---Advertisement---

HISTORY Previous Year Questions for WBPSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 1 l WBPSC Clerkship, PSC Misc এবং WBCS প্রিলি পার্ট 1 এর জন্য আগের বছরের প্রশ্ন

By Siksakul

Updated on:

HISTORY Previous Year Questions for WBPSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 1 l WBPSC Clerkship, PSC Misc এবং WBCS প্রিলি পার্ট 1 এর জন্য আগের বছরের প্রশ্ন
---Advertisement---

HISTORY Previous Year Questions for WBPSC Clerkship: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর পরীক্ষাগুলি, যেমন Clerkship, PSC Misc এবং WBCS প্রিলিমিনারি, কর্মসংস্থানের জন্য আকাঙ্ক্ষীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এই পরীক্ষাগুলি উত্তীর্ণ হওয়ার জন্য সঠিক প্রস্তুতি ও পরিকল্পনা অপরিহার্য। প্রার্থী হিসেবে সফল হওয়ার এক গুরুত্বপূর্ণ কৌশল হলো আগের বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করা।

কেন আগের বছরের প্রশ্নপত্র?

  1. পরীক্ষার ধরন বোঝা: প্রশ্নপত্রের কাঠামো, প্রশ্নের ধরণ এবং সিলেবাসের কোন অংশ বেশি গুরুত্ব পায় তা জানা যায়।
  2. গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা: বিভিন্ন বিষয় থেকে কত শতাংশ প্রশ্ন আসে, তা সহজেই বিশ্লেষণ করা যায়।
  3. সময় ব্যবস্থাপনা: আগের প্রশ্নপত্র সমাধান করলে পরীক্ষার সময় ব্যবস্থাপনা কৌশল শেখা যায়।
  4. স্বাভাবিক ভুল সংশোধন: নিজেকে যাচাই করে নিজের দুর্বলতা ও শক্তি চিহ্নিত করা সম্ভব।

এই ব্লগের প্রথম অংশে, WBPSC Clerkship, PSC Misc এবং WBCS প্রিলিমিনারির জন্য আগের বছরের প্রশ্নপত্রের গুরুত্ব ও বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হবে। এটি আপনাকে কিভাবে সফল প্রস্তুতির রূপরেখা তৈরি করতে সাহায্য করবে, তা নিয়েও আলোচনা থাকবে।

তাহলে প্রস্তুত হন! আগের বছরের প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষার সেরা প্রস্তুতির যাত্রা শুরু করুন।

HISTORY Previous Year Questions for WBPSC Clerkship

 1) কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন?(W.B.C.S preli20)

Ans: দেবেন্দ্রনাথ ঠাকুর

2) অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?(W.B.C.S preli20)

Ans: শিশির কুমার ঘোষ

3) কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়?(W.B.C.S preli20)

Ans: ১৮১৭ খ্রিস্টাব্দ

4) বারদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?(W.B.C.S preli20)

Ans: বল্লভভাই প্যাটেল

5) কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয়?(W.B.C.S preli20)

Ans: লর্ড ডালহৌসি

6) কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়?(W.B.C.S preli20)

Ans: চার্টার অ্যাক্ট

7) ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?(W.B.C.S preli 20)

Ans: সুভাষচন্দ্র বসু

৪) সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?(W.B.C.S preli 20)

Ans: লর্ড বেন্টিঙ্ক

9) শ্রীরঙ্গপত্তমে’ স্বাধীনতার বৃক্ষ’স্থাপন করেছিলেন কে?(W.B.C.S preli 20)

Ans: টিপু সুলতান

10) ‘মহারানীর ঘোষণাপত্রের’ তারিখ কি ছিল?(W.B.C.S preli 20)

Ans: 1 লা নভেম্বর ১৮৫৮

11) মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায়’ জাবতি’বলতে কী বোঝায়?(W.B.C.S preli 20)

Ans: প্রতিক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ

12) কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন? (W.B.C.S preli 20)

Ans: ধন্দো কেশব কার্ডে

13) জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? (W.B.C.S preli 20)

Ans: ডক্টর জাকির হুসেন

14) লবণ সত্যাগ্রহ কোন সালে হয় ? (W.B.C.S preli 20)

Ans: ১৯৩০

15) ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে?(W.B.C.S preli 20)

Ans: ১৯৪৬

16) আলাউদ্দিন খিলজী-র দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ ছিলেন কে?

