---Advertisement---

Biology GK MCQ in Bengali Set 2 | PDF Download | জীবন বিজ্ঞান MCQ Set 2 l General Science Biology | GK MCQ in Bengali

By Siksakul

Published on:

---Advertisement---

বায়োলজি জিকে এমসিকিউ বাংলায় – সেট ২: প্রস্তুতির চূড়ান্ত গাইড

জীববিজ্ঞানের জেনারেল নলেজ (জিকে) (Biology GK MCQ in Bengali Set 2) সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি WBCS, SSC, রেলওয়ে, বা যেকোনো সরকারী চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তবে বায়োলজি জিকে প্রশ্নোত্তরের উপর দক্ষতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন।

এই ব্লগে আমরা নিয়ে এসেছি বায়োলজি জিকে এমসিকিউ বাংলায় – সেট ২, যেখানে সহজ, গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় পুনরাবৃত্তি হওয়া প্রশ্নগুলো বাংলায় দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রস্তুতির এই ভাণ্ডার আপনার সাফল্যের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আসুন, শিখতে শুরু করি!

21. আত্মঘাতী থলি বলে—
(A) রাইবােজোম
(B) ডিকটিওজোম
(C) এন্ডােপ্লাজমিক জালিকা
(D) লাইসােজোম

(D) লাইসােজোম


22. RNA-এর একটি বেস হল-
(A) অ্যাডেনাইন
(B) ইউরাসিল
(C) গুয়ানিন
(D) সাইটোসিন

(B) ইউরাসিল


23. প্রােটিন সংশ্লেষে সাহায্যকারী কোশ অঙ্গানুটি হল—
(A) মেসােজোম
(B) লাইসােজোম
(C) ডিকটিওজোম
(D) রাইবােজোম

(D) রাইবােজোম


24. ক্যানসার প্রতিরােধী ক্রোমােজোমীয় অংশটি হল-
(A) ক্রোমাটিড
(B) টেলােমিয়ার
(C) স্যাটেলাইট
(D) সেন্ট্রোমিয়ার

(C) স্যাটেলাইট


25. কোশচক্রের বিভিন্ন দশাগুলির ক্রমপর্যায় হল—
(A) G1, G2, M, S
(B) G1, S, G2, M
(C) G2, G1, S, M
(D) G1, G2, S, M

(B) G1, S, G2, M


26. ক্যানসার কোশের কারণ—
(A) প্রােটোওঙ্কোজিন
(B) ওঙ্কোজিন
(C) হেলাকোশ
(D) সারকোমা

(A) প্রােটোওঙ্কোজিন


27. অনিয়ন্ত্রিত কোশগুচ্ছের বিভাজনকে বলে—
(A) হাইপারট্রফি
(B) হাইপারপ্লাসিয়া
(C) মেটাপ্লাসিয়া
(D) ক্যানসার কোশ

(B) হাইপারপ্লাসিয়া


28. একটি কোশের একবার মাইটোসিসের পর কতগুলাে অপত্য কোশের সৃষ্টি হয়?
(A) 2টি
(B) 4টি
(C) 8টি
(D) 16টি

(A) 2টি


29. কোশে জল ছাড়া সর্বাধিক পরিমানে থাকে—
(A) প্রােটিন
(B) কার্বোহাইড্রেট
(C) স্নেহপদার্থ
(D) ক্ষার

(A) প্রােটিন


30. আদর্শ ক্যানসার কোশের নিদর্শন হল-
(A) মেলা কোশ
(B) হেলা কোশ
(C) ভেলা কোশ
(D) কলা কোশ

(B) হেলা কোশ


31. হরমােনের আধিক্য হলে কি হয় ?
(A) হাইপারপ্লাসিয়া
(B) হাইপারট্রফি
(C) সাদা দাগ
(D) শ্বেতী

(A) হাইপারপ্লাসিয়া


32. কোশচক্র নিয়ন্ত্রণের কয়টি ব্যবস্থা রয়েছে?
(A) 1টি
(B) 3টি
(C) 2টি
(D) 4টি

(C) 2টি


33. কোনাে কারণে কোশের গঠন ও আয়তনের পরিবর্তন ঘটলে তাকে বলে-
(A) হেলাকোশ
(B) মেটাপ্লাসিয়া
(C) হাইপারপ্লাসিয়া
(D) কোনটাই নয়

(B) মেটাপ্লাসিয়া


34. যে অবস্থায় কোশ বিভাজিত হতে পারে না তাকে বলে—
(A) G1 দশা
(B) G2 দশা
(C) G3 দশা
(D) G0 দশা

(D) G0 দশা
35. M-দশার কয়টি ভাগ?
(A) 4
(B) 3
(C) 2
(D) 6

(A) 4


36. একটি মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টি হয়-
(A) অ্যামাইটোসিস
(B) মাইটোসিস
(C) মিয়ােসিস
(D) সমবিভাজন

(C) মিয়ােসিস


37. ক্রোমােজোমগুলি বেমের দুই প্রান্তে গমন করে-
(A) প্রফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ
(D) টেলােফেজ

(C) অ্যানাফেজ


38. ক্রোমােজোম যে দুইটি তপ্ত দ্বারা গঠিত তা হল-
(A) ক্রোমােনিমাটা
(B) ক্রোমাটিড
(C) পলিপেপটাইড
(D) DNA তন্তু

(B) ক্রোমাটিড


39. ক্রোমােজোমের স্বতন্ত্র মেকযুক্ত প্রান্তকে বলে-
(A) ক্রোমােমিয়ার
(B) সেন্ট্রোমিয়ার
(C) টেলােমিয়ার
(D) কাইনেটোকর

(C) টেলােমিয়ার


40. একটি ক্রোমাটিডে যে কটি দ্বিতন্ত্রী DNA থাকে তাদের সংখ্যা হল
(A) 1
(B) 2
(C) 3
(D) 4

(B) 2

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment