Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ এম. সি. কিউ প্রশ্ন উত্তর (Geography question & Answer Part 01) যেগুলি ভূগোল বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর পর্ব 01 l Important Geography question & Answer Part 01 for All Competitive Exam
Table of Contents
1. নিচের কোনটি ভারত ও শ্রীলংকার মধ্যের সীমানা নির্দেশ করে❓
a) মান্নান উপসাগর
b) মালাক্কা প্রণালী
c) পক প্রণালী
d) পক উপসাগর
উত্তর :- পক প্রণালী
2. ভারতের কোন রাজ্যের উপকূলরেখা দীর্ঘতম❓
a) গুজরাট
b) কেরল
c) অন্ধ্রপ্রদেশ
d) তামিলনাড়
উত্তর :- গুজরাট
3. নীচের কোন দ্বীপপুঞ্জ দুটি 10° চ্যানেল দ্বারা পরস্পরের থেকে পৃথক হয়েছে❓
a) নিকোবর ও সুমাত্রা
b) আন্দামান ও নিকোবর
c) সুমাত্রা ও জাভা
d) মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ
উত্তর :- আন্দামান ও নিকোবর
4. নিম্নলিখিত শহরগুলির কোনটি কর্কটক্রান্তি রেখার অধিক নিকটবর্তী❓
a) কলকাতা
b) দিল্লি
c) নাগপুর
d) যোধপুর
উত্তর :- কলকাতা
5. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে শিক্ষার হার সর্বনিম্ন❓
a) অন্ধ্রপ্রদেশ
b) ঝাড়খন্ড
c) উড়িষ্যা
d) অসম
উত্তর :- অন্ধ্রপ্রদেশ
6. নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বোচ্চ❓
a) চন্ডিগড়
b) দিল্লি
c) দমন ও দিউ
d) দাদরা ও নগর হাভেলি
উত্তর :- দিল্লি
7. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে❓
a) ভারত ও পাকিস্তান
b) ভারত ও চীন
c) পাকিস্তান ও আফগানিস্তান
d) ভারত ও আফগানিস্তান
উত্তর :- ভারত ও চীন
8. নিম্নলিখিত কোনটি ভারতের ‘জাতীয় জলজ প্রাণী’❓
a) গাঙ্গেয় ডলফিন
b) ঘরিয়াল
c) লবণাক্ত জলের কুমির
d) কোনোটিই নয়
উত্তর :- গাঙ্গেয় ডলফিন
9. নিচের কোন রাজ্যের সঙ্গে চীনের সীমানা রয়েছে❓
a) হিমাচল প্রদেশ
b) উত্তর প্রদেশ
c) পশ্চিমবঙ্গ
d) নাগাল্যান্ড
উত্তর :- হিমাচল প্রদেশ
10. নিম্নলিখিত কোনটি ভারতের নবীনতম রাজ্য❓
a) ছত্রিশগড়
b) তেলেঙ্গানা
c) ঝাড়খন্ড
d) গোয়া
উত্তর :- তেলেঙ্গানা
11. নিচের কোনটি স্থলবেষ্টিত রাজ্য নয়❓
a) বিহার
b) ওড়িশা
c) মিজোরাম
d) ছত্রিশগড়
উত্তর :- ওড়িশা
12. ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত❓
a) আন্দামান ও নিকোবর
b) আমিনদিভি ও লাক্ষাদ্বীপ
c) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
d) লিটল আন্দামান ও নিকোবর
উত্তর :- দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
13. ভারতের সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শকারী অঙ্গরাজ্যটি হলো –
a) অন্ধ্রপ্রদেশ
b) বিহার
c) উত্তর প্রদেশ
d) মধ্যপ্রদেশ
উত্তর :- উত্তর প্রদেশ
14. নিম্নলিখিত কোন রাজ্যে কোনো মেট্রোপলিটন শহর নেই❓
a) ঝাড়খন্ড
b) ত্রিপুরা
c) রাজস্থান
d) কর্ণাটক
উত্তর :- ত্রিপুরা
15. 2000 সালের 1 নভেম্বর ছত্রিশগড় রাজ্যটি গঠিত হয়েছে। এটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল❓
a) মধ্যপ্রদেশ
b) উত্তর প্রদেশ
c) বিহার
d) ওড়িশা
উত্তর :- মধ্যপ্রদেশ
16. সিকিমের ওপর দিয়ে বিস্তৃত অক্ষরেখাটি নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে বিস্তৃত❓
a) রাজস্থান
b) পাঞ্জাব
c) হিমাচল প্রদেশ
d) জম্মু ও কাশ্মীর
উত্তর :- রাজস্থান
17. ভারতের উত্তরতম অক্ষরেখাটি হলো –
a) 35° উত্তর
b) 36° উত্তর
c) 38° উত্তর
d) 37° উত্তর
উত্তর :- 35° উত্তর
18. ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ কে তৈরি করে❓
a) প্রতিরক্ষা মন্ত্রক
b) সার্ভে অফ ইন্ডিয়া
c) জিওলজিকল সার্ভে অফ ইন্ডিয়া
d) কোনোটিই নয়
উত্তর :- সার্ভে অফ ইন্ডিয়া
19. নিম্নলিখিত কোন শহরটি ভারতের পশ্চিমতম দ্রাঘিমারেখার ওপর অবস্থিত❓
a) জয়পুর
b) নাগপুর
c) হায়দ্রাবাদ
d) ভোপাল
উত্তর :- জয়পুর
20. নিম্নলিখিত কোন দেশটি আন্দামানের নিকটতম❓
a) মায়ানমার
b) পাকিস্তান
c) ইন্দোনেশিয়া
d) শ্রীলংকা
উত্তর :- মায়ানমার