WBPSC Clerkship Practice Set 06: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) কর্তৃক Clerkship 2025 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে সহজ ও কার্যকর করতে Siksakul সম্পূর্ণ বিনামূল্যে WBPSC Clerkship Practice Set প্রদান করছে। প্রতিদিন নতুন নতুন WBPSC Clerkship MCQ প্রশ্ন ও উত্তর আপলোড করা হচ্ছে, যা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত এই প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং WBPSC Clerkship 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিন।
WBPSC Clerkship Practice Set 2025 – সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুতির সুযোগ!
WBPSC Clerkship পরীক্ষায় ভালো ফল পেতে প্র্যাকটিস সেট অপরিহার্য। বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ টপিকগুলির ওপর ভিত্তি করে WBPSC Clerkship 2025 পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন সম্ভাব্য পরীক্ষার প্রশ্নের ধরণ অনুসারে গঠিত, যা আপনাকে WBPSC Clerkship 2025 পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করবে।
WBPSC Clerkship Practice Set in Bengali – সম্পূর্ণ বাংলা ভাষায় প্রস্তুতি
এই WBPSC Clerkship Practice Set 2025 বাংলা ভাষায় তৈরি করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা আরও ভালোভাবে নিজেদের প্রস্তুতি নিতে পারে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান প্রতিটি প্র্যাকটিস সেটে সংযোজিত রয়েছে। প্রতিদিন 10টি নতুন প্রশ্ন সহ WBPSC Clerkship 2025 Mock Test ও MCQ প্র্যাকটিস সেট আপলোড করা হবে।
WBPSC Clerkship Practice Set 06
1. ক্যাঙারুর দেশ কাকে বলে?
[A] আফ্রিকা[B] আমেরিকা
[C] অস্ট্রেলিয়া
[D] এর কোনোটিই নয়
উঃ অস্ট্রেলিয়া
2. হোয়াইট স্টর্ক কোন দেশের জাতীয় পাখি?
[A] ইউএসএ[B] কানাডা
[C] মেক্সিকো
[D] জার্মানি
উঃ জার্মানি
পরীক্ষার Free Mock Test দিতে WhatsApp গ্ৰুপে জয়েন করুন

3. ‘পদ্ম’ হল ভারতীয়—
[A] ঐতিহ্যের প্রতীক[B] ঐতিহ্য ও সত্যের প্রতীক
[C] সত্যের প্রতি
[D] কোনোটিই নয়
উঃ ঐতিহ্য ও সত্যের প্রতীক
4. ‘থাইল্যান্ড’ কি নামে পরিচিত?
[A] শ্বেত হস্তীর দেশ[B] ভয়ংকর বাঘের দেশ
[C] হীরকের দেশ
[D] বরফের দেশ
উঃ শ্বেত হস্তীর দেশ
5. ‘দিল্লি’র প্রথম স্বাধীন সুলতান কে?
[A] কুতুবউদ্দিন আইবক[B] নাসিরুদ্দিন শাহ
[C] ইলতুৎমিস
[D] বখতিয়ার খলজি
উঃ কুতুবউদ্দিন আইবক
6. ‘আদি গ্রন্থ’ কে রচনা করেন?
[A] গুরু নানক[B] গুরু অর্জুন
[C] তেগবাহাদুর
[D] রাম দাস
উঃ গুরু অর্জুন
7. নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয়?
[A] চাল[B] ভুট্টা
[C] তুলা
[D] যব
উঃ যব
8. পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
[A] রেঙ্গুন[B] কাঠমান্ডু
[C] হিমাচল প্রদেশ
[D] বেজিং
উঃ হিমাচল প্রদেশ
পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন

9. তামিলনাড়ুর প্রধান বাণিজ্যিক শস্য হল—
[A] ভুট্টা[B] কফি
[C] চিনাবাদাম
[D] কাজুবাদাম
উঃ কফি
10. ভারতের বৃহত্তম বন্দর হল—
[A] কলকাতা[B] মুম্বাই
[C] হলদিয়া
[D] কান্ডালা
উঃ মুম্বাই