ভূগোলের জ্ঞান যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র আমাদের পরিবেশ এবং পৃথিবীর গঠন সম্পর্কে জ্ঞান বাড়ায় না, বরং পরীক্ষার প্রস্তুতিতেও বড় ভূমিকা পালন করে। এই ব্লগে, আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি “Geography question & Answer Part 11 l সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোলের প্রশ্ন ও উত্তর পর্ব ১১”, যেখানে ৩০টি গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত রয়েছে। এই সেটটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, যা আপনাকে যেকোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিতে সহায়তা করবে। প্রতিটি প্রশ্নের উত্তরসহ বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যা আপনাকে বিষয়টি আরও ভালভাবে বোঝাতে সহায়ক হবে। প্রস্তুতি শুরু করার জন্য এই সেটটি অবশ্যই কাজে লাগান।
Important Geography question & Answer Part 11 For All Competitive Exam l ভূগোল প্রশ্নোত্তর পর্ব – ১১
1) ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল?
a) সংস্কৃতি
b) ভাষা
c) স্থান
d) দিক
উত্তর :- ভাষা
2) আয়তনের দিক থেকে কোন দেশ প্রথম স্থানে অবস্থিত?
a) রাশিয়া
b) কানাডা
c) চীন
d) ভারত
উত্তর :- রাশিয়া
3) ইংরেজি ‘জিওসিনক্লাইন’ শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
a) গিরিখাত
b) মহীখাত
c) মহীসোপান
d) কোনওটাই নয়
উত্তর :- মহীখাত
4) ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি কোন অঞ্চলের বৈশিষ্ট্য?
a) নর্মদা উপত্যকা
b) গোদাবরী উপত্যকা
c) চম্বল উপত্যকা
d) কাবেরী উপত্যকা
উত্তর :- চম্বল উপত্যকা
5) জোকোবাবাদ কোথায় অবস্থিত?
a) পশ্চিম পাকিস্তানে
b) পূর্ব পাকিস্তানে
c) উত্তর পাকিস্তানে
d) দক্ষিণ পাকিস্তানে
উত্তর :- পশ্চিম পাকিস্তানে
6) টাটা আয়রন ও স্টিল কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?
a) 1906 সালে
b) 1908 সালে
c) 1910 সালে
d) 1911 সালে
উত্তর :- 1911 সালে
7) সমভূমির শ্রেণীবিভাগ অনুযায়ী গাঙ্গেয় সমভূমিকে কী বলা হয়?
a) ভূ -আলোড়নজনিত সমভূমি
b) উপকূলীয় সমভূমি
c) ক্ষয়জাত সমভূমি
d) সঞ্চয়জাত সমভূমি
উত্তর :- ভূ -আলোড়নজনিত সমভূমি
8) আনাকোন্ডা সাপ কোথায় দেখা যায়?
a) নীল নদের অববাহিকা
b) আটাকামা মরুভূমিতে
c) প্যাটাগোনিয়া মরুভূমিতে
d) আমাজন অববাহিকায়
উত্তর :- আমাজন অববাহিকায়
9) শীতকালে উত্তর -পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে কোন রাজ্যে বৃষ্টিপাত হয়?
a) উত্তরপ্রদেশ
b) মধ্যপ্রদেশ
c) বিহার
d) তামিলনাড়ু
উত্তর :- তামিলনাড়ু
10) পৃথিবীর কক্ষপথের পরিধি কত?
a) ৯০ কোটি কিমি
b) ৯২ কোটি কিমি
c) ৯৬ কোটি কিমি
d) ৯৮ কোটি কিমি
উত্তর :- ৯৬ কোটি কিমি
11) ধুঁয়াধার জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত?
a) কাবেরী
b) সুবর্ণরেখা
c) নর্মদা
d) সারাবতী
উত্তর :- নর্মদা
12) ইউরোপ ও আফ্রিকাকে কোন প্রণালী বিভক্ত করেছে?
a) হাডসন প্রণালী
b) জিব্রাল্টার প্রণালী
c) ম্যাজেলান প্রণালী
d) মালাক্কা প্রণালী
উত্তর :- জিব্রাল্টার প্রণালী
13) ভারতের কোন রাজ্যে স্পঞ্জ আয়রণের কারখানা সবচেয়ে বেশি?
