WBPSC Food SI Practice Set 04 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট l WBPSC Food SI Practice Set 04
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
১) ব্রিমস্টোন কী?
[A] সালফার [B] কোয়ার্টজ [C] জিপসাম [D] নাইমস্টোনAnswer – সালফার
২) রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটির পরিবর্তন ঘটে?
[A] নিউক্লিয়াস [B] প্রোটিন সংখ্যা [C] ইলেকট্রন সংখ্যা [D] নিউট্রন সংখ্যাAnswer – নিউট্রন সংখ্যা
৩) পেঁয়াজ হলো রূপান্তরিত
[A] মূল [B] ফল [C] পাতা [D] কান্ডAnswer – কান্ড
WBPSC Food SI Practice Set 04
৪) ভারতের ফুড কর্পোরেশন কবে স্থাপিত হয়?
[A] 1965 [B] 1967 [C] 1964 [D] 1968Answer – 1964
৫) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি প্রত্যক্ষ কর নয়?
[A] এস্টেট ডিউটি [B] বিক্রয় কর [C] সম্পদ কর [D] আয়করAnswer – বিক্রয় কর
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০২, প্রস্তুতি নিতে শুরু করুন
৬) ভারতে মানুষের অস্তিত্বের সর্বপ্রথম নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল?
[A] শিবালিক পাহাড় [B] নাল্লামালা পাহাড় [C] নীলগিরি পাহাড় [D] নর্মদা উপত্যকাAnswer – নর্মদা উপত্যকা
WBPSC Food SI Practice Set 04
৭) বিখ্যাত জৈন পন্ডিত হেমচন্দ্র কার রাজসভায় ছিলেন?
[A] বিদ্যাধর [B] কুমারপাল [C] জয়সিংহ সিদ্ধরাজ [D] অমোঘবর্ষAnswer – কুমারপাল
৮) মহাজাগতিক দূরত্ব পরিমাপের একটি একক হল
[A] নটিকেল মাইল [B] কিলোমিটার [C] অ্যাংস্ট্রম [D] আলোকবর্ষAnswer – আলোকবর্ষ
৯) কে ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক?
[A] এস চন্দ্রশেখর [B] বি সি রায় [C] সি ভি রমন [D] গোবিন্দ বল্লভ পন্থAnswer – সি ভি রমন
১০) চন্ডাশোক কাকে বলা হয়?
[A] অশোক [B] পুষ্যমিত্র শুঙ্গ [C] বৃহদ্রথ [D] কোনোটিই নয়Answer – অশোক
১১) পুরীর জগন্নাথ মন্দিরে নির্মাণকার্য শুরু করেছিলেন কোন রাজা?
[A] অপরাজিতবর্মন [B] যশোবর্মন [C] ভাস্কর বর্মন [D] অনন্তবর্মনAnswer – অনন্তবর্মন
১২) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষ কবিতা হল একটি
[A] ছোট গল্প [B] গল্প [C] উপন্যাস [D] কবিতাAnswer – উপন্যাস
WBPSC Food SI Practice Set 04
১৩) বর্ডার রোড অর্গানাইজেশন কোন ক্ষেত্রে অন্তর্গত?
[A] কর্পোরেট সেক্টর [B] নগর উন্নয়ন [C] প্রতিরক্ষা [D] প্রাইভেট সেক্টরAnswer – প্রতিরক্ষা
১৪) ক্রুসিফিকেশন’ এই বিখ্যাত চিত্রটি চিত্রকর হলেন
[A] রাফায়েল [B] সালভাদোর দালি [C] লিওনার্দো দা ভিঞ্চি [D] কোনোটিই সঠিক নয়Answer – সালভাদোর দালি
১৫) গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন
[A] কুশিনগরে [B] কপিলাবস্তুতে [C] সারনাথে [D] কুন্দপুরেAnswer – কুশিনগরে