---Advertisement---

বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর l History of Bengali Literature Q&A Pdf

By Siksakul

Updated on:

বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর raateralo l History of Bengali Literature Q&A Pdf
---Advertisement---

Dear Students,
Siksakul.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি History of Bengali Literature Q&A. নিচে বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন। 

বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর l History of Bengali Literature Q&A

1. বিদ্যাসাগর কস্যচিত উপযুক্ত ‘ভাইপোস্য’ ছদ্মনাম নিয়ে কী কী রচনা করেছিলেন?

উত্তর:- অতি অল্প হইল (১৮৭৩),আবার অতি অল্প হইল (১৮৭৩), ব্রজবিলাস (১৮৮৪)।

2. মধুসূদন দত্ত ‘Timothy Pen Poem ছদ্মনামে কী লিখেছিলেন?

উত্তর:- A Vision of the past captive Ladie.

3. মধুসূদন সৃষ্ট ছন্দের নাম কী?

উত্তর:- অমিত্রাক্ষর ছন্দ

4. অমিত্রাক্ষর ছন্দের অনুসৃত ছন্দের নাম কী?

উত্তর:- এই ছন্দের অনুসৃত ছন্দের নাম গৈরিশ ছন্দ,মুক্তক ছন্দ।

5. দীনবন্ধু মিত্রের নীলদর্পন নাটকের ইংরেজী অনুবাদের নাম কী?

উত্তর:- The Indigo Planting Mirror.

6. কে এই ইংরাজী অনুবাদ করেছিলেন?

উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।

7. বিদ্যাপতি কার সভাকবি ছিলেন?

উত্তর:- মিথিলার রাজা শিবসিংহের।

8. কার অনুরোধে কাজী নজরুল ইসলাম ‘কাণ্ডারী হুঁশিয়ারি’ লিখেছিলেন?

উত্তর:- নেতাজী সুভাষচন্দ্র বোসের।

9. কোন দেশে সনেটের উৎপত্তি হয়?

উত্তর:- ইতালী।

10. বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর।

11. সত্যজিৎ রায়ের তিনকন্যা’র তিনটি গল্পের নাম কী কী?

উত্তর:- পোস্টমাস্টার, মনিহারা, সমাপ্তি।

12. ঈশপের গল্পের প্রথম অনুবাদ কে করেছিলেন?

উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

13. যে অভিনেত্রী শ্রীরামকৃষ্ণের আশির্বাদ পেয়েছিলেন  তার নাম কী?

উত্তর:- নটী বিনোদিনী।

14. পেশাদারী মঞ্চে  সাধারণের বিনোদনের জন্য অভিনীত প্রথম বাংলা নাটক কী?

উত্তর:- কুলীন কুলসর্বস্ব।

15. ‘সন্দেশ’ এর সম্পাদক কে ছিলেন?

উত্তর:- সত্যজিৎ রায়।

16. বিখ্যাত নৃত্যশিল্পী উদয়শংকর একটি ছবি পরিচালনা করেছিলেন,তার নাম কী?

উত্তর:- কল্পনা।

17. বাংলার কোন বিখ্যাত কবির মৃত্যু হয় ট্রাম দুর্ঘটনায়?

উত্তর:- কবি জীবনানন্দ দাশ।

18. বেদকে চারভাগে কে ভাগ করেন?

উত্তর:- মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস।

19. নীরদ সি চৌধুরী কি ছদ্মনামে একসময় লিখতেন?

উত্তর:- একেলা।

20. ‘ফকির অব জঙ্গিরা’কাব্য কার লেখা?

উত্তর:- ডিরোজিও-এর।

21. ১৯৪৬ সালের নৌবিদ্রোহ নিয়ে বাংলার কোন বিখ্যাত নাটক রচিত হয়?

উত্তর:- শ্রীকল্লোল।

22. আরব্য রজনীতে বাগদাদের কোন খালিফার কথা প্রায়ই বলা হয়েছে?

উত্তর:- খালিফা হারুন অল রশিদ।

23. বাংলা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়’ কাদের বলা হয়?

উত্তর:- তারাশংকর,বিভূতিভূষণ ও মানিক।

24. রফিকুল ইসলাম’ কার ছদ্মনাম?

উত্তর:- উৎপল দত্ত।

25. শরৎচন্দ্রের ‘পথের দাবী’উপন্যাসে কোন বিখ্যাত মনীষীর কথা তুলে ধরা হয়েছে?

উত্তর:- বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু।

26. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঝিন্দের বন্দী’ কোন গল্পের অবলম্বনে লিখেছিলেন?

উত্তর:- ‘প্রিজনার অব জেন্ডা।

27. ‘নবকুমার কবি’কার ছদ্মনাম?

উত্তর:- সত্যেন্দ্রনাথ ঠাকুর।

28. প্রতিটি বেদে কয়টি অংশ আছে?

উত্তর:- চারটি সংহিতা, ব্রাত্মণ, আরণ্যক, উপনিষদ।

29. ‘অবন্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:- ইতালির রাষ্ট্রনায়ক মুসোলিনী।

30. ‘সেবক’ ছদ্মনামে বাংলার কোন নাট্যকার নাটক লিখেছেন

উত্তর:- গিরিশচন্দ্র ঘোষ।

31. তেনজিং নোরগের আত্মজীবনী গ্রন্থের নাম কী?
উত্তর:- টাইগার অব দ্য স্নো।

32. ‘পেপারব্যাকে’ কোন সংস্থা প্রথম কম দামে বই প্রকাশ করেন?

