Human Diseases and their Microbes 2024: SIKSAKUL ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা মানবদেহের বিভিন্ন রোগ ও তাদের জীবাণু (Name of Human Diseases and their Microbes) নিয়ে আলোচনা করলাম। আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন।
Human Diseases and their Microbes l মানবদেহের বিভিন্ন রোগ ও তাদের জীবাণু
Table of Contents
জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল মানবদেহের বিভিন্ন রোগ ও তাদের জীবাণু। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশান, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের , গ্রুপ ডি , ইউপিএসসি, রেল প্রভৃতি পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। কয়েকটি উদাহরণের সাথে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন আসে তা দেখানো হল। ১. পোলিও রোগের জীবাণুর নাম কি? ? উত্তর হবে এন্টারো ভাইরাস। ২. কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম কি?। উত্তর হবে ভিব্রিও কলেরি।
রোগের নাম | জীবাণুর নাম |
ভাইরাসঘটিত রোগ | |
১. গুটি বসন্ত রোগের জীবাণুর নাম কি? | উঃ- ভ্যারিওলা ভাইরাস |
২. হাম রোগের জীবাণুর নাম কি? | উঃ- রুবেল্লা ভাইরাস |
৩. জলবসন্ত রোগের জীবাণুর নাম কি? | উঃ- ভ্যারিসেলা ভাইরাস |
৪. পোলিও রোগের জীবাণুর নাম কি? | উঃ- এন্টারো ভাইরাস |
৫. রেবিস কোন ভাইরাসের ফলে হয়? | উঃ- র্যাবডো ভাইরাস |
৬. ইনফ্লুয়েঞ্জা কোন ভাইরাসের ফলে হয়? | উঃ- আর্থোমিক্সো ভাইরাস |
৭. মাম্পস রোগের জীবাণুর নাম কি? | উঃ- প্যারামিক্সো ভাইরাস |
ব্যাকটেরিয়াঘটিত রোগ | |
১. টাইফয়েড রোগ কোন ব্যাকটেরিয়ার কারনে হয়? | উঃ- সালমোনেল্লা টাইফোসা |
২. হুপিং কাশি কোন ব্যাকটেরিয়ার ফলে হয়? | উঃ- বোর্ডেল্লা পের্টুসিস |
৩. কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম কি? | উঃ- ভিব্রিও কলেরি |
৪. নিউমোনিয়া কোন ব্যাকটেরিয়ার কারনে হয়? | উঃ- ডিপ্লোকক্কাস নিউমোনি |
৫. যক্ষা রোগের জীবাণুর নাম কি? | উঃ- মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস |
৬. গনোরিয়া রোগের ব্যাকটেরিয়ার নাম কি? | উঃ- নিসেরিয়া গনোরিয়া |
৭. মেনিনজাইটিস কোন ব্যাকটেরিয়ার কারনে হয়? | উঃ- নিসেরিয়া মেনিনজাইটিস |
৮. কোন ব্যাকটেরিয়া ডিপথেরিয়া রোগের জীবাণু বহন করে? | উঃ- কোরিনেব্যাকেরিয়াম ডিপথেরিয়া |
৯. ফোঁড়া বা ক্ষত সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? | উঃ- স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস |
১০. ধনুষ্টংকার টিটেনাস রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? | উঃ- ক্লস্ট্রিডিয়াম টিটেনি |
১১. প্লেগ রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? | উঃ- পেস্টুরেলা পেস্টিস |
১২. কুষ্ঠ বা লেপ্রসি রোগের কারণ কোন ব্যাকটেরিয়া? | উঃ- মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি |
১৩. খাদ্য বিষাক্ত করণ এর জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? | উঃ- ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম |
প্রোটোজোয়াঘটিত রোগ | |
১. ম্যালেরিয়া রোগের জন্য কোন প্রোটোজোয়া দায়ী? | উঃ- প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স |
২. ঘুম রোগের জন্য কোন প্রোটোজোয়া দায়ী? | উঃ- ট্রাইপানসোমা গাম্বিয়েন্স |
৩. ওভাল ম্যালেরিয়া কোন প্রোটোজোয়ার কারণে হয়? | উঃ- প্লাসমোডিয়াম ওভাল |
৪. অ্যামিবিক ডিসেনট্রি কোন প্রোটোজোয়ার কারণে হয়? | উঃ- এন্টামিবা হিস্টোলাইটিকা |
৫. কালাজ্বর কোন প্রোটোজোয়ার জন্য হয়? | উঃ- লেশমানিয়া ডোনোভানি |
৬. পায়োরিয়া রোগের জীবাণুর নাম কি ? | উঃ- ট্রাইকোমোনাস টেনেক্স |
ছত্রাকঘটিত রোগ | |
১. কানের অটোমাইকোসিস রোগের জীবাণুর নাম কি ? | উঃ- অ্যাসপারজিলাস স্পিসিস |
২. এসপারজিলোসিস রোগ কোন ছত্রাকের কারনে হয়? | উঃ- অ্যাসপারজিলাস ফিউমিগেটাস |
৩. কান মুখ ও জীভের ডার্মাটোমাইকোসিস এর জন্য দায়ী কোন ছত্রাক? | উঃ- ক্যানডিডা অ্যালবিক্যানসিস |
কৃমিঘটিত রোগ | |
১. ফাইলেরিইয়েসিস রোগের জন্য দায়ী কোন কৃমি? | উঃ- উচেরেরিয়া ব্যাঙ্ক্রফটি |
২. টিনিয়াসিস রোগের জন্য দায়ী কোন কৃমি? | উঃ- টিনিয়া সোলিয়াম |