---Advertisement---

Computer MCQ Question & Answer Part 01 For All Competitive Exam l কম্পিউটার MCQ প্রশ্ন ও উত্তর পর্ব 01 সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

By Siksakul

Published on:

---Advertisement---

স্বাগতম কম্পিউটার MCQ প্রশ্ন ও উত্তর পর্ব 01-এ (Computer MCQ Question & Answer Part 01 For All Competitive Exam) ! আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কম্পিউটার MCQ প্রশ্ন ও উত্তর খুঁজছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য উপযুক্ত। প্রতিযোগিতামূলক পরীক্ষার কম্পিউটার প্রশ্ন থেকে শুরু করে সরকারি পরীক্ষার জন্য কম্পিউটার MCQ, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি, যাতে আপনার প্রস্তুতি সহজ এবং কার্যকর হয়।

কম্পিউটার সাধারণ জ্ঞান প্রশ্ন এবং কম্পিউটার বিষয়ক MCQ প্রশ্ন সমন্বিত এই পর্বটি আপনাকে সাহায্য করবে যেকোনো পরীক্ষায় সফল হতে। কম্পিউটার প্রশ্ন ও উত্তর পর্ব এবং কম্পিউটার MCQ কুইজ-এর মাধ্যমে আপনার জ্ঞান যাচাই করে দেখতে পারেন, এবং প্রস্তুতি আরও মজবুত করতে আমাদের কম্পিউটার MCQ বই ডাউনলোড করতে পারেন।

যে কোনো ধরনের সকল পরীক্ষার জন্য কম্পিউটার MCQ এবং কম্পিউটার সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এই ব্লগে সহজেই পাওয়া যাবে, যা আপনাকে পরীক্ষায় সেরা পারফর্ম করতে সাহায্য করবে। এখনই শুরু করুন এবং আপনার কম্পিউটার দক্ষতা বাড়িয়ে তুলুন!

Computer MCQ Question & Answer Part 01 For All Competitive Exam l

1) বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের এর নাম কী?

a) এলিয়াক 

b) ডিপ্লাক 

c) ইজিফেল 

d) কনিয়াক

উত্তর :- এলিয়াক


2) আধুনিক কম্পিউটারের সূত্রপাত হয় কত সালে?

a) 1948 সালে 

b) 1949 সালে 

c) 1950 সালে 

d) এদের কোনোটিই নয়

উত্তর :- 1950 সালে


3) কম্পিউটারের জনক কে?

a) বিজ্ঞানী পাস্কাল 

b) নেপিয়ার বোন 

c) চার্লস ব্যাবেজ 

d) আটানাসফ

উত্তর :- চার্লস ব্যাবেজ 


4) সবচেয়ে ক্ষুদ্রতম মেমরি একক কী?

a) বিট 

b) বাইট 

c) মেগাবাইট 

d) গিগাবাইট

উত্তর :- বিট


5) কি বোর্ড হল একটি –

a) সিস্টেম ডিভাইস 

b) আউটপুট ডিভাইস

c) ইনপুট ডিভাইস

d) মেমরি ডিভাইস

উত্তর :- ইনপুট ডিভাইস


6) P. P. C- এর সম্পূর্ণ অর্থ কী?

a) প্রসেস প্রোগ্রামিং কম্পিটিং 

b) প্রোফাইল প্রোগ্রামার ইনি কম্পিটিং 

c) পথ প্রোগ্রামার ইন কম্পিউটার 

d) প্রিপারেটরি প্রোগ্রামিং ইন কম্পিউটিং

উত্তর :- প্রিপারেটরি প্রোগ্রামিং ইন কম্পিউটিং


7) POP ও PPP কী?

a) সিস্টেমস 

b) প্রোটোকল 

c) পাসওয়ার্ড 

d) সার্ভিস প্রোভাইডার

উত্তর :- প্রোটোকল


8) ‘হার্ডডিস্ক’ মাপার একক কী?

a) গিগাবাইট

b) কিলোবাইট 

c) টেরাবাইট 

d) মেগাবাইট

উত্তর :- গিগাবাইট


9) স্ক্যানার হল –

a) ইনপুট ডিভাইস

b) আউটপুট ডিভাইস 

c) কো -অরভিনেটিং ডিভাইস 

d) মিক্সড ডিভাইস

উত্তর :- ইনপুট ডিভাইস


10) মেনুবার Active করা হয় –

a) F10 দ্বারা 

b) F5 দ্বারা

c) F4 দ্বারা

d) F1 দ্বারা

উত্তর :- F10 দ্বারা


11) পৃথিবীতে প্রথম ইন্টারনেটের কাজ করেছিল যে সংস্থাটি তার নাম কী?