a) ঝাড়খন্ড
b) ছত্রিশগড়
c) অন্ধ্রপ্রদেশ
d) গোয়া
উত্তর :- অন্ধ্রপ্রদেশ
14) ‘আকসাই চীন’ কী?
a) হিমবাহ
b) গিরিপথ
c) উচ্চ মালভূমি
d) পর্বতমালা
উত্তর :- উচ্চ মালভূমি
15) ‘হেলমন্দ’ কোন দেশের দীর্ঘতম নদী?
a) পাকিস্তান
b) নেপাল
c) মায়ানমার
d) আফগানিস্তান
উত্তর :- আফগানিস্তান
16) কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন একটি-
a) জলবিভাজিকা
b) প্লাবনভূমি
c) গিরিখাত
d) স্বাভাবিক বাঁধ
উত্তর :- গিরিখাত
17) পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হীরা কোথায় পাওয়া যায়?
a) দ: আমেরিকা
b) এশিয়া
c) আফ্রিকা
d) অস্ট্রেলিয়া
উত্তর :- আফ্রিকা
18) ডুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে?
a) ভারত ও পাকিস্তান
b) ভারত ও আফগানিস্তান
c) ভারত ও চীন
d) চীন ও রাশিয়া
উত্তর :- ভারত ও পাকিস্তান
19) খনিজ তেল উৎপাদনে দক্ষিণ আমেরিকার স্থান কত?
a) প্রথম
b) তৃতীয়
c) চতুর্থ
d) পঞ্চম
উত্তর :- পঞ্চম
20) বিশ্বের দক্ষিণতম শহর কোনটি?
a) পুন্টা এরেনাস
b) কন্যাকুমারিকা
c) পিকভেলিয়ান পয়েন্ট
d) বাবএল মান্দাব
উত্তর :- পুন্টা এরেনাস
21) ‘কোটা’ কোন নদীর তীরে অবস্থিত?
a) লুনি
b) চম্বল
c) বেতয়া
d) কেন
উত্তর :- চম্বল
22) ‘খাস’ উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়?
a) গারো
b) মিজোরাম
c) উত্তরাখণ্ড
d) মেঘালয়
উত্তর :- উত্তরাখণ্ড
23) পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির মধ্যে ভারতের কত শতাংশ আছে?
a) 12.53
b) 14.53
c) 16.53
d) 17.53
উত্তর :- 12.53
24) ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত?
a) ৬৫৪ কিমি.
b) ৫৪৬ কিমি.
c) ৫৬৪ কিমি.
d) ৪৫৬ কিমি.
উত্তর :- ৫৬৪ কিমি.
25) জীবাশ্ম দেখা যায় কোন শিলায়?
a) আগ্নেয়শিলা
b) রূপান্তরিত শিলা
c) পাললিক শিলা
d) কোনোটাই নয়
উত্তর :- পাললিক শিলা
26) কয়নার ভূমিকম্প কবে ঘটেছিল?
a) ১৯৬৭ সালে
b) ১৯৬৬ সালে
c) ১৯৬৫ সালে
d) ১৯৬৪ সালে
উত্তর :- ১৯৬৭ সালে
27) প্রতিপাদ স্থানের সময়ের ব্যবধান কত ঘন্টা?
a) ১০ ঘন্টা
b) ১২ ঘন্টা
c) ২০ ঘন্টা
d) ২৪ ঘন্টা
উত্তর :- ১২ ঘন্টা
28) ভুটানের প্রধান ভাষা কী?
a) বাংলা
b) হিন্দি
c) জাঙঘা
d) উর্দু
উত্তর :- জাঙঘা
29) সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?
a) পরিচালন
b) পরিবহন
c) বিকিরণ
d) প্রতিসরণ
উত্তর :- পরিচালন
30) ‘সুদূর প্রাচ্যের ভাতের থালা’ বলা হয় কোন দেশকে?
a) জাপান
b) দক্ষিণ কোরিয়া
c) মায়ানমার
d) চিন
উত্তর :- মায়ানমার
Click here to download PDF