---Advertisement---

Railway Group D Free Practice Set In Bengali 04 l রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট – ০৪

By Siksakul

Published on:

Railway Group D Free Practice Set In Bengali 04 l রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট – ০৪
---Advertisement---

Railway Group D Free Practice Set In Bengali 04: Railway Group D পরীক্ষায় সফল হতে গেলে নিয়মিত অনুশীলন ও সঠিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা নিয়ে এসেছি Railway Group D Free Practice Set in Bengali – ০৪, যা আপনাকে পরীক্ষার জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

এই প্র্যাকটিস সেটে গণিত, রিজনিং, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে, যা সর্বশেষ পরীক্ষার প্যাটার্নের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। বাংলায় অনুশীলন করার সুবিধার ফলে পরীক্ষার্থীরা সহজেই প্রশ্ন বুঝতে ও সমাধান করতে পারবেন

 Railway Group D পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করতে আজই প্র্যাকটিস শুরু করুন! 

Railway Group D Free Practice Set In Bengali 04

  1. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন ?

চিত্তরঞ্জন দাস

সুভাষ চন্দ্র বোস

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

বিধান চন্দ্র রায়

2. গুপ্তাব্দকোন সম্রাট প্রবর্তন করেন ?

সমুদ্রগুপ্ত

প্রথম চন্দ্রগুপ্ত

দ্বিতীয় চন্দ্রগুপ্ত

স্কন্দ গুপ্ত

3. কার সময়ে ইষ্টইন্ডিয়া কোম্পানি প্রথম ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে ভারতে ?

জাহাঙ্গীর

শাহজাহান

ঔরঙ্গজেব

প্রথম বাহাদুর শাহ

4. State Bank of India কবে গঠিত হয় ?

1st এপ্রিল 1935

1st নভেম্বর 1941

1st জুলাই 1955

1st জানুয়ারি 1958

5. প্রথম কোন ভারতীয় ICD পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ?

সরোজিনী নাইডু

সুভাষচন্দ্র বসু

সত্যেন্দ্রনাথ ঠাকুর

চিত্তরঞ্জন দাস

6. বায়ুমণ্ডলের মেঘ ভাসে কারণ হল- তাপের

চাপ কম

ঘনত্ব কম

সান্দ্রতা কম

তাপমাত্রা কম

7. কততম সংবিধান সংশোধনীতে 11 তম মৌলিক কর্তব্য যোগ করা হয় ?

76 তম

86 তম

89 তম

92 তম

8. ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানের কত অংশে আছে ?

Part-IVA

Part-I

Part-II

Part-IV

9. সাইলেন্ট ভ্যালি প্রোজেক্ট কোথায় অবস্থিত ?

উত্তরাখণ্ড

হিমাচল প্রদেশ

কেরল

তামিলনাড়ু

10 শীলভদ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?

নালন্দা

বিক্রমশিলা

তক্ষশীলা

সোমপুরী

11. জেলা জাজদের নিয়োগ করেন কে ?

হাইকোর্টের প্রধান বিচারপতি

রাজ্যপাল

মন্ত্রিসভা

অ্যার্টনি জেনারেল

12. প্রধানমন্ত্রী শাষিত শাষন ব্যবস্থা বলতে কোন প্রকার শাষন ব্যবস্থা ?

মন্ত্রীপরিষদ শাষিত

ক্যাবিনেট শাষিত

সংসদীয় শাষন

সবকটি

13. মনট্রিল প্রোটোকল কিসেব নিরাপত্তার সাথে সম্পর্কিত ?

গ্রীন হাউজ গ্যাস

অ্যাসিড বৃষ্টি

ওজন স্তর

বিপন্ন প্রজাতি

14. কেন্দ্রীয় ড্রাগ গবেষণার কোথায় অবস্থিত –

দিল্লি

বেঙ্গালুরু

চেন্নাই

লক্ষ্মৌ

15. কে প্রতিষ্ঠা করেন স্বদেশ বান্ধব সমিতি ?

বারীন্দ্র ঘোষ

পুলিন দাস

আশ্বিনীকুমার দত্ত

লালা হরদয়াল

16. মুখ্যমন্ত্রী উদ্যোমী যোজনা চালু করল কোন রাজ্য ?

কেরল

পশ্চিমবঙ্গ

বিহার

রাজস্থান

17. কর্ণের যে অংশ দেহে ভারসাম্য রক্ষা করে তাহা হল-

অটোলিথ

ম্যালিয়াস

টিমফ্যানিক পর্দা

ককলিয়া

18. ভারতের কোন আদালতে বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সরাসরি সম্প্রচার শুরু হল ?

কলকাতা হাইকোর্ট

গুজরাট হাইকোর্ট

মুম্বাই

এলাহাবাদ

19. কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয় ?

26 জুলাই

1 সেপ্টেম্বর

15 জানুয়ারি

কোনোটিই নয়

20. দলিত বন্ধু স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য ?

রাজস্থান

তেলেঙ্গানা

উত্তর প্রদেশ

ত্রিপুরা


 রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট – ০৩


---Advertisement---

Related Post

Railway NTPC Practice Set 04 in Bengali l রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট ০৪

Railway NTPC Practice Set 04 in Bengali: রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার নির্ধারিত সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজনের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেটটি। বিগত বছরের পরীক্ষাগুলির প্রশ্নপত্র বিশ্লেষণ ...

🚆 RRB NTPC 2025 CBT Practice Set 03 l রেলওয়ে NTPC 2025 CBT প্র্যাকটিস সেট ০৩ l জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা বিষয়ক ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

RRB NTPC 2025 CBT Practice Set 03: আপনি কি রেলওয়ে NTPC 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার প্রস্তুতিকে আরও জোরদার করতে আমরা নিয়ে এসেছি RRB NTPC 2025 CBT ...

🇮🇳 Indian Constitution MCQ in Bengali Part 07 l ভারতীয় সংবিধান MCQ পর্ব ০৭

Indian Constitution MCQ in Bengali Part 07: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান MCQ প্রশ্নোত্তর পর্ব ০৭। যেটিতে গুরুত্বপূর্ণ ৫০টি ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি ...

🇮🇳 Indian Constitution Question and Answer Part 6 | All Important MCQsl 🇮🇳 ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব ৬ | সকল গুরুত্বপূর্ণ MCQ

Indian Constitution Question and Answer Part 6: ভারতের সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর — যা WBCS, SSC, RRB, PSC, এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। তাহলে আর ...

Leave a Comment