উত্তর:- পেঙ্গুইন।

33. ‘জীবন বেদ’ কার আত্মজীবনীমূলক আলোচনা?

উত্তর:- কেশবচন্দ্র সেন।

34. প্রথম বাঙালি সাংবাদিক কে?

উত্তর:- গঙ্গাকিশোর ভট্টাচার্য্য।

35. জনা,প্রফুল্ল,বলিদান নাটকগুলির নাট্যকার কে?

উত্তর:- গিরিশচন্দ্র ঘোষ।

36. ম্যাকবেথ নাটকের বঙ্গানুবাদ কে করেন?

উত্তর:- গিরিশচন্দ্র ঘোষ।

37. শরৎচন্দ্রের কৈশোর লেখা প্রথম গল্প কোনটি?

উত্তর:- কাশীনাথ

38. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বাংলা গদ্যগ্রন্থ কোনটি?

উত্তর:- বাসুদেব চরিত’ (মুদ্রিত হয়নি)।

39. বাল্মীকি কোন ছন্দে রামায়ণ রচনা করেন?

উত্তর:- অনুষ্টুপ ছন্দে

40. স্বামী বিবেকানন্দের কোন ভাই বিপ্লবী বারীন ঘোষের সহায়তায় এক পত্রিকা প্রকাশ করে কারাবরণ করেন?

উত্তর:- ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, পত্রিকার নাম যুগান্তর।

41. ‘বারি কাহিনী’কার রচনা?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

42. জীবিত কালে তেমন কোন পুরস্কার পান নি এই সাহিত্যিক। মৃত্যুর পর তার একটি উপন্যাস পায় মরণোত্তর রবীন্দ্র পুরস্কার কোন লেখক?

উত্তর:- বিভূতিভূষণ বন্দোপাধ্যায় (উপন্যাস ইচ্ছামতী’)।

43. ‘পদি পিসির বর্মী বাক্স’ কার লেখা?

উত্তর:- লীলা মজুমদার।

44. কথা সাহিত্যিক তারাশংকর বন্দোপাধ্যায় ‘জ্ঞানপীঠ পুরস্কার পান কোন বইটির জন্য?

উত্তর:- ১৯৬৬ সালে গণদেবতা।

45. মুসোলিনীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ কবে ইতালী গিয়েছিলেন?

উত্তর:- ১৯২৬ সালে।

46. শরৎচন্দ্রের পিতামাতার নাম কী?

উত্তর:- মতিলাল চট্টোপাধ্যায় ও ভুবনমোহিনী দেবী।

47. শরৎচন্দ্রের জন্মস্থান কোথায়?

উত্তর:- হুগলি জেলার দেবানন্দপুরে।

48. শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত লেখা কোনটি?

উত্তর:- বড়দিদি,ভারতী পত্রিকায় প্রকাশিত হয় (১৯০৭)।

49. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজদ্রোহের অভিযোগে নিষিদ্ধ হয়?

উত্তর:- পথের দাবী।

50. ১৯২০ সালে শরৎচন্দ্রের কোন উপন্যাসটি মারাঠি ভাষায় অনুদিত হয়ে প্রকাশ পায়?

উত্তর:- দত্তা।

51. সাহিত্য প্রতিভার স্বীকৃতি স্বরূপ ১৯২৩ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় তাকে কি দিয়ে সম্মানিত করেন?

উত্তর:- জগত্তারিনী সূবর্ণ পদক।

52. শরৎচন্দ্রের পল্লীসমাজ উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?

উত্তর:-ভারতবর্ষ।

---Advertisement---

Related Post

✅ Top 50 GK Questions 2025 PDF Free Download

Top 50 GK Questions 2025 PDF Free Download: আপনি কি ২০২৫ সালের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই Top 50 GK Questions 2025 সংকলনটি আপনার জন্য অপরিহার্য। ...

🚆 RRB NTPC 2025 CBT Practice Set 06 l রেলওয়ে NTPC 2025 CBT প্র্যাকটিস সেট ০৬ – ভারতের শিল্প ও সংস্কৃতি বিষয়ক ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর!

RRB NTPC 2025 CBT Practice Set 06: রেলওয়ে NTPC 2025 CBT পরীক্ষার প্রস্তুতিতে ভারতের শিল্প ও সংস্কৃতি (Art & Culture) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। ভারত বহুজাতিক ও বৈচিত্র্যময় ...

Railway NTPC Practice Set 05 in Bengali l রেলওয়ে NTPC 2025 প্র্যাকটিস সেট ০৫

Railway NTPC Practice Set 05 in Bengali: রেলওয়ে NTPC 2025 পরীক্ষার প্রস্তুতিতে ক্রীড়া (Sports) বিষয়টি একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট, খেলোয়াড়দের অর্জন, ...

Railway NTPC Practice Set 04 in Bengali l রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট ০৪

Railway NTPC Practice Set 04 in Bengali: রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার নির্ধারিত সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজনের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেটটি। বিগত বছরের পরীক্ষাগুলির প্রশ্নপত্র বিশ্লেষণ ...

Leave a Comment