WB ANM GNM 2025 Practice Set 2 in Bengali: স্বাস্থ্য পরিষেবার জগতে একজন নার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ANM (Auxiliary Nurse Midwifery) ও GNM (General Nursing and Midwifery) কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি একটি চ্যালেঞ্জ। তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি WB ANM GNM 2025 Practice Set 2 in Bengali, যাতে তোমরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রস্তুত হতে পারো।
WB ANM GNM 2025 Practice Set 2 in Bengali
মানব দেহ ও স্বাস্থ্যবিজ্ঞান (Human Body & Physiology)
1. দেহে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কোন রূপে?
ক. ইনসুলিন
খ. স্টার্চ
গ. গ্লাইকোজেন
ঘ. অ্যামিনো অ্যাসিড
2. দেহে কোন অঙ্গ ডিটক্সিফিকেশনের কাজ করে?
ক. বৃক্ক
খ. যকৃত
গ. ফুসফুস
ঘ. পাকস্থলী
3. হৃৎপিণ্ড প্রতি মিনিটে গড়ে কতবার স্পন্দিত হয়?
ক. ৫০ বার
খ. ৬০–১০০ বার
গ. ১২০ বার
ঘ. ২০০ বার
4. হরমোন কোন গ্রন্থি নিঃসরণ করে?
ক. অক্সিজেন গ্রন্থি
খ. গ্রন্থিযুক্ত কোষ
গ. রক্তকণিকা
ঘ. স্নায়ু
5. মায়ের দুধে কোন রোগ প্রতিরোধকারী উপাদান থাকে?
ক. গ্লুকোজ
খ. প্রোটিন
গ. ইমিউনোগ্লোবুলিন
ঘ. ক্যালসিয়াম
সাধারণ বিজ্ঞান (General Science)
6. পানি ফুটে ওঠে কত ডিগ্রি সেলসিয়াসে?
ক. ৯০°C
খ. ১০০°C
গ. ১১০°C
ঘ. ১২০°C
7. মানবদেহে সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি?
ক. বাইসেপ
খ. জিহ্বা
গ. পেশি গোষ্ঠী
ঘ. বুকের পেশি
8. ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়?
ক. বৃক্ক
খ. অগ্ন্যাশয়
গ. পাকস্থলী
ঘ. লিভার
9. রক্তে কোন উপাদান রক্তজমাট বাঁধাতে সাহায্য করে?
ক. প্লেটলেট
খ. হিমোগ্লোবিন
গ. প্লাজমা
ঘ. WBC
10. কোনো ইনজেকশনের মাধ্যমে জীবাণুকে নিষ্ক্রিয় করে রোগ প্রতিরোধ করা হয়, একে বলে –
ক. থেরাপি
খ. টিকা
গ. অ্যান্টিবায়োটিক
ঘ. সিরাম
সাধারণ জ্ঞান (General Knowledge)
11. WHO প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?
ক. ১৯৪৫
খ. ১৯৪৬
গ. ১৯৪৮
ঘ. ১৯৫০
12. ‘নার্স দিবস’ পালিত হয় –
ক. ১২ মে
খ. ৭ এপ্রিল
গ. ১ ডিসেম্বর
ঘ. ২০ জুন
13. ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কে? (এই উত্তর সময় অনুযায়ী আপডেট করতে হবে)
14. কোনটি ভারতের প্রথম মেডিকেল কলেজ?
ক. AIIMS দিল্লি
খ. ক্যালকাটা মেডিকেল কলেজ
গ. জওহরলাল মেডিকেল
ঘ. সিএমসি ভেলোর
15. জন্মনিয়ন্ত্রণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. অ্যান্টাসিড
খ. কনডোম
গ. ইনহেলার
ঘ. টনিক
16. রক্তে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই অক্সাইড
ঘ. হাইড্রোজেন
17. কোন রোগে ইনসুলিন হরমোনের ঘাটতি দেখা যায়?
ক. ক্যান্সার
খ. ডায়াবেটিস
গ. টাইফয়েড
ঘ. অ্যাজমা
18. গর্ভবতী মায়ের জন্য সবচেয়ে উপযুক্ত পুষ্টি উপাদান কোনটি?
ক. সোডিয়াম
খ. ভিটামিন D
গ. আয়রন
ঘ. জিঙ্ক
19. শিশুর জন্মের পর প্রথম টিকা কোনটি দেওয়া হয়?
ক. BCG
খ. OPV
গ. DPT
ঘ. Measles
20. “ফ্লোরেন্স নাইটিঙ্গেল” কোন যুদ্ধের সময় সেবিকার দায়িত্ব পালন করেন?
ক. বিশ্বযুদ্ধ ১
খ. বিশ্বযুদ্ধ ২
গ. ক্রিমিয়ান যুদ্ধ
ঘ. ফরাসি বিপ্লব
You may also like: পড়াশোনার গুরুত্ব নিয়ে ৫০টি অনুপ্রেরণামূলক উক্তি