(W.B.C.S preli 20)

Ans: মালিক কাফুর

17) কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?(W.B.C.S preli 20)

Ans: ২৬ শে জানুয়ারি ১৯৩০ খ্রিস্টাব্দে

18) ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কাকে অভিহিত করা হয়?(W.B.C.S preli 20)

Ans: এ. ও. হিউম

19) আকবর’ ইবাদতখান’ করেন কোন সালে?(W.B.C.S preli 20)

Ans: ১৫৭৫ খ্রিস্টাব্দে

20) গদর দলের নেতা কে ছিলেন?(W.B.C.S preli 18)

Ans: লালা হর

21) কোন গ্রন্থ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?(W.B.C.S preli 18)

Ans: নীলদর্পণ

22) কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গোয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে?

Ans: মগধ

23) নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থল গুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়?

(W.B.C.S preli 18)Ans: বাওয়ালি

24) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?(W.B.C.S preli 18)

Ans: বদ্রুদ্দীন তৈয়াবজী

25) কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?(W.B.C.S preli 18)

Ans: ফজলুল হক

26)”বুদ্ধচরিত” গ্রন্থটির রচয়িতা কে?(W.B.C.S preli 18)

Ans: অশ্বঘোষ

27) ভারতের প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন?(W.B.C.S Preli ’20)

Ans: জে.এ. হিকি

28) ভূমিস্বত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টা-র প্রচলন করেন কে?(W.B.C.S Preli ’20)

Ans: শেরশাহ

29) বিরজীস কে ছিলেন?(W.B.C.S Preli ’20)

Ans: অযোধ্যার নবাব

30) ১৯৩২ সালে ‘অল ইন্ডিয়া হরিজন সমাজ’ প্রতিষ্ঠা করেছিলেন কে?(W.B.C.S Preli ’20)

Ans: এম কে গান্ধী

31) গদর পাটি প্রতিষ্ঠা করেছিলেন কে?(W.B.C.S Preli ’20)

Ans: লালা হারদয়াল

32) অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?(W.B.C.S Preli ’20)

Ans: সিঙ্গাপুরে

33) ১৯২০ সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিন কোন নেতার মৃত্যু হয়?

(W.B.C.S Preli ’19)

Ans: বাল গঙ্গাধর তিলক

34) ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বার ‘বন্দেমাতরম’ গানটি গাওয়া হয়?(W.B.C.S Preli ’19)

Ans: ১৮৯৬

35) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহতি পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল?

(W.B.C.S Preli ’19)

Ans: Rowlatt আইন প্রণয়ন

36) বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাস হয়?(W.B.C.S Preli ’19)

Ans: লাহোর

37) আই. এন.এ.-র বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল?

(W.B.C.S Preli ’19)

Ans: ১৯৪৫ সালে

38) কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ‘ভারত ছাড়’ আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহন করেন?(W.B.C.S Preli ’19)

Ans: ওয়ার্ধা

39) কোন আইনকে ‘Black-Bill’ বলা হত?(W.B.C.S. Preli’19)

Ans: রাওলাট অ্যাক্ট কে

40) “নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ।”- এই মন্তব্যটি কে করেছিলেন?(W.B.C.S. Preli’19)

Ans: স্যার মোহাম্মদ ইকবাল

41) কারা বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়?(W.B.C.S. Preli’19)

Ans: আলি ভাইয়েরা

42) মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি?(W.B.C.S. Preli’18)

Ans: খুররম

43) নব্যপ্রস্তর যুগে (Neolithic age) ভারতে কোন ধাতুর (metal) ব্যবহার প্রচলিত ছিল?

(WBP Lady Constable ’18)

Ans: লোহা

44) বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল? (WBP Lady Constable ’18)Ans: ১৮৫৬

45) ‘আজাদ হিন্দ ফৌজ’ কোন সালে গঠিত হয়? (WBP Lady Constable ’18)

Ans: ১৯৪৩

46) মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন?(WBP Lady Constable ’18)

Ans: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

47) কে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে পরিচিত ছিলেন?(WBP Lady Constable ’18)

Ans: ফ্লোরেন্স নাইটিঙ্গেল

48) আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল?

(WBP Lady Constable ’18)

Ans: নন্দবংশ

49) জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন?

(WBP Lady Constable ’18)

Ans: জেনারেল ডায়ার

50) মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় ৩০ শে জানুয়ারি কত সালে?(PSC Clerkship ’20)

Ans: ১৯৪৮ সালে

51) নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়?(PSC Clerkship ’20)

Ans: মোজাফ্ফরপুর

52) নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়?(PSC Clerkship ’20)

Ans: স্কটল্যান্ড

53) মহাত্মা গান্ধী তাঁর অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়?

