---Advertisement---

WBP & KP M.C.Q in Bengali Part – 02

By Siksakul

Updated on:

WBP & KP M.C.Q in Bengali Part - 02
---Advertisement---

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে WBP & KP M.C.Q in Bengali Part – 02, যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি WBP & KP M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের WBP & KP চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

WBP & KP M.C.Q in Bengali

1. ভারতের সর্বাধিক কর আসে – 

A. প্রত্যক্ষ কর থেকে 

B. অপ্রত্যক্ষ কর থেকে 

C. উভয়েরই সমান অংশ 

D. কোনটি নয় 

উত্তর :- (A)

2. ভারতীয় কৃষির অধিকাংশের বৈশিষ্ট্য হলো – 

A. বৃহদায়তন ফার্ম 

B. ধণতান্ত্রিক কৃষি 

C. ক্ষুদ্রায়তন ফার্ম 

D. সমবায় চাষ 

উত্তর :- (C)

3. পশ্চিমবঙ্গে চা চাষের জন্য আদর্শ পরিবেশ দেখা যায় – 

A. মালদা 

B. জলপাইগুড়ি 

C. দার্জিলিং 

D. কোচবিহার 

উত্তর :- (C)

4. বাঁকুড়ার মৃত্তিকা হলো – 

A. পডজল 

B. পলি 

C. ল্যাটেরাইট 

D. লবণাক্ত 

উত্তর :- (C)

5. আন্দিজ পর্বত প্রধানত কী ধরনের পর্বত ? 

A. আগ্নেয় 

B. স্তূপ 

C. ক্ষয়জাত  

D. ভঙ্গিল  

উত্তর :- (D) 

6. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিকেন্দ্রীয়করনের কথা বলেছে?

A. ষষ্ঠ 

B. সপ্তম 

C. দশম 

D. কোনটি নয় 

উত্তর :- (D)

7. সাইখম মীরাবাঈ চানু কোন খেলার সাথে যুক্ত ?

A. সাঁতার

B. বক্সিং

C. ভারোত্তোলন

D. জিমনাস্টিক

উত্তর :- (C)

8. কে ম্যাকমিলান নিম্নের কোনটি আবিস্কার করেছিলেন ?  

A. ব্যারোমিটার

B. আধুনিক মুদ্রণ প্রযুক্তি

C. সেন্টিগ্রেড স্কেল

D. বাই সাইকেল

উত্তর :- (D)

9. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ? 

A. নিউইয়র্ক

B. ভিয়েনা

C. লিয়ন

D. জেনেভা

উত্তর :- (D)

10. ভারতীয় অরন্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

A. দেরাদুন

B. সিমলা

C. ভোপাল 

D. লাখনৌ

উত্তর :- (A)

11. বিন্ধ্য পর্বতে নিন্মোক্ত কোন নদী উৎপত্তি লাভ করেছে ?

A. মাহি

B. মুসি

C. নর্মদা

D. তুঙ্গঁভদ্রা

 উত্তর :- (A)

12. ভারতের ব্রিটিশ শাসনকে কে অ-ব্রিটিশ শাসন বলেছেন ?

A. অরবিন্দ ঘোষ

B. ভূপেন্দ্র নাথ দত্ত

C. রমেশ চন্দ্র দত্ত

D. দাদাভাই নৌরোজী

উত্তর :- (D)

13. আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় ?

A. 21 মার্চ

B. 21 এপ্রিল

C. 21 জুন

D. 21 আগস্ট

 উত্তর :- (C)

14. টিউবলাইটে ব্যবহৃত চোকের কাজ কি ?

A. বিভব বাড়ায়

B. বিভব নিয়ন্ত্রণ করে

C. সমপ্রবাহে অপেক্ষাকৃত বেশি রোধ সৃষ্টি করে

D. পরিবর্ত প্রবাহে অপেক্ষাকৃত বেশি ইমপিডেন্স দেয়

উত্তর :- (D)

15. S I পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি ?

A. ভোল্ট

B. কুলম্ব

C. ওয়াট

D. অ্যাম্পিয়ার

উত্তর :- (B)

16. তেরাতালি কোন রাজ্যের লোকনৃত্য ?

