---Advertisement---

Important GK for All Competitive Exams 2025 l সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে

By Siksakul

Published on:

Important GK for All Competitive Exams 2025 l সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে
---Advertisement---

Important GK for All Competitive Exams 2025: সাধারণ জ্ঞান প্রতিযোগিতামূলক পরীক্ষার এক গুরুত্বপূর্ণ দিক যা সাফল্যের জন্য অপরিহার্য। পরীক্ষাগুলিতে ভালো ফলাফল করার জন্য শুধু বিষয়ভিত্তিক পড়াশোনা নয়, বরং জিকে বা সাধারণ জ্ঞানের উপর দৃঢ় দখল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ব্লগে আমরা আলোচনা করব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন এবং টপিক। সরকারি চাকরি, ব্যাঙ্কিং, রেলওয়ে, SSC, UPSC, এবং অন্যান্য পরীক্ষার জন্য উপযোগী তথ্য এখানে সহজ ভাষায় উপস্থাপন করা হবে। আপনার প্রস্তুতিকে আরও ফলপ্রসূ করতে চলুন জেনে নিই গুরুত্বপূর্ণ জিকে টপিক এবং কৌশল যা আপনাকে প্রতিযোগিতার এক ধাপ এগিয়ে রাখবে।

Important GK for All Competitive Exams 2025

এখনই পড়া শুরু করুন এবং নিশ্চিত করুন আপনার সাফল্যের পথ আরও মসৃণ!

১. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পান্ডে
২. সলবাইয়ের সন্ধি কত সালে হয়? ১৭৮২ সালে
৩. জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? ডাফরিন
৪. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? অশ্বত্থ
৫. কবিরের ভক্তিমূলক গান কে কি বলে? দোঁহা
৬. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? মর্লেমিন্টো
৭. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল? ফার্সি
৮. অতীশ দীপঙ্কর কে ছিলেন? বৌদ্ধ পণ্ডিত
৯. জামা মসজিদ কে নির্মান করেন? শাহজাহান
১০. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র
১১. মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী? ঔরঙ্গজেব
১২. কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? শিবাজী
১৩. স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? জাহাঙ্গীরের আমলে
১৪. মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি
১৫. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে? হরিহর
১৬. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান
১৭. ভারত সভা কত সালে স্থাপিত হয়? ১৮৭৬ সালে
১৮. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন? অরবিন্দ ঘোষ
১৯. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়
২০. বক্সারের যুদ্ধ কত সালে হয়? ১৭৬৪ সালে
২১. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল
২২. সাইমন কমিশন কত সালে ভারতে আসে? ১৯২৮ সালে
২৩. গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরা
২৪. ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? গান্ধীজি
২৫. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন
২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়? ১৯৪৬ সালে
২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু
২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার
২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু
৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? ১৯৩১ সালে
৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল
৩২. প্রিয়দর্শীকা কে লিখেন? হর্ষবর্ধন
৩৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন
৩৪. কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের
৩৫. মেঘদুত এর রচয়িতা কে? কালিদাস
৩৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? প্রথম নরসিংহ বর্মন
৩৭. গুপ্তাব্দের প্রচলন কবে হয়? ৩২০ সালে
৩৮. কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ
৩৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? শিমুক
৪০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৪১. শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক
৪২. গান্ধার শিল্প কোন যুগের? কুষাণ যুগের
৪৩. পুনা চুক্তি হয় কত সালে? ১৯৩২ সালে
৪৪. মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন
৪৫. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? যতীন দাস
৪৬. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি? দিল্লি চুক্তি
৪৭. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল
৪৮. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? ১৯৩০ সালে
৪৯. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে? ১৯১৭ সালে
৫০. রাওলাট আইন পাস হয় কত সালে? ১৯১৯ সালে
৫১. খোদা সত্যাগ্রহ হয় কত সালে? ১৯১৮ সালে
৫২. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? দক্ষিণ আফ্রিকার নাটালে
৫৩. ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? চম্পারনে
৫৪. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়
৫৫. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? ১৮৭৫ সালে
৫৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? ফারুকশিয়ার
৫৭. পাটলিপুত্র কোথায় অবস্থিত? গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে
৫৮. ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে? ১৭৮৪ সালে
৫৯. বৃহৎকথা কে লেখেন? গুণাঢ্য
৬০. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স
৬১. সগৌলির সন্ধি হয় কত সালে? ১৮১৬ সালে
৬২. কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে
৬৩. বন্দীজীবন কে লেখেন? শচীন সান্যাল
৬৪. হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? ১৮৬৭ সালে
৬৫. ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে? ফাঁড়কে
৬৬. বন্দেমাতরামকি? একটি ইংরেজী দৈনিক
৬৭. অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে? শচীন্দ্রকুমার বসু
৬৮. ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়? ১৮৮৩ সালে
৬৯. ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে? ১৮৬৬ সালে
৭০. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ
৭১. পরিব্রাজক রচনা করেন কে? স্বামী বিবেকানন্দ
৭২. কোল বিদ্রোহ হয় কত সালে? ১৮৩১ সালে
৭৩. খিলাফত আন্দোলন হয় কত সালে? ১৯২০ সালে
৭৪. দুদুমিয়া কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা
৭৫. বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? ১৮৬৪ সালে
৭৬. শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী
৭৭. ব্রহ্মানন্দ উপাধি কে পান? কেশব চন্দ্র
৭৮. ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? কেশব চন্দ্র
৭৯. বিশ্বম্ভর কার নাম ছিল? নিমাই এর
৮০. শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? বৈষ্ণব। 

পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৩

---Advertisement---

Related Post

📍List of Names of Famous Waterfalls in India: A Must-Know Guide for Competitive Exam Aspirants l ভারতের বিভিন্ন বিখ্যাত জলপ্রপাতের নামের তালিকা

List of Names of Famous Waterfalls in India: ভারত বরাবরই প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি দেশ, যার এক বিশেষ আকর্ষণ হল এর নানান রাজ্যে বিস্তৃত বিখ্যাত জলপ্রপাত। এই জলপ্রপাতগুলি ...

IBPS Clerk CRP XV Recruitment 2025: Notification PDF Out, Application Starts August 1

IBPS Clerk Online Form 2025 is out for CRP CSA XV. Apply from August 1 to 21 at ibps.in. Get details on eligibility, age limit, fee, exam pattern ...

NHPC Apprentice Recruitment Notification 2025 Released – Apply Now for ITI, Diploma & Graduate Posts

NHPC Apprentice Recruitment Notification 2025 Released: NHPC Limited, a renowned Navratna Public Sector Enterprise under the Ministry of Power, Government of India, has opened online applications for its one-year Apprenticeship Training Program for 2025. This recruitment drive offers 361 vacancies for Graduate, Diploma, and ITI Apprentices across multiple locations and projects. The program aims to attract talented and dynamic individuals eager to build a career in India's growing power sector.

Indian Navy ITI Apprentice Recruitment 2025: 50 Vacancies Notified at NSRY Sri Vijaya Puram

Indian Navy ITI Apprentice Recruitment 2025: The Naval Ship Repair Yard (NSRY), Sri Vijaya Puram, has released an official notification inviting online applications for its “Technician (Vocational) Apprentice Training Program (IT-02 Batch)” for the 2025–26 training year. A total of 50 ITI-qualified candidates, both male and female, will be selected across 11 different trades. The total number of openings is provisional and subject to change based on final eligibility screening. Full eligibility, trade-wise details, and application steps are given below.

Leave a Comment