ভূগোলের জ্ঞান যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র আমাদের পরিবেশ এবং পৃথিবীর গঠন সম্পর্কে জ্ঞান বাড়ায় না, বরং পরীক্ষার প্রস্তুতিতেও বড় ভূমিকা পালন করে। এই ব্লগে, আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি “Important Geography MCQ Bengali Set 03 | ভূগোল MCQ সেট ০৩”, যেখানে ৩০টি গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত রয়েছে। এই সেটটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, যা আপনাকে যেকোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিতে সহায়তা করবে। প্রতিটি প্রশ্নের উত্তরসহ বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যা আপনাকে বিষয়টি আরও ভালভাবে বোঝাতে সহায়ক হবে। প্রস্তুতি শুরু করার জন্য এই সেটটি অবশ্যই কাজে লাগান।
Important Geography MCQ Bengali Set 03
Table of Contents
1. পৃথিবীর বৃহত্তম তৈলখনির হল
A. বারগান
B. কিরকুক
C. আবকুইক
D. ঘারওয়ার
উত্তর :- (D)
2. স্প্যালিং নিম্নলিখিত কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কীত
A. চ্যুতি
B. আবহবিকার
C. হিমবাহের কার্য
D. সমুদ্র বক্ষের সম্প্রসারণ
উত্তর :- (B)
3. যোগাযোগে সাহায্য কারী বায়ুমন্ডলীয় স্তরটি হল
A. ওজোন স্তর
B. স্ট্র্যাটোস্ফিয়ার
C. মেসোস্ফিয়ার
D. আয়নোস্ফিয়ার
উত্তর :- (D)
4. নব-নিয়ন্ত্রনবাদের ধারণা দেন
A. সেম্পেল
B. হামবোল্ড
C. ব্লাচে
D. টেলর
উত্তর :- (D)
5. পৃথিবীর তৃতীয় জনবহুল দেশ হল
A. পাকিস্তান
B. ইন্দোনেশিয়া
C. বাংলাদেশ
D. মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর :- (D)
6. অক্লুসন দেখা যায়
A. নাতিশীতোষ্ণ ঘূর্নবাতে
B. ঘনীভবনের সময়
C. বৃষ্টিপাতের সময়
D. মেঘ সৃষ্টির সময়
উত্তর :- (A)
7. ভারতের বৃহত্তম ব্রাঘ্র সংরক্ষন প্রকল্প গড়ে উঠেছে
A. সারিস্কা
B. নাগার্জুনাসাগর
C. কাজিরাঙ্গা
D. মানস
উত্তর :- (B)
8. বান সাগর প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে
A. মহানদী
B. ইন্দ্রাবতী
C. শোন
D. তাপ্তি
উত্তর :- (C)
9. কর্তিত নদীবাকের উপস্থিত থাকলে তা নির্দেশ করে
A. সামুদ্রিক পরিবর্তন
B. পুনর্যৌবনলাভ
C. পূর্বে হিমবাহের উপস্থিতি
D. চ্যুতির সৃষ্টি
উত্তর :- (B)
10. সাহারা মরুভূমি থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের দিকে যে উষ্ণ ধূলিময় বায়ু প্রবাহিত হয়, তাকে বলে
A. চিনুক
B. ফন
C. মিস্ট্রাল
D. সিরোক্কো
উত্তর :- (D)
11. ইউরোপ মহাদেশের কোন দেশটি জনসংখ্যা বিবর্তনের শেষ পর্যায়ে ( 5th stage ) অবস্থিত
A. পর্তুগাল
B. ফ্রান্স
C. স্পেন
D. ইতালি
উত্তর :- (A)
12. ঊর্দ্ধ ট্রপোস্ফিয়ার দিয়ে যে শক্তিশালী বাতাস প্রবাহিত হয়, তাকে বলে
