---Advertisement---

Railway Group D Free Practice Set In Bengali 01 l রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট – ০১

By Siksakul

Updated on:

Railway Group D Free Practice Set In Bengali 01
---Advertisement---

Railway Group D Free Practice Set In Bengali 01: Railway Group D পরীক্ষায় সফল হতে গেলে নিয়মিত অনুশীলন ও সঠিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা নিয়ে এসেছি Railway Group D Free Practice Set in Bengali – ০১, যা আপনাকে পরীক্ষার জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

এই প্র্যাকটিস সেটে গণিত, রিজনিং, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে, যা সর্বশেষ পরীক্ষার প্যাটার্নের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। বাংলায় অনুশীলন করার সুবিধার ফলে পরীক্ষার্থীরা সহজেই প্রশ্ন বুঝতে ও সমাধান করতে পারবেন

🚆 Railway Group D পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করতে আজই প্র্যাকটিস শুরু করুন! ✅

Railway Group D Free Practice Set In Bengali 01

  1. কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
  • প্যারিস
  • লন্ডন
  • ঢাকা
  • নিউ ইয়র্ক

2. The Light of Asia বইটি কে লিখেছিলেন ?

  • জয়রাম রমেশ
  • মনোজ ত্রিপাঠী
  • চেতন ভগত
  • ভুবন সাহা

3. ভারতের প্রাচীনতম স্টক মার্কেট কোনটি ?

  • বোম্বে স্টক মার্কেট
  • আমেদাবাদ স্টক মার্কেট
  • কলকাতা স্টক মার্কেট
  • হায়দ্রাবাদ স্টক মার্কেট

4. সেলিম আলী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত ?

  • রাজস্থান
  • কেরালা
  • উত্তরাখণ্ড
  • জম্বু ও কাশ্মীর

5. মহাবীর কোথায় দেহত্যাগ করেন ?

  • কুশিনগর
  • লুম্বিনি
  • পাবাপুরী
  • বৈশালী

6. তাৎক্ষনিক শক্তির জন্য একজন অ্যাথলিটকে কি দেওয়া উচিত ?

  • শর্করা
  • প্রোটিন
  • ভিটামিন
  • স্নেহ পদার্থ

7. বুলেট প্রুফ জ্যাকেটে নিম্নের কোনটি ব্যবহৃত হয় ?

  • নাইলন-66
  • টেরিলিন
  • কেভলার
  • লেক্সাস

8. বিভতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর 24 পরগনা
  • দক্ষিণ 24 পরগনা

9. WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

  • প্যারিস
  • ঢাকা
  • জেনেভা
  • ফ্রান্স

10. কোষের শক্তিঘর কোনটিকে বলা হয় ?

লেন্টিসেল

জাইলেম

মাইটোকনড্রিয়া

পত্রমূল

11. নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত ?

নাইট্রাস অক্সাইড

নাইট্রিক অক্সাইড

নাইট্রোজেন

কার্বন ডাই অক্সাইড

12. ইটাই ইটাই রোগের সৃষ্টি হয় কোনটির দূষণের ফলে ?

ক্যাডমিয়াম

জল

ফসফেট

সবকটি

13. নিচের কোন প্রাণীর মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় ?

চিংড়ি

আরশোলা

শামুক

সবকটি

14. Food for work প্রোগ্রাম ভারতে কত সালে সূচনা করা হয়েছিল ?

1976

1975

1978

1977

15. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি ?

অ্যালুমিনিয়াম বাইকার্বনেট

সোডিয়াম বাইকার্বনেট

সোডিয়াম কার্বনেট

অ্যালুমিনিয়াম সালফেট

16. অমর্ত্য সেন অর্থনীতিতে কত সালে নোবেল পান ?

2001

1997

1998

2002

17. নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত ?

মৎস্য উৎপাদন

দুগ্ধ উৎপাদন

তৈলবীজ উৎপাদন

কোনোটিই নয়

18. সম্প্রতি ভারতের কোন মহিলা ক্রিকেটার সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ?

মনিকা প্যাটেল

মিতালী রাজ

হরমনপ্রতি কৌর

প্রিয়া পুনিয়া

19. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগোতে কোন পশুর পরিচয় চিহ্ন রয়েছে ?

সিংহ

বাঘ

প্যান্থার

হাতি

20. বরফে ঢাকা ঘেপান লেক কোন রাজ্যে অবস্থিত ?

সিকিম

হিমাচল প্রদেশ

মেঘালয়

মনিপুর

---Advertisement---

Related Post

Railway NTPC Practice Set 04 in Bengali l রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট ০৪

Railway NTPC Practice Set 04 in Bengali: রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার নির্ধারিত সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজনের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেটটি। বিগত বছরের পরীক্ষাগুলির প্রশ্নপত্র বিশ্লেষণ ...

🚆 RRB NTPC 2025 CBT Practice Set 03 l রেলওয়ে NTPC 2025 CBT প্র্যাকটিস সেট ০৩ l জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা বিষয়ক ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

RRB NTPC 2025 CBT Practice Set 03: আপনি কি রেলওয়ে NTPC 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার প্রস্তুতিকে আরও জোরদার করতে আমরা নিয়ে এসেছি RRB NTPC 2025 CBT ...

🇮🇳 Indian Constitution MCQ in Bengali Part 07 l ভারতীয় সংবিধান MCQ পর্ব ০৭

Indian Constitution MCQ in Bengali Part 07: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান MCQ প্রশ্নোত্তর পর্ব ০৭। যেটিতে গুরুত্বপূর্ণ ৫০টি ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি ...

🇮🇳 Indian Constitution Question and Answer Part 6 | All Important MCQsl 🇮🇳 ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব ৬ | সকল গুরুত্বপূর্ণ MCQ

Indian Constitution Question and Answer Part 6: ভারতের সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর — যা WBCS, SSC, RRB, PSC, এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। তাহলে আর ...

Leave a Comment