(PSC Clerkship ’20)

Ans: দক্ষিণ আফ্রিকায়

54) গৌতম বুদ্ধের জন্মস্থান হল-(PSC Clerkship ’20)

Ans : লুম্বিনি

55) পলাশীর যুদ্ধ হয়েছিল কত সালে?(PSC Clerkship ’20)

Ans: ১৭৫৭ সালে

56) মেগাস্থিনিস রচিত ‘ইন্ডিকা’ গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়?

(WBP Constable Main’20)

Ans: মৌর্য

57) পাল বংশের প্রতিষ্ঠাতা কে?(WBP Constable Main’20)

Ans: গোপাল

58) বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল?(PSC Misc 20)

Ans: হাম্পি

59) ঋকবেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে?(PSC Misc 20)

Ans: দশ রাজার

60) কোন মুঘল বাদশার সমাধি আধুনিক পাকিস্তানের অবস্থিত?(PSC Misc 20)

Ans: জাহাঙ্গীর

61)1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক?

(Combined Defence Service ‘2021)

Ans: কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয়

62) দিল্লির প্রাচীন নাম কি ছিল?(WBP Comstable ’18)

Ans: ইন্দ্রপ্রস্থ

63) ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন?(WBP Comstable ’18)

Ans: সূর্য সেন

64) নিম্নের কে ১৯২২ খ্রিস্টাব্দে ভিল সেবা মন্ডল প্রতিষ্ঠা করেন?

(Combined Defence Service 2021)

Ans: অমৃতলাল ভিঠলদাস ঠক্কর

65) নিম্নের কে ভারতে বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রবর্তনের জন্য 

রাজকীয় আইনসভা পরিষদের একটি বিল উত্থাপন করেছিলেন?

(Combined Defence Service 2021)

Ans: গোপালকৃষ্ণ গোখলে

66) ১৮৪৩ খ্রিস্টাব্দে ভারতের দাসত্ব আইন সম্পর্কেনিচের কোন বিবৃতিটি সঠিক?

(Combined Defence Service 2021)

Ans: দাসদের ওপর প্রভুদের দাবি আদায়ের জন্য আদালতের ব্যবহার অস্বীকার করেছিল

67) পাল বংশ কোথায় রাজত্ব করেছিল?(WBP Constable ’18)

Ans: বিহার

68) অজন্তা গুহাচিত্র গুলি কোন সময়কার?(WBP Constable ’18)

Ans: গুপ্ত বংশ

69) কে ১৯০৫ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন?(WBP Constable ’18)

Ans: পুলিন বাহিরী দাস

70) সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? (WBP Constable ’18)

Ans: গুজরাট

HISTORY Previous Year Questions for WBPSC Clerkship History Previous Year Questions WBPSC PSC Misc PSC Misc & WBCS Preli Part 1 PSC Misc & WBCS Preli Part 1 l WBPSC Clerkship PSC Misc History Previous Papers PSC Misc ইতিহাস আগের প্রশ্ন PSC Misc ইতিহাস প্রশ্নপত্র PSC Misc এবং WBCS প্রিলি পার্ট 1 এর জন্য আগের বছরের প্রশ্ন WBCS Prelims History PYQs WBCS Prelims History Question Papers WBCS প্রিলি ইতিহাস প্রশ্ন WBCS প্রিলি ইতিহাস প্রশ্নব্যাংক WBCS প্রিলি পার্ট 1 WBPSC Clerkship History Questions WBPSC Clerkship Part 1 Questions History WBPSC Clerkship ইতিহাস প্রশ্ন WBPSC Clerkship ইতিহাস প্রস্তুতি WBPSC History MCQ Questions WBPSC History Question Bank WBPSC PSC Misc Exam History Preparation WBPSC আগের বছরের ইতিহাস প্রশ্ন WBPSC ইতিহাস MCQ প্রশ্ন WBPSC পরীক্ষা ইতিহাস প্রশ্ন West Bengal PSC History Previous Papers আগের বছরের প্রশ্নপত্র আগের বছরের প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষার সেরা প্রস্তুতি পশ্চিমবঙ্গ পিএসসি ইতিহাস প্রশ্নপত্র
---Advertisement---

Related Post

VNSGU Recruitment 2025: Apply Online for 194 Temporary Assistant Professor & Teaching Assistant Posts

VNSGU Recruitment 2025: Veer Narmad South Gujarat University (VNSGU) is inviting applications for 194 Temporary Assistant Professor (TAP) and Temporary Teaching Assistant positions in various departments for the ...

MPPSC Recruitment 2025 Notification Out for 2117 Assistant Professors and Other Post

The Madhya Pradesh Public Service Commission (MPPSC) has officially announced the recruitment of Assistant Professors and Sports Officers for 2025. Eligible candidates who are interested in these positions ...

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

Leave a Comment