---Advertisement---

Geography Questions and Answers Part 12 for Competitive Exam l প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল প্রশ্ন ও উত্তর পর্ব 12

By Siksakul

Updated on:

Geography Questions and Answers Part 12 for Competitive Exam l প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল প্রশ্ন ও উত্তর পর্ব 12
---Advertisement---

বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম.সি.কিউ প্রশ্ন -উত্তর (Geography Questions and Answers Part 12 for Competitive Exam) যেগুলি ভূগোল বিষয়ের। এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।

তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।

Geography Questions and Answers Part 12 for Competitive Exam l ভূগোল প্রশ্নোত্তর পর্ব – বারো


1) স্ট্রাটোস্ফিয়ার বায়ুমন্ডলের কোন উচ্চতায় অবস্থিত?

a) 15 কিমি 

b) 18-50 কিমি 

c) 80 কিমি 

d) 100 কিমি

উত্তর :- 18-50 কিমি


2) নিম্নগতিতে নদীর পার্শ্বক্ষয় –

a) কম হয়

b) বেশী হয়

c) হয় না 

d) মাঝে মধ্যে হয়

উত্তর :- বেশী হয়


3) পৃথিবীর উচ্চতম নৌ- পরিবহনযোগ্য হ্রদ কোনটি?

a) চিল্কা 

b) বৈকাল

c) প্যাংগং 

d) টিটিকাকা

উত্তর :- টিটিকাকা


4) নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে?

a) 0°

b) 180°

c) 45°

d)  90°

উত্তর :- 0°


5) চিঙ্কারা কোথায় দেখা যায়? 

a) তানসা অভয়ারণ্যে

b) ওয়াইল্ড অ্যাস অভয়ারণ্যে

c) তুঙ্গভদ্রা অভয়ারণ্যে 

d) সারিস্কা অভয়ারণ্যে

উত্তর :- ওয়াইল্ড অ্যাস অভয়ারণ্যে


6) সৌরদিবস এবং নক্ষত্রদিবসের মধ্যে সম্পর্ক কী?

a) উভয়ই সমান

b) কোন সম্পর্ক নেই

c) সৌরদিবস, নক্ষত্র দিবসের তুলনায় কম দীর্ঘ 

d) সৌরদিবস,নক্ষত্র দিবসের  তুলনায় বেশি দীর্ঘ

উত্তর :- সৌরদিবস,নক্ষত্র দিবসের  তুলনায় বেশি দীর্ঘ


7) নাহারকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

a) মহারাষ্ট্র

b) বিহার

c) আসাম 

d) ঝাড়খন্ড

উত্তর :- আসাম


8) গৌচ কোন সম্প্রদায়ের অন্তর্গত?

a) কৃষিজীবি 

b) ব্যবসায়ী

c) যাযাবর পশুপালক 

d) মৎস্যজীবি

উত্তর :- যাযাবর পশুপালক


9) একটি লাভা গঠিত মালভূমি নাম কী?

a) দাক্ষিণাত্য 

b) তিব্বত

c) ইরান

d) বলিভিয়া

উত্তর :- দাক্ষিণাত্য


10) তু- ত্বক মোট কয়টি শিলাপাতের উপর প্রতিষ্ঠিত?

a) 6

b) 7

c) 8

d) 9

উত্তর :- 6


11) আমাজন অববাহিকায় ‘কালো সোনা’ কাকে বলা হয়?

a) রাবারকে

b) কয়লাকে

c) কফিকে

d) পেট্রোলিয়ামকে

উত্তর :- রাবারকে


12) কোনটি অচিরাচরিত কিন্তু পুনঃবিশক্তি?

a) জলশক্তি

b) অপশক্তি

c) বায়ুশক্তি

d) কোনোটিই নয়

উত্তর :- জলশক্তি


13) ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে আছে?

a) ভারত -পাকিস্তান 

b) ভারত -আফগানিস্তান 

c) পাকিস্তান- আফগানিস্তান 

d) ভারত – চিন

উত্তর :- পাকিস্তান- আফগানিস্তান


14) মায়ানমারের রাজধানীর নাম কী?

a) ঢাকা

b) বার্মা

c) মান্দালয়

d) রেঙ্গুন

উত্তর :- রেঙ্গুন


15) ‘তাল’ শব্দের অর্থ কী?

a) হ্রদ 

b) জলাশয়

c) নদী

d) উপহ্রদ

উত্তর :- হ্রদ


16) বাংলাদেশের প্রধান শিল্প কোনটি?

a) চা

b) পাট

c) হলুদ

d) কার্পাস

উত্তর :- পাট


17) পাকিস্তানের প্রধান নদী কোনটি?

a) শতদ্রু 

b) বিপাশা 

c) চিত্রাল

d) সিন্ধু

উত্তর :- সিন্ধু


18) সমুদ্রের গভীরতা কী দিয়ে মাপা হয়?

a) হাইগ্রোমিটার

b) ফ্যাদোমিটার

c) হাইড্রোমিটার

d) হাইড্রোফেন

উত্তর :- ফ্যাদোমিটার


19) পৃথিবীর উচ্চতম গিরিপথের নাম কী?

a) কাঞ্চনজঙ্ঘা

b) মাকালু 

c) কারাকোরাম 

d) বানিহাল

উত্তর :- কারাকোরাম


20) আপেলের রাজ্য কাকে বলা হয়?

a) হিমাচল প্রদেশ

b) রাজস্থান

c) জম্মু ও কাশ্মীর

d) অরুণাচল প্রদেশ

উত্তর :- হিমাচল প্রদেশ


21) ভারতের একটি পূর্ববর্তী নদীর নাম কী?

a) গোদাবরী নদী

b) গঙ্গা নদী

c) কৃষ্ণা নদী

d) মহানদী

উত্তর :- গঙ্গা নদী


22) দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়?

a) কৃষ্ণা 

b) ভাইগাই 

c) গোদাবরী 

d) মহানদী

উত্তর :- গোদাবরী


23) লোকতাক হ্রদ কোথায় অবস্থিত?

a) মেঘালয় 

b) মণিপুর 

c) ত্রিপুরা 

d) আসাম

উত্তর :- মণিপুর


24) মালনাদ শব্দের অর্থ কী?

a) হিমালয়ের দেশ

b) পাহাড়ীদেশ

c) নদীর দেশ

d) বালির দেশ

উত্তর :- পাহাড়ীদেশ


25) হিমাচল হিমালয়ে কোন গিরিপথ অবস্থিত?

a) জোজিলা

b) রোটাং 

c) নাথুলা

d) রংজুলা

উত্তর :- রোটাং


26) ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী?

a) লাডাক মালভূমি

b) পামীর মালভূমি

c) ছোটনাগপুর মালভূমি

d) উপদ্বীপীয় মালভূমি

উত্তর :- লাডাক মালভূমি


27) মায়ানমারের প্রধান নদী কোনটি?

a) ইরাবতী 

b) মেনান 

c) মেকং 

d) ইরাওয়াদি

উত্তর :- ইরাবতী


28) রঙ্গিত কোন নদীর প্রধান উপনদী?

a) তোর্সা 

b) মহানন্দা

c) তিস্তা 

d) জলঢাকা

উত্তর :- তিস্তা


29) কোন গ্রহের আয়তন পৃথিবীর আয়তনের প্রায় অর্ধেক?

a) শুক্র

b) শনি 

c) মঙ্গল 

d) নেপচুন

উত্তর :- মঙ্গল


30) পাঁচমারি কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ?

a) মৈকাল 

b) মহাদেব 

c) বিন্ধ্য 

d) আরবল্লি

উত্তর :- মহাদেব

---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment