---Advertisement---

WBP & KP M.C.Q in Bengali Part – 03

By Siksakul

Updated on:

WBP & KP M.C.Q in Bengali Part - 03
---Advertisement---

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে WBP & KP M.C.Q in Bengali Part – 03, যেটিতে গুরুত্বপূর্ণ 25 টি WBP & KP M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের WBP & KP চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

WBP & KP M.C.Q in Bengali Part – 03

1. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি ?

A. ডলফিন

B. তিমি

C. হাঙ্গর

D. ইলিশ

 উত্তর :- (A)

2. মাম্পস রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয় ?

A. মাথা

B. কান

C. গলা ও গাল

D. লিভার

 উত্তর :- (C)

3. কোন গ্যাস সবচেয়ে হালকা ?

A. অক্সিজেন

B. নাইট্রোজেন

C. হাইড্রোজেন

D. মিথেন

 উত্তর :- (C)

4. চিপকো কথার অর্থ কে ?

A. বেঁধে রাখা

B. জড়িয়ে ধরা

C. আটকে রাখা

D. ছেড়ে দেওয়া

 উত্তর :- (B)

5. প্রকৃতির আঁচল কাকে বলা হয় ?

A. মরুভূমি

B. জলাশয়

C. মাটি

D. অরণ্য

 উত্তর :- (D)

6. ভারতের মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

A. রাজামুন্দ্রীতে

B. চেন্নাইয়ে

C. নাগপুরে

D. এর্নাকুলামে

 উত্তর :- (D)

7. ভারতের শেষ নোবেল পুরষ্কার বিজয়ী কোন বিষয়ে নোবেল পান ?

A. রসায়ন

B. পদার্থবিজ্ঞান

C. সাহিত্য

D. অর্থনীতি

 উত্তর :- (D)

8. পানীয় জলে প্রধান বিষ কি ?

A. আর্সেনিক

B. ক্লোরাইড

C. পটাশিয়াম

D. নাইট্রেট

 উত্তর :- (A)

9. On the path of Liberation – বইটি কার লেখা ?

A. ভগৎ সিং

B. সরোজিনী নাইডু

C. সি রাজাগোপালাচারী

D. জহরলাল নেহেরু

 উত্তর :- (A)

10. DVC কবে প্রতিষ্ঠিত হয় ?

A. ১৯৪৫ সালে

B. ১৯৫৬ সালে

C. ১৯৪৮ সালে

D. ১৯৫২ সালে

 উত্তর :- (A)

11. কোন দেশকে Lady of Snow বলা হয় ?

A. কানাডা

B. রাশিয়া

C. জার্মানি

D. পর্তুগাল

 উত্তর :- (A)

12. ইতিহাস খ্যাত বীরবলের আসল নাম কি ছিল ?

A. বীরেশ্বর

B. বিষ্ণু দাস

C. বৈরাম খাঁ

D. মহেশ দাস

 উত্তর :- (D)

13. কোন রাজার আমল থেকে ভারতে হুন আক্রমণ হয় ?

A. সম্রাট অশোক

B. সমুদ্র গুপ্ত

C. স্কন্দগুপ্ত

D. শশাঙ্ক

 উত্তর :- (C)

14. উচ্চ জন্মহার নিম্নোক্ত কোন বিষয়টির সঙ্গে সম্পর্ক যুক্ত ?

A. মহিলা স্বাক্ষরতার উচ্চহার

B. মহিলা স্বাক্ষরতার নিন্মহার

C. পুরুষ স্বাক্ষরতার নিন্মহার

D. উপরের একটিও নয়

 উত্তর :- (B)

15. নিন্মের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত ?

A. নাইট্রোজেন

B. নাইট্রাস অক্সাইড

C. নাইট্রিক অক্সাইড

D. মিখাইল আইসোসায়ানেট

 উত্তর :- (B)

16. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?

A. হেগ

B. ওয়াশিংটন

C. প্যারিস

D. টোকিও

 উত্তর :- (A)

17. ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ?

A. কল্পনা দত্ত

B. কনকলতা বড়ুয়া

C. মাতঙ্গিনী হাজারা

D. প্রীতিলতা ওয়াদ্দেদার

 উত্তর :- (D)

18. কোভিড পারফরম্যান্স সূচি অনুযায়ী ভারতের স্থান কত ?

A. ৮৫ তম

B. ৮৬ তম

C. ৮৮ তম

D. ৯২ তম

 উত্তর :- (B)

19. ইকতা প্রথা কে রদ করেছিলেন ?

A. আলাউদ্দিন খলজি

B. ইলতুৎমিস

C. গিয়াস উদ্দিন বলবন

D. মহম্মদ বিন তুঘলক

 উত্তর :- (A)

20. শেরশাহের সমাধি সৌধ কোথায় রয়েছে ?

A. দিল্লিতে

B. পাঞ্জাবে

C. বিহারে

D. গুজরাটে

 উত্তর :- (C)

21. কোণার্ক সূর্য মন্দির অবস্থিত-

A. ওড়িশা

B. মধ্যপ্রদেশ

C. বিহার

D. ঝাড়খণ্ড

 উত্তর :- (A)

22. দক্ষিণ রেলওয়ের সদর দফতর-

A. চেন্নাই

B. কলকাতা

C. মহারাষ্ট্র

D. কর্ণাটক

 উত্তর :- (A)

23. পূর্ব রেলওয়ের সদর দফতর-

A. আলিপুরদুয়ার

B. জলপাইগুড়ি

C. কলকাতা

D. কোনোটিই নয়

 উত্তর :- (C)

24. মহিপালের সভাকবি কে ছিলেন-

A. সোমদেব

B. বাণভট্ট

C. রবিকীর্তি

D. রাজশেখর

 উত্তর :- (D)

25. মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ –

A. বৃহস্পতি

B. শনি

C. ইউরেনাস

D. শুক্র

 উত্তর :- (C)

---Advertisement---

Related Post

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Bankura District Group-D Office staff Recruitment l বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১২ হাজার টাকা

বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ এসেছে। বাঁকুড়া জেলার জেলা শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ...

District Government Boys Home Group C Recruitment Notification Out l রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

District Government Boys Home Group C Recruitment Notification Out: সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাদের জন্য এসেছে দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী ...

Leave a Comment