---Advertisement---

বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত বই এবং তার লেখকগন l Some famous books of Bengali literature and their authors 2024

By Siksakul

Updated on:

Some famous books of Bengali literature and their authors
---Advertisement---

Some famous books of Bengali literature and their authors: বাংলা সাহিত্য একটি সমৃদ্ধ ঐতিহ্যের ধারা, যা বহু প্রতিভাবান লেখকের হাত ধরে বিকশিত হয়েছে। এই সাহিত্য ভান্ডারে অসংখ্য কালজয়ী রচনা স্থান পেয়েছে, যা বাংলাভাষী পাঠকের হৃদয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছে। “বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত বই এবং তার লেখকগণ” (Some famous books of Bengali literature and their authors)শীর্ষক এই লেখায় আমরা সেই সমস্ত রত্নসম বই এবং তাদের সৃষ্টিশীল লেখকদের সম্পর্কে আলোচনা করব। এই পর্যালোচনা আপনাকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন যুগের বিখ্যাত সাহিত্যকর্ম এবং তাদের প্রভাব সম্পর্কে গভীর ধারণা দেবে।

Some famous books of Bengali literature and their authors

বিখ্যাত বই এবং তার লেখকগন
 জি. কে. (General Knowledge) বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত বই এবং তার লেখকগন। বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং চাকরির পরীক্ষায় এই বিভাগ থেকে নানান ধরনের প্রশ্ন এসে থাকে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় ১. আকাশের নিচে মানুষ কার উপণ্যায টি কার লেখা ?  উত্তর হবে প্রফুল্ল রায়।  ২. ঘরে বাইরে কার লেখা ? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ৩. পুতুল নাচের ইতিকথা কার লেখা ? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায় । এরকম নানান ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বার বার এসেছে। তাই এই বিভাগটি পরীক্ষার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 
বইয়ের নামলেখক
 