a) কোর অর্ডিনেটর 

b) অ্যারপানেট 

c) কম্পিউটার নেট 

d) স্যামুয়েল

উত্তর :- অ্যারপানেট


12) www এর পূর্ণ অর্থ কী?

a) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব 

b) ওয়াইট ওয়ার্ল্ড ওয়েব 

c) ওয়েব উইধ ওয়াইডনেস 

d) ওয়ার্কিং উইথ ওয়েব

উত্তর :- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব


13) স্ক্যানারের কাজ কী?

a) শব্দ নির্গমন 

b) লেখা এবং ছবি দেখানো 

c) গাণিতিক বিশুদ্ধতা যাচাই করা 

d) ক্যারার লেন্সের মত কোনো লেখা বা ছবি প্রতিলিপি তৈরি করা

উত্তর :- ক্যারার লেন্সের মত কোনো লেখা বা ছবি প্রতিলিপি তৈরি করা


14) প্রসেসরকে কে নিয়ন্ত্রণ করেন?

a) অপারেটিং সিস্টেম 

b) অ্যাপ্লিকেশন সফটওয়্যার 

c) হার্ড ডিস্ক 

d) কি-বোর্ড

উত্তর :- অপারেটিং সিস্টেম


15) এক্সপ্যানশন কার্ড কী?

a) ইলেকট্রিক বোর্ড 

b) পাওয়ার সাপ্লাই

c) সার্কিট বোর্ড 

d) এক্সপ্যানশন প্লট

উত্তর :- সার্কিট বোর্ড


16) Power Point কী ধরনের সফটওয়্যার?

a) প্রেজেন্টেশন 

b) প্রোগ্রামিং 

c) স্প্রেডশীট 

d) ওয়ার্ড প্রসেসিং

উত্তর :- প্রেজেন্টেশন


17) LAN কী?

a) লোকাল এরিয়া নেটওয়ার্ক

b) লিঙ্কড এরিয়া নেটওয়ার্ক 

c) লোকাল অ্যানালগ নেটওয়ার্ক 

d) লিঙ্কড অ্যানালগ নেটওয়ার্ক

উত্তর :- লোকাল এরিয়া নেটওয়ার্ক


18).com হল একটি –

a) ডমেন 

b) প্রোটোকল 

c) ব্রাউজার 

d) কোনোটিই নয়

উত্তর :- ডমেন


19) ভিডিও কার্ড কী?

a) এক্সপ্যানশন কার্ড

b) স্টোরেজ কার্ড 

c) মেমরি চিপ 

d) ইনপুট ডিভাইস

উত্তর :- এক্সপ্যানশন কার্ড


20) ভাইরাস হল একধরনের সফটওয়্যার, যেটি প্রধানত ধ্বংস করে –

a) যন্ত্রাদি

b) হার্ডওয়্যার 

c) প্রোগ্রাম

d) ডাটা

উত্তর :- প্রোগ্রাম

---Advertisement---

Related Post

90 Most Important Chemistry GK for WBCS, SSC, Railway | চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্ন

Most Important Chemistry GK for WBCS, SSC, Railway: সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, SSC, Railway, Police ও PSC প্রস্তুতির জন্য ৯০টি গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্নোত্তর। Chemistry GK, One Liner এবং Basics রিভিশনের জন্য সেরা সংগ্রহ।

Indian President GK for WBCS/SSC/Railway (in Bengali) l ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Indian President GK: ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদধারী এবং দেশের প্রথম নাগরিক। রাষ্ট্রপতি দেশের প্রশাসন, সেনা, বিচারব্যবস্থা ও সংসদীয় কার্যকলাপের এক অন্যতম স্তম্ভ। আজ ...

🚨 Upcoming WB Police Recruitment 2026: Over 20,000+ Vacancies Announced Soon!

WB Police Recruitment 2026: If you are preparing for a government job in 2026, here’s some great news for you! The West Bengal Police Recruitment Board (WBPRB) is ...

🌏 40+ Important Geography GK Questions in Bengali l ভূগোল সম্পর্কিত ৪৫টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK Questions in Bengali: ভারতের ভূগোল ও বিশ্ব ভূগোল নিয়ে সাধারণ জ্ঞান প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন WBCS, SSC, Railway, Madhyamik, PSC, TET) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে ...

Leave a Comment