নমস্কার বন্ধুরা, আজ Siksakul Team এর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ভূগোল সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
RRB,MTS, CLERK,WBP ,KP, WBCS, ICDS,PANCHAYET exam preparation
Important Geography Questions and Answers
১. ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম– লুনী ও মাহি।
২. ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম–সিকিম।
৩. পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত– ভানুগালু ( তুরষ্ক) ।
৪. টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায়– নীলগিরি পার্বত্য অঞ্চলে।
৫. রামেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত– তামিলনাডু।
৬. খাদার কী– নবীন পলিমাটি।
৭. ভাঙ্গার কী — প্রাচীন পলিমাটি।
৮. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়– জেমু হিমবাহ।
৯. ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি– ব্যবচ্ছিন্ন।
১০. কোন মেঘে বৃষ্টি হয়– নিম্বাস।
১১. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহাকুমা নেই– কলকাতা।
১২. কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয়– অয়ন বায়ু।
১৩. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়– স্ট্র্যাটোকিউমুলাস।
১৪. টাইফুন কোথায় দেখা যায়– চিন ও জাপান উপকুলে।
১৫. হ্যারিকেন কোথায় দেখা যায়– পশ্চিম ভারতে।
১৬. সিডার ঝড় কোথায় দেখা যায়– ভারত ও বাংলাদেশ।
১৭. টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয়– মার্কিন যুক্তরাষ্ট্রে।
১৮. ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি– চিল্কা।
১৯. লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত– মনিপুরে।
২০. সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত– রাজস্থান।
এরকম গুরুত্বপূর্ণ নোটস্ ও প্র্যাকটিস সেট পেতে siksakul team এর সাথেই থাকুন।