

A. সামন্তপ্রথা  

B. অর্ধ সামন্তপ্রথা  

C. ধনতন্ত্র  

D. ধনতান্তিক চাষ 

উত্তর :- (A)

28. কোন পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধ দেখে – 

A. দ্বিতীয় পরিকল্পনা  

B. তৃতীয় পরিকল্পনায়  

C. চতুর্থ পরিকল্পনায়  

D. পঞ্চম পরিকল্পনায় 

উত্তর :- (B)

29. ভারতীয় রেল বাজেট – 

A. কেন্দ্রীয় বাজেটের অংশ 

B. রাজ্য বাজেটে র অংশ 

C. কেন্দ্রীয় বাজেটের থেকে পৃথক অংশ 

D. কোনটি নয় 

উত্তর :- (A)

30. পশ্চিমবঙ্গের কোথায় তসর শিল্প দেখা যায় –

A. পুরুলিয়া  

B. কোচবিহার 

C. মুর্শিদাবাদ  

D. হুগলি 

উত্তর :- (A)

---Advertisement---

Related Post

Primary TET EVS Practice Set 11 l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১১: পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Primary TET EVS Practice Set 11: প্রাইমারি টেট ২০২৫ পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য পরিবেশ বিদ্যা (EVS) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্লগে আমরা প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর, ...

List of Famous Discoveries and Inventors 2025 l আবিষ্কার ও আবিষ্কারক – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য

Famous Discoveries and Inventors: বিজ্ঞান ও প্রযুক্তি জগতে যেসব বিখ্যাত আবিষ্কার হয়েছে এবং যাঁরা এসব আবিষ্কার করেছেন, তাঁদের সম্পর্কে জানা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে ...

The Fly by Katherine Mansfield – 30 One-Sentence Questions and Answers l WB SLST English 2025 (Corrected for 2nd WB SLST)

The Fly by Katherine Mansfield: WB SLST English 2025 পরীক্ষার প্রস্তুতিতে ‘The Fly by Katherine Mansfield’ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে নানা ধরনের প্রশ্ন এসেছে, ...

Araby by James Joyce for WB SLST English 2025 – 30 Model One-Liner Questions with Correct Answers (Corrected for 2nd WB SLST)

Araby by James Joyce for WB SLST English 2025: আপনি যদি WB SLST English 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য বিশেষভাবে উপযোগী। বিশেষ করে ...

Leave a Comment