---Advertisement---

Indian Oil Quality Control Officer Recruitment 2025 l ইন্ডিয়ান ওয়েল কোয়ালিটি কন্ট্রোল অফিসার নিয়োগ ২০২৫: জেনে নিন যোগ্যতা ও আবেদনের বিস্তারিত

By Siksakul

Published on:

---Advertisement---

Indian Oil Quality Control Officer Recruitment 2025: দেশের অন্যতম প্রধান তেল সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) সম্প্রতি কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেসব চাকরিপ্রার্থী রসায়ন বা সমতুল্য বিষয়ে যোগ্যতা অর্জন করেছেন, তারা এই পদে আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে শূন্যপদ, যোগ্যতা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানানো হয়েছে।

নিয়োগকারী সংস্থা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)

পদের নাম: কোয়ালিটি কন্ট্রোল অফিসার

শূন্যপদের সংখ্যা: মোট ৯৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই রসায়ন বা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যেমন অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, বায়ো কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির মতো বিষয়ে ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে।

মাসিক বেতন: নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪০,০০০/- টাকা থেকে ১,৪০,০০০/- টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। এছাড়া অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও পাবেন নিযুক্ত কর্মীরা।





বয়স সীমা: ২৮/০২/২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি (SC), উপজাতি (ST) এবং আদিবাসী প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছরের ছাড় থাকবে। পাশাপাশি, বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ১০ বছরের ছাড় দেওয়া হবে।

পূর্ব অভিজ্ঞতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আরও বিশদ তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে প্রথমে একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা (CBT) অনুষ্ঠিত হবে। এরপর গ্রুপ ডিসকাশন (GD) বা গ্রুপ টাস্ক (GT) এবং সর্বশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন সম্পন্ন করা হবে। প্রতিটি ধাপেই উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপে অগ্রসর হতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com -এ গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যাচাই করার পর অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করার পর সেটি ২১/০৩/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।









প্রার্থীরা এখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন। দৈনিক চাকরির আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.siksakul.com নিয়মিত ভিজিট করুন।

আরও পড়ুনঃ   কলকাতা, হাওড়া ও শিলিগুড়িতে ব্যাংক অফ ইন্ডিয়ায় ৪০০ শূন্যপদে নিয়োগ, আবেদন যোগ্যতা জানুন

---Advertisement---

Related Post

WB ICDS Supervisor Recruitment 2025: অনলাইনে আবেদন করুন

পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ শীঘ্রই ICDS WB সুপারভাইজার নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS WB) পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সুপারভাইজার, ...

Anganwadi Recruitment 2025: আবেদন প্রক্রিয়া, শূন্যপদ ও অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যারা অঙ্গনওয়াড়িতে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ বিভিন্ন ...

CTET 2025 Notification: आवेदन शुरू, जानें परीक्षा तिथि और पूरी जानकारी

CTET 2025 Notification: केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड (CBSE) द्वारा केंद्रीय शिक्षक पात्रता परीक्षा (CTET) का आयोजन वर्ष में दो बार किया जाता है। इसे CTET के नाम से ...

CTET 2025 Registration: How to Apply Online?

CTET 2025 Registration: The Central Teacher Eligibility Test (CTET) 2025 is conducted by the Central Board of Secondary Education (CBSE) to determine the eligibility of candidates for teaching ...

Leave a Comment