Chemistry GK MCQ in Bengali Set 9: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় সাধারণ বিজ্ঞান বিশেষ করে রসায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে অধ্যয়ন ও অনুশীলন করলে, আপনি সহজেই এই অংশে ভালো ফলাফল করতে পারেন। এই ব্লগে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ এবং রসায়ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা বাংলা ভাষায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে।
আমাদের এই সংগ্রহটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি রসায়ন বিষয়ের মূল ধারণা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে পরিচিত হতে পারেন। এই প্রশ্নোত্তরগুলি শুধু আপনার জ্ঞান বৃদ্ধি করবে না, বরং আপনাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে।
যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারী চাকরি, ব্যাংকিং, রেলওয়ে, বা অন্য যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ গুলি অত্যন্ত উপকারী হবে। আসুন, সময় নষ্ট না করে, শুরু করি রসায়নের এই চমৎকার জগতে এক অনন্য যাত্রা।
General Science Chemistry MCQ 2024 | Chemistry GK MCQ in Bengali Set 9
Table of Contents
161. পরিমাপের যন্ত্র তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয়?
(A) নিকেল স্টিল
(B) মােনেল মেটাল
(C) ইনভার
(D) ব্রোঞ্জ
(C) ইনভার
162. অ্যাসিড রাখার পাত্র হিসাবে কোন্ সংকর ধাতু ব্যবহৃত হয়?
(A) ডুরায়রন
(B) মােনেল মেটাল
(C) নিকেল স্টিল
(D) ব্রোঞ্জ
(A) ডুরায়রন
163. গান মেটাল সংকর ধাতুতে Cu ও Zn-এর সাথে অন্য কোন্ ধাতু লাগে?
(A) AL
(B) Mg
(C) Sn
(D) Fe
(C) Sn
164. অ্যালুমিনিয়াম ব্রোঞ্জে Al ছাড়া আর কোন্ ধাতু ব্যবহৃত হয় ?
(A) Sn
(B) Mg
(C) Cu
(D) Zn
(C) Cu
165. সােরা বা নাইটার-এর সঙ্কেত কী?
(A) Na2SO4
(B) NaNO3
(C) K2SO4
(D) KNO3
(D) KNO3
166. Fe, Co, Ni-কে কোন ধরনের মৌল বলে?
(A) জোড় মৌল
(B) বিজোড় মৌল
(C) বিরল মৌল
(D) সন্ধিগত মৌল
(D) সন্ধিগত মৌল
167. “সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়”-
(A) ভুল
(B) ঠিক
(C) মাঝে মাঝে ঠিক
(D) কোনটিই নয়
(B) ঠিক
168. পিচব্রেন্ড কোন্ ধাতুর আকরিক?
(A) আয়রন
(B) ইউরেনিয়াম
(C) জিঙ্ক
(D) অ্যালুমিনিয়াম
(B) ইউরেনিয়াম
169. ধাতু নিষ্কাশনের চুল্লি কোনটি ?
(A) সংবর্ত
(B) ইলেকট্রিক
(C) বিসিমার
(D) সবকটি
(D) সবকটি
170. চারটি ধাতুর মিশ্রণে (Al, Cu, Mg, Mn) গঠিত সংকর ধাতু কী ?
(A) ডুরালুমিন
(B) ডুরায়রন
(C) ইনভার
(D) মােনেল মেটাল
(A) ডুরালুমিন
171. শিল্পে ব্যবহৃত বিশুদ্ধতম আয়রন কোন্টি ?
(A) স্টিল
(B) কাষ্ট আয়রন
(C) রট আয়রন
(D) কোনটিই নয়
(C) রট আয়রন
172. নিচের কোনটি মরিচা তৈরির শর্ত?
(A) আয়রনে অবিশুদ্ধি থাকতে হবে
(B) আয়রনকে H2O ও O2-এর সংস্পর্শে আসতে হবে
(C) দুটিই
(D) কোনটিও নয়
(C) দুটিই
173. নিষ্ক্রিয় আয়রনের জন্য আয়রনকে কোন পদার্থে ডুবিয়ে রাখতে হয় ?
(A) ধুমায়মান HNO3
(B) ধূমায়মান H2SO4
(C) ধূমায়মান HCl
(D) ধূমায়মান H3PO4
(A) ধুমায়মান HNO3
174. অ্যালনিকো কোন কাজে ব্যবহৃত হয়?
(A) ছুরি কাচি তৈরিতে
(B) গাড়ির ফ্রেম তৈরিতে
(C) রেললাইন
(D) উচ্চক্ষমতাযুক্ত চুম্বক তৈরিতে
(D) উচ্চক্ষমতাযুক্ত চুম্বক তৈরিতে
175. নিচের কোন্ ধরনের আয়রনের গঠন তন্তুময়?
(A) কাস্ট আয়রন
(B) স্টিল আয়রন
(C) রট আয়রন
(D) অ্যালনিকো
(A) কাস্ট আয়রন
176. টাংস্টেন স্টিল সংকর ধাতুতে টাংস্টেন ও স্টিল ছাড়া আর কোন্ ধাতু থাকে ?
(A) Al
(B) CO
(C) Cr
(D) Mn
(D) Mn
177. মরিচার রঙ কেমন?
(A) লালচে-বাদামী
(B) কালচে-বাদামী
(C) হলুদ
(D) কালচে-হলুদ
(A) লালচে-বাদামী
178. নিচের কোনটিকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায়?
(A) কাস্ট আয়রন
(B) রট আয়রন
(C) স্টিল আয়রন
(D) কোনটিকেও নয়
(C) স্টিল আয়রন
179. স্টিলের নমনীয়তা, কাঠিন্য ও স্থিতিস্থাপকতা কীসের উপর নির্ভর করে?
(A) Cr
(B) C
(C) CO
(D) Al
(B) C
180. কে প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ উৎপন্ন করেন?
(A) ল্যাভয়সিয়ে
(B) ফ্রেডরিক ভেলহার
(C) প্রীস্টলী
(D) ক্যাভেণ্ডিস
(B) ফ্রেডরিক ভেলহার
Read More: Chemistry GK MCQ in Bengali Set 7