১)  অরণ্যের দিনরাত্রি  –সুনীল গঙ্গোপাধ্যায়
২)  অরণ্যের অধিকার  –মহাশ্বেতা দেবী
৩)  অপরাধ জগতের ভাষা  –ডক্টর ভক্তি প্রসাদ মল্লিক
৪)  অসময়  –বিমল কর
৫)  অনুভব  –দিব্যেন্দু পালিত
৬)  অহিংসা  –মানিক বন্দ্যোপাধ্যায়
৭)  অপুর সংসার  –বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৮)  অন্তর্জলী যাত্রা  –কমলকুমার মজুমদার
৯)  অলীক মানুষ  –সৈয়দ মুস্তাফা সিরাজ
১০)  আমার নীরবতা আমার ভাষা  –অমিতাভ ভট্টাচার্য
১১)  আমার কোনো অসুখ নেই   –সন্দীপন চট্টোপাধ্যায়
১২)  আনন্দমঠ   –বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৩)  আসামী হাজির   –বিমল মিত্র
১৪)  আরণ্যক   –বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৫)  আলমগীর   –ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
১৬)  আট বছর আগের একদিন   –জীবনানন্দ দাশ
১৭)  আবার অরণ্যে   –মণিশংকর মুখোপাধ্যায়
১৮)  আমি ও বনবিহারী   –সন্দীপন চট্টোপাধ্যায়
১৯)  আকাশের নিচে মানুষ   –প্রফুল্ল রায়
২০)  উলঙ্গ রাজা   –নীরেন্দ্রনাথ চক্রবর্তী
২১)  এই তার পুরস্কার   –জ্যোতিরিন্দ্র নন্দী
২২)  এখন সময় নয়   –শঙ্খ ঘোষ
২৩)  একটু পা চালিয়ে ভাই   –সুভাষ মুখোপাধ্যায়
২৪)  এত রক্ত কেন   –সমরেশ মজুমদার
২৫)  ওরা থাকে ওধারে   –প্রেমেন্দ্র নাথ মিত্র
২৬)  কড়ি দিয়ে কিনলাম   –বিমল মিত্র
২৭)  কলিকাতায় নবকুমার   –সমরেশ মজুমদার
২৮)  কেউ কথা রাখেনি   –সুনীল গঙ্গোপাধ্যায়
২৯)  কেরী সাহেবের মুন্সী   –প্রমথনাথ বিশী
৩০)  কোথায় পাব তারে   –সমরেশ বসু
৩১)  কলকাতার কাছেই   –গজেন্দ্র কুমার মিত্র
৩২)  কালবেলা    –সমরেশ মজুমদার
৩৩)  ক্রান্তিকাল     –প্রফুল্ল রায়
৩৪)  খড়কুটো    –বিমল কর
৩৫)  গোরা    –রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬)  গণদেবতা   –তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩৭)  ঘরে ফেরার দিন   –অমিয় চক্রবর্তী
৩৮)  ঘুমিয়েছো ঝাউপাতা    –জয় গোস্বামী
৩৯)  ঘরের মধ্যে ঘর    –মণিশংকর মুখোপাধ্যায়
৪০)  ঘরে বাইরে    –রবীন্দ্রনাথ ঠাকুর
৪১)  ঘুনপোকা   –শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪২) চন্দ্রনাথ   –শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৪৩)  চুয়া চন্দন   –সরবিন্দু বন্দোপাধ্যায়
৪৪)  চোরাবালি   –বিষ্ণু দে
৪৫)  ছায়ার আলপনা   –অজিত দত্ত
৪৬)  ছেঁড়া তার  –তুলসী লাহিড়ী
৪৭)  ছবি আখে আর ছিড়ে ফেলে   –শক্তি চট্টোপাধ্যায়
৪৮)  জোড়-বিজোড়   –চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৪৯)  জাতিস্মর   –শরবিন্দু বন্দোপাধ্যায়
৫০)  জোড়াদিঘির চৌধুরী পরিবার   –প্রমথনাথ বিশী
৫১)  তিস্তাপারের বৃত্তান্ত   –দেবেশ রায়
৫২)  তাপসী তরঙ্গিনী    –বুদ্ধদেব বসু
৫৩)  তুঙ্গ ভদ্রার তীরে   –শরবিন্দু বন্দোপাধ্যায়
৫৪)  তেলেনাপোতা আবিষ্কার   –প্রেমেন্দ্র মিত্র
৫৫)  তিথিডোর   –বুদ্ধদেব বসু
৫৬)  তৃণভূমি   –সৈয়দ মুস্তাফা সিরাজ
৫৭)  দুর্গেশনন্দিনী  –বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫৮)  দেশ দেখাচ্ছ অন্ধকারে   –নীরেন্দ্রনাথ চক্রবর্তী
৫৯)  দেখি নাই ফিরে   –সমরেশ বসু
৬০)  দুঃসময়   –বুদ্ধদেব ভট্টাচার্য
৬১)  ধূসর পান্ডুলিপি   –জীবনানন্দ দাশ
৬২)  ধাত্রীদেবতা   –তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৬৩)  নৌকাডুবি    –রবীন্দ্রনাথ ঠাকুর
৬৪)  নিশিকুটুম্ব   –মনোজ বসু
৬৫)  নাম রেখেছি কোমল গান্ধার   –বিষ্ণু দে
৬৬)  নিরিবিলি   –নরেন্দ্রনাথ মিত্র
৬৭)  নবীন তপস্বিনী   –দীনবন্ধু মিত্র
৬৮)  নন্দ আর কৃষ্ণা   –জগদিশ গুপ্ত
৬৯)  নবীন সন্ন্যাসী    –প্রভাত কুমার মুখার্জি
৭০)  নীল আকাশ   –অচিন্ত্যকুমার সেনগুপ্ত
