---Advertisement---

Some Important Geographical Terminology for Competitive Exam l প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ ভৌগলিক পরিভাষা

By Siksakul

Published on:

---Advertisement---

Some Important Geographical Terminology for Competitive Exam: ভৌগলিক পরিভাষা প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত, এই বিষয়টি জ্ঞান এবং বিশ্লেষণী দক্ষতা যাচাই করার জন্য পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়। ভৌগলিক পরিভাষা শুধু প্রাকৃতিক বৈশিষ্ট্য বা ভূ-প্রকৃতির ধারণা দেয় না, এটি আমাদের পরিবেশ, সম্পদ এবং মানব কার্যকলাপের মধ্যে সম্পর্কও বুঝতে সাহায্য করে।

এই ব্লগে, আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ ভৌগলিক পরিভাষা (Important Geographical Terminology) নিয়ে আলোচনা করব। সঠিক তথ্য ও সহজ উপস্থাপনা আপনাকে পরীক্ষায় এই বিষয় নিয়ে আত্মবিশ্বাসী করে তুলবে।

Some Important Geographical Terminology for Competitive Exam l প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ ভৌগলিক পরিভাষা

  1. ল্যাপিলি :- অগ্ন্যুৎপাতের সময় নির্গত অতি সছিদ্র ও ছোটছোট শিলা খন্ড l
  2. ঘিবলি :-লিবিয়ার উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ l
  3. সিরোক্ক :-ভূমধ্যসাগরীয় উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ l
  4. হার্মাট্টান :-পশ্চিম আফ্রিকার উষ্ণ ও শুষ্ক ধূলিপূর্ণ বায়ুপ্রবাহ l
  5. উইলিউইলি :- অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম দিকে দঃ ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় l
  6. লু :- ভারতের মরু অঞ্চলের বায়ু প্রবাহ l
  7. আঁধি :- বিহার,উত্তরপ্রদেশে গ্রীষ্মকালে প্রবাহিত ঘূর্ণিঝড় l
  8. আশ্বিনের ঝড় :- দঃপশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কালে বঙ্গোপসাগরের উষ্ণ ও আর্দ্র বায়ুর মিলনের ফলে পশ্চিমবঙ্গে সৃষ্ট ঘূর্ণাবর্ত l
  9. বরদই ছিলা :- অসমে প্রবাহিত গ্রীষ্মকালীন স্থানীয় ঘূর্ণিঝড় l
  10. আম্ব্র বৃষ্টি :- দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে প্রবাহিত ধূলিঝড়ের দ্বারা আমের ফলন নষ্টকারী বৃষ্টি l
  11. পম্পেরো :- বসন্তকালে দঃ আমেরিকার আন্দিজ পর্বতের পাদদেশ থেকে আর্জেন্টিনার পম্পাস তৃণভূমির দিকে প্রবাহিত একপ্রকার উষ্ণ বায়ুপ্রবাহ l
  12. সাইমুম :- উত্তর আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত বসন্তকালের বালুকাপূর্ণ শ্বাসরোধ কারী শুষ্ক বায়ু l
  13. বার্গ :- দঃ আফ্রিকার কালাহারী মরুভূমির উষ্ণ বায়ু l
  14. টাকু :- উঃ আমেরিকা মহাদেশের উঃ-পশ্চিমে অবস্থিত আলাস্কা উপদ্বীপের ওপর দিয়ে প্রবাহিত শীতল বায়ু l
  15. সান্তাআনা :- ক্যালিফোর্নিয়া তে প্রবাহিত বায়ু l
  16. কারাবুরান :-মধ্য এশিয়ার তুরান অববাহিকার স্থানীয় বায়ু l
  17. ব্লিজার্ড :- আন্টার্কটিকার তুষারঝড় l
  1. শ্লিট :-ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে উষ্ণ ও শীতল মেঘ উপর নীচে অবস্থান করলে উষ্ণ মেঘে সংঘটিত বৃষ্টিপাত শীতল মেঘের মধ্যদিয়ে ভূপৃষ্ঠে আসার সময় জমাট বেঁধে নকুল দানার মতো সৃষ্ট বরফ খণ্ড l
  2. হেল :- শীতল বায়ু প্রাচীরের সঞ্চারের সময় স্তূপনীরদ মেঘ থেকে উত্পন্ন বরফ খণ্ডের সম্ভার l
  3. ঘূর্ণবাতের চক্ষু :- শক্তিশালী ঘূর্ণ বাৎ কেন্দ্রের গতিহীন ,শুষ্ক -প্রায় মেঘ শূন্য অবস্থায় বিরাজমান অংশ l
  4. বায়ু প্রাচীর সংঘটন (Frontogenesis):- যে প্রকৃয়ায় দুই ভিন্ন ধর্মী দুটি বায়ু পুঞ্জ একে অপরের দিকে অগ্রসর হতে হতে একটি নির্দিষ্ট সীমান্তের সৃষ্টি করে l
  5. বায়ু প্রাচীর বিলীন (Frontolysis):- যে প্রকৃয়ায় বায়ু প্রাচীর দ্বারা পৃথকীকৃত সমধর্মী দুই বায়ু পুঞ্জ তাদের মধ্যবর্তী তাপ-আর্দ্রতায় সমতা প্রাপ্ত হয়ে বায়ু প্রাচীরের বিলুপ্তি ঘটায় l
  6. বায়ুপুঞ্জের উৎস অঞ্চল :- যেসকল অঞ্চল থেকে বায়ুপুঞ্জে একইরকম তাপমাত্রা ও সম আর্দ্রতা সঞ্চারিত হয় l
  7. বিপদ রেখা (Squal Line):- মধ্য অক্ষাংশে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রবাহ পথের ডানদিকে যে রেখা বরাবর ক্ষনস্থায়ী দমকা ঝড় সৃষ্টি কারী বজ্র ঝঞ্ঝা কক্ষের সৃষ্টি হয় l
  8. জলবায়ু গত বিপর্যয় :- যে সমস্ত প্রাকৃতিক ঘটনা পরিবেশ ও মানুষ তথা জীবজগৎ কে আকস্মিক ভাবে প্রভাবিত করে l
  9. এল – নিনো :- প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে শীতল কুমেরু স্রোতের শাখা ও মেরু স্রোতের প্রভাবে সৃষ্ট দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের অনিয়মিত ,অস্থির ও অনির্দিষ্ট প্রকৃতির ব্যতিক্রমী উষ্ণ স্রোত l
  10. টর্নেডো :- স্বল্প পরিসরে অত্যাধিক বায়ু চাপের পার্থক্যের জন্য ভূপৃষ্ঠে সৃষ্ট অতি ক্ষুদ্র আবর্তনশীল বিধ্বংসী বায়ুপ্রবাহ l
  11. মেরু বায়ু :- সুমেরু ও কুমেরু উচ্চ চাপ অঞ্চল থেকে মেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ অঞ্চল অভিমুখে প্রবাহিত নিয়ত বায়ু l
  12. পশ্চিমা বায়ু :- দুই ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে দুই মেরু বৃত্ত প্রদেশিয় নিম্নচাপ বলয় অভিমুখে সারাবছর ধরে নিয়মিতভাবে প্রবাহিত নিয়ত বায়ু
  13. MonEx (Monsoon Expreriment):- বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের অধীনে মৌসুমী বায়ুর উত্পত্তি ও কার্যকলাপের গবেষণা সমন্ধীয় বিশেষ কর্মসূচী
---Advertisement---