A. রাজস্থান

B. গুজরাট

C. হরিয়ানা

D. পাঞ্জাব

 উত্তর :- (A)

17. Child is the father of man- কে বলেছেন ?

A. জন কীটস

B. লর্ড বায়রন

C. উইলিয়াম শেক্সপিয়র

D. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ

উত্তর :- (D)

18. পশ্চিমবঙ্গ সরকার কোন দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করে ?

A. ১লা সেপ্টেম্বর

B. ১লা অক্টোবর

C. ১লা নভেম্বর

D. ১লা ডিসেম্বর

 উত্তর :- (A)

19. ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে ?

A. ১৯৫২

B. ১৯৫৪

C. ১৯৫৬

D. ১৯৬২

উত্তর :- (B)

20. চম্পারণ সত্যাগ্রহে নিন্মের কে গান্ধিজীর সহযোগী ছিলেন ?

A. জওহরলাল নেহেরু

B. সুভাষচন্দ্র বসু

C. ডা. রাজেন্দ্র প্রসাদ

D. সর্দার বল্লভভাই প্যাটেল

 উত্তর :- (C)

21. কতসালে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা লঞ্চ করা হয় ?

A. 2010

B. 2014

C. 2015

D. 2016

উত্তর :- (D)

22. খাদ্য পরিবাহী উদ্ভিদ কলা হল-

A. জাইলেম

B. ফ্লোয়েম

C. জাইলেম ও ফ্লোয়েম

D. প্যারেনকাইমা

উত্তর :- (B)

23. সূর্যের বাইরের উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড ?

A. 600 ডিগ্ৰি

B. 700 ডিগ্ৰি

C. 800 ডিগ্ৰি

D. 1100 ডিগ্ৰি

 উত্তর :- (A)

24. সালোকসংশ্লেষ সবচেয়ে কম হয় কোন আলোয় ?

A. সবুজ

B. নীল

C. হলুদ

D. লাল

 উত্তর :- (A)

25. ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?

A. তাপ্তি

B. নর্মদা

C. কৃষ্ণা

D. কাবেরী

উত্তর :- (B)

26. কোন গ্যাস অ্যাসিডবৃষ্টির জন্য দায়ী ?

A. মিথেন

B. অক্সিজেন

C. কার্বন মনোঅক্সাইড

D. সালফার ডাই অক্সাইড

উত্তর :- (D)

27. ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?

A. বিমলা

B. আর্যভট্ট

C. রোহিনী

D. অপলা

উত্তর :- (B)

28. সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি কে শোষণ করে ?

A. O3

B. CO

C. SO2

D. CH2

 উত্তর :- (A)

29. সুয়েজ ক্যানাল কোথায় অবস্থিত ?

A. কিউবা

B. বুলগেরিয়া

C. ইজিপ্টে

D. বলিভিয়া তে

 উত্তর :- (C)

30. Solar System কে আবিষ্কার করেন ?

A. আর্যভট্ট

B. বরাহমিহির

C. রজার বেকন

D. কোপার্নিকাস

উত্তর :- (D)

---Advertisement---

Related Post

Primary TET EVS Practice Set 11 l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১১: পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Primary TET EVS Practice Set 11: প্রাইমারি টেট ২০২৫ পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য পরিবেশ বিদ্যা (EVS) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্লগে আমরা প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর, ...

List of Famous Discoveries and Inventors 2025 l আবিষ্কার ও আবিষ্কারক – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য

Famous Discoveries and Inventors: বিজ্ঞান ও প্রযুক্তি জগতে যেসব বিখ্যাত আবিষ্কার হয়েছে এবং যাঁরা এসব আবিষ্কার করেছেন, তাঁদের সম্পর্কে জানা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে ...

The Fly by Katherine Mansfield – 30 One-Sentence Questions and Answers l WB SLST English 2025 (Corrected for 2nd WB SLST)

The Fly by Katherine Mansfield: WB SLST English 2025 পরীক্ষার প্রস্তুতিতে ‘The Fly by Katherine Mansfield’ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে নানা ধরনের প্রশ্ন এসেছে, ...

Araby by James Joyce for WB SLST English 2025 – 30 Model One-Liner Questions with Correct Answers (Corrected for 2nd WB SLST)

Araby by James Joyce for WB SLST English 2025: আপনি যদি WB SLST English 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য বিশেষভাবে উপযোগী। বিশেষ করে ...

Leave a Comment