৭১)  নীল ঘরের নটি   –সৈয়দ মুস্তাফা সিরাজ
৭২)  নীলকন্ঠ পাখির খোঁজে    –অতীন বন্দ্যোপাধ্যায়
৭৩)  পরান মাঝি হাঁক দিয়েছে   –রমা বসু
৭৪)  পাড়া পাড়া   –অমিয় চক্রবর্তী
৭৫)  পথের দাবী   –শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭৬)  পোকামাকড়ের ঘর বসতি   –সেলিনা হোসেন
৭৭)  পূর্ণ পূর্ণ    –বিমল কর
৭৮)  পুতুল নাচের ইতিকথা    –মানিক বন্দ্যোপাধ্যায়
৭৯)  প্রেম নেই   –গৌরকিশোর ঘোষ
৮০)  প্রথম আলো   –সুনীল গঙ্গোপাধ্যায়
৮১)  প্রথম প্রতিশ্রুতি   –আশাপূর্ণা দেবী
৮২)  পাগলী তোমার সাথে   –জয় গোস্বামী
৮৩) পথের পাঁচালী   –বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৮৪)  পদ্মা নদীর মাঝি   –মানিক বন্দ্যোপাধ্যায়
৮৫)  পঞ্চজন্য   –গজেন্দ্রকুমার মিত্র
৮৬)  ফুলশয্যা   –ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
৮৭)  ফসিল  –সুবোধ ঘোষ
৮৮)  বেলা অবেলা কালবেলা  –জীবনানন্দ দাশ
৮৯)  বাবরের প্রার্থনা  –শঙ্খ ঘোষ
৯০)  বন্দীর প্রার্থনা   –বুদ্ধদেব বসু
৯১)  বনপলাশীর পদাবলী   –রমাপদ চৌধুরী
৯২)  বঙ্গবিজেতা   –রমেশচন্দ্র দত্ত
৯৩)  বেনের মেয়ে   –হরপ্রসাদ শাস্ত্রী
৯৪)  বারো ভূতের   –নারায়ন গঙ্গোপাধ্যায়
৯৫)  বনলতা সেন   –জীবনানন্দ দাশ
৯৬)  বিয়ের ফুল   –চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৯৭)  বার ঘর এক উঠোন  –জ্যোতিরিন্দ্র নন্দী
৯৮)  ভাগের মা   –দিব্যেন্দু পালিত
৯৯)  ভানুমতির চিত্তবিলাস   –হরচন্দ্র ঘোষ
১০০) মনিমহেশ   –উমাপ্রসাদ মুখোপাধ্যায়
১০১) মরচে পড়া পেরেকর গান  –বুদ্ধদেব বসু
১০২) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে   –শঙ্খ ঘোষ
১০৩) মালতি মাধব   –রামনারায়ন তর্কালঙ্কার
১০৪) মায়াকানন   –মধুসূদন দত্ত
১০৫) মহাপৃথিবী    –জীবনানন্দ দাশ
১০৬) মাধবী কানন  –রমেশচন্দ্র দত্ত
১০৭) মীরার দুপুর   –জ্যোতিরিন্দ্র নন্দী
১০৮) মহারাষ্ট্র জীবন প্রভাত   –রমেশচন্দ্র দত্ত
১০৯) মনোজদের অদ্ভুত বাড়ি   –শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১১০) মনোরোমা   –হেমাঙ্গিনী দেবী
১১১) মন পবনের নাও  –অজিত দত্ত
১১২) যত দূরেই যাই    –সুভাস মুখোপাধ্যায়
১১৩) যারা বৃষ্টিতে ভিজেছিল   –জয় গোস্বামী
১১৪) যেতে পারি কিন্তু কেন যাবো  –শক্তি চট্টোপাধ্যায়
১১৫) রমা সুন্দরী    –প্রভাত কুমার মুখার্জি
১১৬) লোটাকম্বল    –সঞ্জীব চট্টোপাধ্যায়
১১৭) শেষের কবিতা    –রবীন্দ্রনাথ ঠাকুর
১১৮) শেষ নমস্কার   –সন্তোষ কুমার ঘোষ
১১৯) শেষ প্রশ্ন   –শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১২০) সাতটি তারার তিমির    –জীবনানন্দ দাশ
১২১) সন্দীপের চর    –বিষ্ণু দে
১২২) সাগর থেকে ফেরা   –প্রেমেন্দ্র মিত্র
১২৩) সোনার মাছি খুন করেছি    –শক্তি চট্টোপাধ্যায়
১২৪) সেই সময়   –সুনীল গঙ্গোপাধ্যায়
১২৫) হাঁসুলী বাঁকের উপকথা  –তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১২৬) হরিণের জন্য একক   –জয় গোস্বামী
---Advertisement---

Related Post

FSSAI Assistant Recruitment 2025: Apply Now for 15,000+ Vacancies

FSSAI Assistant Recruitment 2025: The Food Safety and Standards Authority of India (FSSAI) has launched its 2025 recruitment drive, offering over 15,000 vacancies for the post of Assistant. ...

IOCL Non-Executive Recruitment 2025: Apply Today for 246 Posts

IOCL Non-Executive Recruitment 2025: Indian Oil Corporation Limited (IOCL) has released a notification for the recruitment of 246 Non-Executive personnel across multiple states in India. This is a ...

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

Leave a Comment