---Advertisement---

Indian Oil Quality Control Officer Recruitment 2025 l ইন্ডিয়ান ওয়েল কোয়ালিটি কন্ট্রোল অফিসার নিয়োগ ২০২৫: জেনে নিন যোগ্যতা ও আবেদনের বিস্তারিত

By Siksakul

Published on:

---Advertisement---

Indian Oil Quality Control Officer Recruitment 2025: দেশের অন্যতম প্রধান তেল সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) সম্প্রতি কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেসব চাকরিপ্রার্থী রসায়ন বা সমতুল্য বিষয়ে যোগ্যতা অর্জন করেছেন, তারা এই পদে আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে শূন্যপদ, যোগ্যতা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানানো হয়েছে।

নিয়োগকারী সংস্থা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)

পদের নাম: কোয়ালিটি কন্ট্রোল অফিসার

শূন্যপদের সংখ্যা: মোট ৯৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই রসায়ন বা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যেমন অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, বায়ো কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির মতো বিষয়ে ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে।

মাসিক বেতন: নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪০,০০০/- টাকা থেকে ১,৪০,০০০/- টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। এছাড়া অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও পাবেন নিযুক্ত কর্মীরা।





বয়স সীমা: ২৮/০২/২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি (SC), উপজাতি (ST) এবং আদিবাসী প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছরের ছাড় থাকবে। পাশাপাশি, বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ১০ বছরের ছাড় দেওয়া হবে।

পূর্ব অভিজ্ঞতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আরও বিশদ তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে প্রথমে একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা (CBT) অনুষ্ঠিত হবে। এরপর গ্রুপ ডিসকাশন (GD) বা গ্রুপ টাস্ক (GT) এবং সর্বশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন সম্পন্ন করা হবে। প্রতিটি ধাপেই উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপে অগ্রসর হতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com -এ গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যাচাই করার পর অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করার পর সেটি ২১/০৩/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।









প্রার্থীরা এখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন। দৈনিক চাকরির আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.siksakul.com নিয়মিত ভিজিট করুন।

আরও পড়ুনঃ   কলকাতা, হাওড়া ও শিলিগুড়িতে ব্যাংক অফ ইন্ডিয়ায় ৪০০ শূন্যপদে নিয়োগ, আবেদন যোগ্যতা জানুন

---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment