WBP Constable 2025 GK MCQs Practice Set-11(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১১। এই সেটে সাধারণ জ্ঞান (General Knowledge) সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বাংলায় প্রদান করা হয়েছে, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
এই সেটের মাধ্যমে আপনি ইতিহাস, ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, খেলাধুলা, এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করতে পারবেন।
বৈশিষ্ট্য:
সম্পূর্ণ বাংলা ভাষায় প্রশ্ন ও উত্তর
WBP কনস্টেবল পরীক্ষার সিলেবাস অনুযায়ী সাজানো
বিগত বছরের প্রশ্ন ও গুরুত্বপূর্ণ তথ্য সংযোজন
সহজ ও গুরুত্বপূর্ণ MCQ ফরম্যাট
পরীক্ষার্থীদের জন্য পরামর্শ:
নিয়মিত প্র্যাকটিস করুন
প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ুন ও উত্তর দিন
সময় বাঁচিয়ে দ্রুত সঠিক উত্তর দেওয়ার অভ্যাস গড়ে তুলুন
WBP Constable 2025 GK MCQs Practice Set-11
প্রশ্ন ১: দালাই লামা কবে ভারতে প্রবেশ করে আশ্রয় নেন?
- (a) ১৯৫৭
- (b) ১৯৫৯
- (c) ১৯৬২
- (d) ১৯৫২
প্রশ্ন ২: ভাষাগত পুনর্গঠনের পর মাদ্রাজ প্রদেশ থেকে পৃথক অন্ধ্র রাজ্য কোন সালে গঠিত হয়?
- (a) ১৯৫০
- (b) ১৯৫২
- (c) ১৯৫৬
- (d) ১৯৪৭
প্রশ্ন ৩: ভারতে পিন কোড (Postal Index Code) কবে চালু হয়?
- (a) ১৯৪৯
- (b) ১৯৬৯
- (c) ১৯৭২
- (d) ১৯৬৩
প্রশ্ন ৪: মানব উন্নয়ন প্রতিবেদন (Human Development Report) প্রথম কবে প্রকাশিত হয়?
- (a) ১৯৮০
- (b) ২০০০
- (c) ১৯৯০
- (d) ১৯৮১
প্রশ্ন ৫: কোন সালে তেলেঙ্গানা ভারতের ২৯তম রাজ্য হিসেবে গঠিত হয়?
- (a) ২০১৫
- (b) ২০১৪
- (c) ২০১৬
- (d) ২০১৭
প্রশ্ন ৬: ‘রামনাথ গোয়েঙ্কা এক্সিলেন্স ইন জার্নালিজম’ পুরস্কার কোন সালে চালু হয়?
- (a) ২০১০
- (b) ২০০৬
- (c) ২০০৮
- (d) ২০০৭
Also Read: WBP Constable 2025 GK MCQs Practice Set-10
প্রশ্ন ৭: UNESCO-এর ‘Memory of the World Register’-এ রিগবেদ কোন সালে অন্তর্ভুক্ত হয়?
- (a) ২০০৫
- (b) ২০০৬
- (c) ২০০৪
- (d) ২০০৭
প্রশ্ন ৮: ভারতের জাতীয় শেয়ার বাজার (NSE) কোন সালে প্রতিষ্ঠিত হয়?
- (a) ১৯৯১
- (b) ১৯৯৪
- (c) ১৯৯৩
- (d) ১৯৯২
প্রশ্ন ৯: মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার ভিত্তিপ্রস্তর কোন সালে স্থাপন করা হয়?
- (a) ১৯১৩
- (b) ১৯১৫
- (c) ১৯০৫
- (d) ১৯২০
প্রশ্ন ১০: ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (সাবেক ভিক্টোরিয়া টার্মিনাস) কোন সময়কালে নির্মিত হয়?
- (a) ১৮৭৮-১৮৮৩
- (b) ১৮৪৩-১৮৫৩
- (c) ১৯৩৩-১৯৪৩
- (d) ১৯১১-১৯২১
প্রশ্ন ১১: কলকাতার কারেন্সি বিল্ডিং কোন সালে নির্মিত হয়?
- (a) ১৯০০
- (b) ১৮৩৩
- (c) ১৮৫০
- (d) ১৯১০
প্রশ্ন ১২: ভারতীয় মহাকাব্যিক শিলালিপি বিষয়ক গ্রন্থ ‘Indian Epigraphy’ কে প্রকাশ করেন?
- (a) ১৯৬৫-৬৬
- (b) ১৯৬৭-৬৮
- (c) ১৯৬৬-৬৭
- (d) ১৯৬৪-৬৫
প্রশ্ন ১৩: ভারতে প্রথমবারের মতো নির্বাচন কমিশনে অতিরিক্ত কমিশনার নিয়োগ করা হয় কোন সালে?
- (a) ১৯৮৯
- (b) ১৯৯১
- (c) ১৯৯০
- (d) ১৯৯৮
প্রশ্ন ১৪: ভারতের জনসংখ্যা ইতিহাসে কোন বছরকে “The Year of Great Divide” বলা হয়?
- (a) ১৯৫১
- (b) ১৯২১
- (c) ১৯৩১
- (d) ১৯১১
প্রশ্ন ১৫: ‘Sri Sai Natya Nataraja Academy of Kuchipudi’-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- (a) পি রামাদেবী
- (b) কৌশল্যা রেড্ডি
- (c) যামিনী কৃষ্ণমূর্তি
- (d) অপর্ণা সত্যসেন
Answers to the WBP Constable 2025 GK MCQs Practice Set-11
উত্তরসমূহ:
- (b) ১৯৫৯
- (b) ১৯৫২
- (c) ১৯৭২
- (c) ১৯৯০
- (b) ২০১৪
- (b) ২০০৬
- (d) ২০০৭
- (d) ১৯৯২
- (a) ১৯১৩
- (a) ১৮৭৮-১৮৮৩
- (b) ১৮৩৩
- (a) ১৯৬৫-৬৬
- (a) ১৯৮৯
- (b) ১৯২১
- (a) পি রামাদেবী