---Advertisement---

West Bengal GK Questions And Answers l পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর l পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ

By Siksakul

Published on:

---Advertisement---

West Bengal GK Questions And Answers: পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান (West Bengal General Knowledge) বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, WBPSC, SSC, Railways, Police, Group-D) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় পশ্চিমবঙ্গের ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংস্কৃতি, রাজনৈতিক তথ্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন আসে।

এই ব্লগে আমরা পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর সংকলন করেছি, যা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত MCQ ও তথ্যভিত্তিক প্রশ্নোত্তর অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। তাই, PDF ডাউনলোড করুন এবং আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করুন! 📚✅🚀

West Bengal GK Questions And Answers l পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর l পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ

1. পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি ?

উত্তর- মাছরাঙ্গা ।

2. পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলা রয়েছে ?

উত্তর- ২৩ টি ।

3. দামোদর নদকে আগে কি বলা হত ?

উত্তর- বাংলার দুঃখ ।

4. পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?

উত্তর- ভুটান ।

5. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগ কোনটি ?

উত্তর- গঙ্গা বদ্বীপ সমভূমি ।

6. পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি ?

উত্তর- তাঁত শিল্প ।

7. কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ?

উত্তর- আমেদাবাদ ।

8. দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত ?

উত্তর- মালদা জেলায় ।

9. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?

উত্তর- পশ্চিমবঙ্গের বিষড়ায় ।

10. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় ?

উত্তর- রানীগঞ্জে ।

11. পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবার চাষ হয় ?

উত্তর- জলপাইগুডি ।

12. ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান ?

উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর ।

13. ‘Indian Tiger project’ –কবে চালু হয় ?

উত্তর- ১৯৭৩ সালে ।

14. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?

উত্তর- ২১ শে মার্চ ।

15. বসুন্ধরা দিবস কবে পালিত হয় ?

উত্তর- ২১ শে এপ্রিল

16. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?

উত্তর- ৫ জুন ।

17. বর্তমানে ভারতের মোট অভয়ারণ্য সংখ্যা কয়টি ?

উত্তর- ৫৩৭ টি ।

18. সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর- পশ্চিমবঙ্গে ।

19. গোরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর- পশ্চিমবঙ্গে ।

20. কত সালে সুন্দরবনের জন্য প্রথম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয় ?

উত্তর- ১৮৯২ সালে ।

21. বর্তমানে ভারতে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?

উত্তর- ৯৭ টি ।

22. কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর- অসমে ।

23. পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?

উত্তর- ৬ টি ।

24. পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে ?

উত্তর- ১৫ টি ।

25. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উত্তর- পশ্চিমবঙ্গে ।

26. বারবার অরণ্য সংরক্ষণ আইন কত সালে পাশ হয় ?

উত্তর- ১৯৮০ সালে ।

27. কত সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় ?

উত্তর- ১৮৭৫ সালে ।

28. পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি ?

উত্তর- পশ্চিমবঙ্গের মালভূমি ।

29. কত সালে বাংলাদেশের জাতীয় বননীতি প্রণীত হয় ?

উত্তর- ১৯৭৯ সালে ।

30. বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উত্তর- পশ্চিমবঙ্গে ।

31. দ্বারকেশ্বর নদীর উপনদী কোনটি ?

উত্তর- গন্ধেশ্বরী নদী ।

32. ‘ফরেস্ট প্রোডাক্ট ল্যাবরেটরিজ’- কবে প্রতিষ্ঠিত করা হয় ?

উত্তর- ১৯৫৫ সালে ।

33. পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি ?

উত্তর- বাংলা ।

34. পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি ?

উত্তর- ছাতিম ।

35. পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি ?

উত্তর- মেছো বিড়াল ।

36. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?

উত্তর- কলকাতা ৷

37. পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত ?

উত্তর- বঙ্গোপসাগর ।

38. সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায় ?

উত্তর- ১৯৮৭ সালে ।

39. আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় ?

উত্তর- ১৫ মে ।

40. ভারতের জীব বৈচিত্র আইন প্রণীত হয় কত সালে ?

উত্তর- ২০০২ সালে ।

41. বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর- পশ্চিমবঙ্গ ।

42. ‘Valley of Flowers’- কোথায় অবস্থিত ?

উত্তর- উত্তরাখান্ড ।

43. ভারতবর্ষের ‘Wild life Protection Society of India’- কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর- ১৯৯৪ সালে ।

44. নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর- মেঘালয় ।

45. পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর- ১৯৪৭ সালে ।

46. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত ?

উত্তর- সুন্দরবনে ।

47. কাহনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর- মধ্যপ্রদেশ ।

48. পশ্চিমবঙ্গের বেশিরভাগ কি দ্বারা বেষ্টিত ?

উত্তর- স্থল ভাগ ৷

49. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি ?

উত্তর- দক্ষিণ 24 পরগনা ।

50. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি ?

উত্তর- বাংলাদেশ।

Click Below to Download West Bengal GK Questions And Answers Pdf

Download Pdf

---Advertisement---

Related Post

🚆 RRB NTPC 2025 CBT Practice Set 01 l রেলওয়ে NTPC 2025 CBT প্র্যাকটিস সেট ০১ l জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা বিষয়ক ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

আপনি কি রেলওয়ে NTPC 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার প্রস্তুতিকে আরও জোরদার করতে আমরা নিয়ে এসেছি RRB NTPC 2025 CBT Practice Set 01, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে জাতীয় ...

🇮🇳 Indian Constitution MCQ in Bengali Part 07 l ভারতীয় সংবিধান MCQ পর্ব ০৭

Indian Constitution MCQ in Bengali Part 07: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান MCQ প্রশ্নোত্তর পর্ব ০৭। যেটিতে গুরুত্বপূর্ণ ৫০টি ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি ...

🇮🇳 Indian Constitution Question and Answer Part 6 | All Important MCQsl 🇮🇳 ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব ৬ | সকল গুরুত্বপূর্ণ MCQ

Indian Constitution Question and Answer Part 6: ভারতের সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর — যা WBCS, SSC, RRB, PSC, এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। তাহলে আর ...

RRB NTPC 2025 Syllabus PDF in Bengali | Download Railway NTPC Syllabus l রেলওয়ে NTPC সিলেবাস 2025 | RRB NTPC পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস PDF ডাউনলোড

RRB NTPC 2025 Syllabus PDF in Bengali: সম্প্রতি ভারতীয় রেল কর্তৃপক্ষ RRB NTPC 2025 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই অনুযায়ী, আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করবো Railway NTPC ...

Leave a Comment