WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ জ্ঞান (General Knowledge) সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বাংলায় প্রদান করা হয়েছে, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
এই সেটের মাধ্যমে আপনি ইতিহাস, ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, খেলাধুলা, এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করতে পারবেন।
WBP Constable 2025 GK MCQs Practice Set-10
- 2001 সালে প্রতিষ্ঠিত পিনাকল কোন ধরনের সঙ্গীত দল?
(a) একক সঙ্গীত
(b) বহু-ধরনের কোরাস
(c) শাস্ত্রীয় সঙ্গীত
(d) লোক সঙ্গীত - ‘লটারি রেগুলেশন অ্যাক্ট’ কোন সালে পাস হয়?
(a) 1998
(b) 1993
(c) 1999
(d) 1991 - নিচের কোনটি ভারতের একটি দেশীয় দুগ্ধজাত গবাদি পশুর জাত?
(a) রেড সিন্ধি
(b) চিপিপারাই
(c) কান্নি
(d) কম্বাই - সমসাময়িক ভারতীয় মুদ্রার নোটের পিছনে কোন ভাষায় মুদ্রার মান লেখা থাকে?
(a) বার্মিজ
(b) সিংহলি
(c) নেপালি
(d) জংখা - বিদ্যুৎ আইন, 2003 এর ধারা 141 অনুযায়ী, পাবলিক ল্যাম্প নিভিয়ে ফেলার জরিমানা কত পর্যন্ত হতে পারে?
(a) 2,000 টাকা
(b) 3,000 টাকা
(c) 2,500 টাকা
(d) 5,000 টাকা - ভারতীয় মান ব্যুরো (BIS) (IS-10500: 2012) অনুযায়ী, পানীয় জলের সর্বোচ্চ অনুমোদিত টার্বিডিটি সীমা কত?
(a) 3 NTU
(b) 5 NTU
(c) 7 NTU
(d) 1 NTU - নিচের কোন ব্যক্তি মহারাষ্ট্রের একজন সাধক ছিলেন?
(a) দাদু দয়াল
(b) চোখামেলা
(c) ভাখান
(d) সুন্দর দাস - রামাগুন্ডাম পাওয়ার প্ল্যান্ট কোন ধরনের উৎপাদনের জন্য বিখ্যাত?
(a) জলবিদ্যুৎ
(b) পারমাণবিক শক্তি
(c) তাপীয় শক্তি
(d) বায়োগ্যাস - নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিশনের জন্য স্পেসএক্স দ্বারা নির্মিত মহাকাশযানের নাম কী?
(a) ক্রু সেন্টোরাস
(b) ক্রু ড্রাগন
(c) ক্রু শার্ক
(d) ক্রু এ্যারিস - ভারতের জাতীয় ঐতিহ্য প্রাণী কোনটি?
(a) সিংহ
(b) ঘোড়া
(c) বাঘ
(d) হাতি - RTGS সিস্টেমে একটি লেনদেনকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করতে ব্যবহৃত ইউনিক ট্রানজেকশন রেফারেন্স নম্বর কত অক্ষরের কোড?
(a) 17
(b) 34
(c) 22
(d) 45 - হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা কে?
(a) স্যামুয়েল হ্যানিম্যান
(b) এফজি হপকিন্স
(c) রবার্ট কখ
(d) সেলম্যান ওয়াকসম্যান - SIMBEX সামরিক অনুশীলন কোন দুটি দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে পরিচালিত হয়?
(a) ভারত ও থাইল্যান্ড
(b) ভারত ও সিঙ্গাপুর
(c) ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র
(d) ভারত ও শ্রীলঙ্কা - মনোবিশ্লেষণ ক্ষেত্রের প্রতিষ্ঠাতা কে?
(a) কার্ল জং
(b) কাই টি এরিকসন
(c) জিন পিয়াজে
(d) সিগমন্ড ফ্রয়েড - নিচের কোনটি সবচেয়ে বড় সামুদ্রিক পাখি যার ডানার বিস্তার সবচেয়ে বেশি?
(a) ফ্রিগেটবার্ড
(b) বুবি
(c) ওয়ান্ডারিং আলবাট্রস
(d) অক
Also Read:
Answers to the WBP Constable 2025 GK MCQs Practice Set-10
Here are the answers to the MCQs:
- (b) বহু-ধরনের কোরাস
- (a) 1998
- (a) রেড সিন্ধি
- (c) নেপালি
- (a) 2,000 টাকা
- (b) 5 NTU
- (b) চোখামেলা
- (c) তাপীয় শক্তি
- (b) ক্রু ড্রাগন
- (d) হাতি
- (c) 22
- (a) স্যামুয়েল হ্যানিম্যান
- (b) ভারত ও সিঙ্গাপুর
- (d) সিগমন্ড ফ্রয়েড
- (c) ওয়ান্ডারিং আলবাট্রস
WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