---Advertisement---

Punjab National Bank Specialist Officer Recruitment Notification Published l পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অফিসার পদে নিয়োগ: যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

By Siksakul

Updated on:

Punjab National Bank Specialist Officer Recruitment Notification
---Advertisement---

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৩৫০টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞ অফিসার পদে সরাসরি নিয়োগ দেবে পিএনবি। এই নিয়োগের জন্য কী যোগ্যতা প্রয়োজন? কোন পদে নিয়োগ করা হবে? বেতন কত? কীভাবে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিশেষজ্ঞ অফিসার নিয়োগ ২০২5: পদের নাম ও শূন্য পদের বিবরণ

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) সম্প্রতি বিশেষজ্ঞ অফিসার (Specialist Officer) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৩৫০টি শূন্য পদ রয়েছে, যেখানে বিভিন্ন বিভাগে অফিসার নিয়োগ করা হবে। নিচে বিস্তারিত পদের তালিকা দেওয়া হলো—

🔹 ক্রেডিট অফিসার২৫০টি শূন্য পদ
🔹 ইন্ডাস্ট্রিয়াল অফিসার৭৫টি শূন্য পদ
🔹 আইটি ম্যানেজার৫টি শূন্য পদ
🔹 সিনিয়র আইটি ম্যানেজার৫টি শূন্য পদ
🔹 ডেটা সাইন্টিস্ট ম্যানেজার৩টি শূন্য পদ
🔹 সিনিয়র ডেটা সাইন্টিস্ট ম্যানেজার২টি শূন্য পদ
🔹 সাইবার সিকিউরিটি ম্যানেজার৫টি শূন্য পদ
🔹 সিনিয়র সাইবার সিকিউরিটি ম্যানেজার৫টি শূন্য পদ

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (PNB) বিভিন্ন বিশেষজ্ঞ অফিসার (Specialist Officer) পদে নিয়োগের জন্য পৃথক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণ করা হয়েছে। তাই আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট পদের যোগ্যতা অনুসারে আবেদন করতে হবে। নিচে প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ দেওয়া হলো—

১) ক্রেডিট অফিসার- অন্ততপক্ষে ৬০% নম্বরের সঙ্গে CA/CMA/CFA/MBA ডিগ্রি লাভ করেছেন এমন চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

২) ইন্ডাস্ট্রি অফিসার- সিভিল, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে এই পদে আবেদন জানানো যাবে।

৩) আইটি ম্যানেজার- যে সমস্ত চাকরিপ্রার্থীরা অন্ততপক্ষে ৬০% নম্বরের সাথে B.E./B.Tech/MCA ডিগ্রি লাভ করেছেন তারা এই পদে আবেদন জানাতে পারবেন।

৪) সিনিয়র আইটি ম্যানেজার- চাকরিপ্রার্থীদের মধ্যে যারা ৬০% নম্বরের সাথে M.Tech/MCA ডিগ্রি লাভ করেছেন এবং এর পাশাপাশি অন্ততপক্ষে ৩ বছরের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তারা এই পদে আবেদনের যোগ্য।

৫) ডেটা সাইন্টিস্ট ম্যানেজার- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা মেশিন ল্যাঙ্গুয়েজ বিষয়ে B.E./B.Tech ডিগ্রী অর্জন করে থাকলে চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

৬) সিনিয়র ডেটা সাইন্টিস্ট ম্যানেজার- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ডেটা সাইন্স বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন এবং এই বিষয়ে পূর্ববর্তী ৩ বছরের অভিজ্ঞতা থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য সহজেই আবেদন জানাতে পারবেন।

৭) সাইবার সিকিউরিটি ম্যানেজার- যে সমস্ত চাকরিপ্রার্থীরা সাইবার সিকিউরিটি বিষয়ে B.E./B.Tech ডিগ্রি লাভ করেছেন তারা এই পদে আবেদন জানানোর যোগ্য।

৮) সিনিয়র সাইবার সিকিউরিটি ম্যানেজার- এই পদে আবেদনের জন্য আবশ্যিকভাবে চাকরিপ্রার্থীকে সাইবার সিকিউরিটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করতে হবে এবং এর পাশাপাশি অন্ততপক্ষে ৩ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

প্রতিটি পদের জন্য আবেদনকারীদের বয়সসীমা ভিন্ন নির্ধারিত হয়েছে। সাধারণভাবে, ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছর বয়সসীমার মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নির্দিষ্ট বয়সসীমার ছাড় পাবেন। সঠিক তথ্যের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়া আবশ্যক।

মাসিক বেতন:

নিয়োগপ্রাপ্ত কর্মীদের পদের ভিত্তিতে আলাদা বেতন কাঠামো নির্ধারিত হয়েছে। এই নিয়োগের আওতায় চাকরিপ্রার্থীরা সর্বোচ্চ ৮৫,৯২০/- টাকা পর্যন্ত মাসিক বেতন পেতে পারেন। তবে বিভিন্ন পদের জন্য বেতনের পরিমাণ ভিন্ন হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি চেক করুন।

নিয়োগ প্রক্রিয়া:

যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রথমে ব্যাংক কর্তৃপক্ষের তরফে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এরপর সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের PNB-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.pnbindia.in) এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে ০৩/০৩/২০২৫ থেকে ২৪/০৩/২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। আবেদন ফি প্রদান করা আবশ্যক, তাই জমা দেওয়ার আগে ফি সংক্রান্ত তথ্য ভালোভাবে দেখে নিতে হবে।

আবেদন মূল্যঃ

  • SC/ ST/ PwBD: ৫৯/- টাকা
  • অন্যান্য চাকরিপ্রার্থী: ১১৮০/- টাকা

Candidates can click on the link provided  here to download the official notification. To get daily job updates please visit our official website.

---Advertisement---

Related Post

WB ICDS Supervisor Recruitment 2025: অনলাইনে আবেদন করুন

পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ শীঘ্রই ICDS WB সুপারভাইজার নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS WB) পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সুপারভাইজার, ...

Anganwadi Recruitment 2025: আবেদন প্রক্রিয়া, শূন্যপদ ও অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যারা অঙ্গনওয়াড়িতে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ বিভিন্ন ...

CTET 2025 Notification: आवेदन शुरू, जानें परीक्षा तिथि और पूरी जानकारी

CTET 2025 Notification: केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड (CBSE) द्वारा केंद्रीय शिक्षक पात्रता परीक्षा (CTET) का आयोजन वर्ष में दो बार किया जाता है। इसे CTET के नाम से ...

CTET 2025 Registration: How to Apply Online?

CTET 2025 Registration: The Central Teacher Eligibility Test (CTET) 2025 is conducted by the Central Board of Secondary Education (CBSE) to determine the eligibility of candidates for teaching ...

Leave a Comment