Related Post

CCRAS Recruitment 2025 Notification: Apply for 388 Group A, B & C Vacancies Including MTS & LDC

CCRAS Recruitment 2025 Notification: The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has issued a short notification regarding 388 vacancies across Group A, B, and C posts. ...

WB SLST English 2025 Preparation: 45 Important One-Sentence Question Answers on The Lotus Eaters by Somerset Maugham

WB SLST English 2025 preparation: Preparing for the 2nd WB SLST English Exam 2025? Struggling to cover every story in your syllabus? Don’t worry! We’ve compiled 45 One-Sentence ...

WB SLST English 2025 l 50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates

50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates: If you’re preparing for WB SLST English 2025 (IX-X), mastering the short story “The Ox” by H.E. Bates is ...

🥭 List of Scientific Names of Important Fruits 2025 l গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নাম

আপনি কি জানেন যে প্রতিদিন আমরা যে ফলগুলি খাই, সেগুলিরও নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম বা Scientific Name রয়েছে? শিক্ষার্থীদের মাধ্যমিক জীববিজ্ঞান (Madhyamik Biology), প্রতিযোগিতামূলক পরীক্ষা (SSC, UPSC, WBCS, Railway, NTPC) এবং সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নামের তালিকা ২০২৫ (List of Scientific Names of Important Fruits 2025)।

Leave a Comment