WBP Constable 2025 GK MCQs Practice Set-11(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১১। এই সেটে সাধারণ জ্ঞান (General Knowledge) সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বাংলায় প্রদান করা হয়েছে, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
এই সেটের মাধ্যমে আপনি ইতিহাস, ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, খেলাধুলা, এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করতে পারবেন।
✅ বৈশিষ্ট্য:
✔️ সম্পূর্ণ বাংলা ভাষায় প্রশ্ন ও উত্তর
✔️ WBP কনস্টেবল পরীক্ষার সিলেবাস অনুযায়ী সাজানো
✔️ বিগত বছরের প্রশ্ন ও গুরুত্বপূর্ণ তথ্য সংযোজন
✔️ সহজ ও গুরুত্বপূর্ণ MCQ ফরম্যাট
📝 পরীক্ষার্থীদের জন্য পরামর্শ:
🔹 নিয়মিত প্র্যাকটিস করুন ✅
🔹 প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ুন ও উত্তর দিন 🎯
🔹 সময় বাঁচিয়ে দ্রুত সঠিক উত্তর দেওয়ার অভ্যাস গড়ে তুলুন ⏳
WBP Constable 2025 GK MCQs Practice Set-11
প্রশ্ন ১: দালাই লামা কবে ভারতে প্রবেশ করে আশ্রয় নেন?
- (a) ১৯৫৭
- (b) ১৯৫৯
- (c) ১৯৬২
- (d) ১৯৫২
প্রশ্ন ২: ভাষাগত পুনর্গঠনের পর মাদ্রাজ প্রদেশ থেকে পৃথক অন্ধ্র রাজ্য কোন সালে গঠিত হয়?
- (a) ১৯৫০
- (b) ১৯৫২
- (c) ১৯৫৬
- (d) ১৯৪৭
প্রশ্ন ৩: ভারতে পিন কোড (Postal Index Code) কবে চালু হয়?
- (a) ১৯৪৯
- (b) ১৯৬৯
- (c) ১৯৭২
- (d) ১৯৬৩
প্রশ্ন ৪: মানব উন্নয়ন প্রতিবেদন (Human Development Report) প্রথম কবে প্রকাশিত হয়?
- (a) ১৯৮০
- (b) ২০০০
- (c) ১৯৯০
- (d) ১৯৮১
প্রশ্ন ৫: কোন সালে তেলেঙ্গানা ভারতের ২৯তম রাজ্য হিসেবে গঠিত হয়?
- (a) ২০১৫
- (b) ২০১৪
- (c) ২০১৬
- (d) ২০১৭
প্রশ্ন ৬: ‘রামনাথ গোয়েঙ্কা এক্সিলেন্স ইন জার্নালিজম’ পুরস্কার কোন সালে চালু হয়?
- (a) ২০১০
- (b) ২০০৬
- (c) ২০০৮
- (d) ২০০৭
Also Read: WBP Constable 2025 GK MCQs Practice Set-10
প্রশ্ন ৭: UNESCO-এর ‘Memory of the World Register’-এ রিগবেদ কোন সালে অন্তর্ভুক্ত হয়?
- (a) ২০০৫
- (b) ২০০৬
- (c) ২০০৪
- (d) ২০০৭
প্রশ্ন ৮: ভারতের জাতীয় শেয়ার বাজার (NSE) কোন সালে প্রতিষ্ঠিত হয়?
- (a) ১৯৯১
- (b) ১৯৯৪
- (c) ১৯৯৩
- (d) ১৯৯২
প্রশ্ন ৯: মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার ভিত্তিপ্রস্তর কোন সালে স্থাপন করা হয়?
- (a) ১৯১৩
- (b) ১৯১৫
- (c) ১৯০৫
- (d) ১৯২০
প্রশ্ন ১০: ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (সাবেক ভিক্টোরিয়া টার্মিনাস) কোন সময়কালে নির্মিত হয়?
- (a) ১৮৭৮-১৮৮৩
- (b) ১৮৪৩-১৮৫৩
- (c) ১৯৩৩-১৯৪৩
- (d) ১৯১১-১৯২১
প্রশ্ন ১১: কলকাতার কারেন্সি বিল্ডিং কোন সালে নির্মিত হয়?
- (a) ১৯০০
- (b) ১৮৩৩
- (c) ১৮৫০
- (d) ১৯১০
প্রশ্ন ১২: ভারতীয় মহাকাব্যিক শিলালিপি বিষয়ক গ্রন্থ ‘Indian Epigraphy’ কে প্রকাশ করেন?
- (a) ১৯৬৫-৬৬
- (b) ১৯৬৭-৬৮
- (c) ১৯৬৬-৬৭
- (d) ১৯৬৪-৬৫
প্রশ্ন ১৩: ভারতে প্রথমবারের মতো নির্বাচন কমিশনে অতিরিক্ত কমিশনার নিয়োগ করা হয় কোন সালে?
- (a) ১৯৮৯
- (b) ১৯৯১
- (c) ১৯৯০
- (d) ১৯৯৮
প্রশ্ন ১৪: ভারতের জনসংখ্যা ইতিহাসে কোন বছরকে “The Year of Great Divide” বলা হয়?
- (a) ১৯৫১
- (b) ১৯২১
- (c) ১৯৩১
- (d) ১৯১১
প্রশ্ন ১৫: ‘Sri Sai Natya Nataraja Academy of Kuchipudi’-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- (a) পি রামাদেবী
- (b) কৌশল্যা রেড্ডি
- (c) যামিনী কৃষ্ণমূর্তি
- (d) অপর্ণা সত্যসেন
Answers to the WBP Constable 2025 GK MCQs Practice Set-11
উত্তরসমূহ:
- (b) ১৯৫৯
- (b) ১৯৫২
- (c) ১৯৭২
- (c) ১৯৯০
- (b) ২০১৪
- (b) ২০০৬
- (d) ২০০৭
- (d) ১৯৯২
- (a) ১৯১৩
- (a) ১৮৭৮-১৮৮৩
- (b) ১৮৩৩
- (a) ১৯৬৫-৬৬
- (a) ১৯৮৯
- (b) ১৯২১
- (a) পি রামাদেবী