A. অক্লুসন
B. সাইক্লোন
C. জেট স্ট্রিম
D. টাইফুন
উত্তর :- (C)
13. ১৯৯২ সালের বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়
A. স্টোকহোমে
B. ক্রিয়োটোতে
C. রিও ডি জেনেরোতে
D. লন্ডনে
উত্তর :- (C)
14. সান আন্ড্রিজ চ্যুতি একপ্রকার
A. আয়াম স্খলন চ্যুতি
B. হোর্স্ট
C. গ্রাবেন
D. থ্রাস্ট চ্যুতি
উত্তর :- (A)
15. কোন ভৌগোলিক ভূগোল কে Erdkunde হিসাবে বর্ননা করেন
A. রিটার
B. কান্ট
C. হামবোল্ড
D. পাওয়েল
উত্তর :- (A)
16. গুজরাটের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র টি হল
A. কোটা
B. কাঁকড়াপাড়
C. কালাপাক্কাম
D. তারাপুর
উত্তর :- (B)
17. নিম্নের কোন ভূমিরূপটি নদীর কার্যের ফলে সৃষ্ট হয় না
A. পটহোল
B. জলপ্রপাত
C. টম্বোলো
D. নদী বাঁক
উত্তর :- (C)
18. চিকমাগালুর কোন ফসল উৎপাদনের জন্য বিখ্যাত
A. কার্পাস
B. কফি
C. চা
D. কোকো
উত্তর :- (B)
19. উপক্রান্তীয় অঞ্চলের থেকে নিরক্ষীয় অঞ্চল শীতল, কারণ
A. শীতল সামুদ্রিক স্রোত
B. অধিক উচ্চতা
C. মেঘাচ্ছন্নতা
D. উষ্ণ সমুদ্র স্রোত
উত্তর :- (C)
20. হিমবাহের কার্যের ফলে সৃষ্ট একটি ক্ষয়জাত ভূমিরূপ হল
A. গ্রাবরেখা
B. এরিটি
C. টিল সমভূমি
D. এস্কার
উত্তর :- (D)
21. অস্ট্রালোব যন্ত্রটি আবিষ্কার করেন
A. হেকাটিয়াস
B. হেরোডোটাস
C. হিপারক্কাস
D. আনাক্সিম্যান্ডার
উত্তর :- (C)
22. উপক্রান্তীয় অঞ্চলে শুষ্ক গ্রীষ্মকাল বিশিষ্ট জলবায়ুকে বলে
A. Ds জলবায়ু
B. Cs জলবায়ু
C. Dw জলবায়ু
D. Cw জলবায়ু
উত্তর :- (B)
23. নিম্নে উল্লেখিত কোন সংস্থাটি ভারতে শ্বেত বিপ্লবের সূচনা করে
A. Aavin
B. Amul
C. Milma
D. Cavin
উত্তর :- (B)
24. অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস টি হল
A. কার্বন ডাই অক্সাইড
B. সালফার ডাই অক্সাইড
C. কার্বন মনোঅক্সাইড
D. ওজোন
উত্তর :- (B)
25. প্রতীপ ঘূর্নবাতের সাথে সম্পর্কীত আবহাওয়া টি হল
A. উষ্ণ ও আর্দ্র
B. অত্যাধিক শীতল
C. আর্দ্র ও শীতল
D. পরিষ্কার ও শুষ্ক
উত্তর :- (D)
26. নিম্নলিখিত কোনটি অস্থানু শিল্প
A. লৌহ ইস্পাত
B. চিনি
C. হোসিয়ারি
D. সিমেন্ট
উত্তর :- (C)
27. সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়
A. ১৭৬৭
B. ১৮৫১
C. ১৮৬৭
D. ১৯৪৫
উত্তর :- (A)
28. লুইস অ্যাগাসিস যে ধারনাটি প্রদান করেন
A. সমস্থিতি
B. হিমযুগ
C. সমুদ্র বক্ষের বিস্তৃতি
D. পরিচলন স্রোত
উত্তর :- (B)
29. কালি ও শতুদ্রু নদীর মধ্যবর্তী হিমালয়ের অংশ টি যে নামে পরিচিত
A. কুমায়ন
B. পিরপাঞ্জাল
C. শিবালিক
D. জাস্কার রেঞ্জ
উত্তর :- (A)
30. Carr Saunders জনসংখ্যা সম্পর্কীতকোন তত্ত্বটির সাথে যুক্ত
A. অর্থনৈতিক বিষয়ক
B. পরিব্রাজন
C. কাম্যজনসংখ্যা
D. পেশাগত গঠন
উত্তর :- (C)