---Advertisement---

Map and Location Based Geography MCQ in Bengali l ৫০টি মানচিত্র ও অবস্থানভিত্তিক ভূগোল প্রশ্ন ও উত্তর

By Siksakul

Published on:

Map and Location Based Geography MCQ in Bengali
---Advertisement---

Map and Location Based Geography MCQ in Bengali: বাংলা ভাষায় Railway Group D ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মানচিত্র ও অবস্থানভিত্তিক ভূগোল প্রশ্নোত্তর (MCQ) খুবই গুরুত্বপূর্ণ। নিচে দেওয়া হলো এমনই ৫০টি বাছাই করা প্রশ্ন ও উত্তর।

১. ভারতের সর্বদক্ষিণতম বিন্দুটি কী?
উত্তর: ইন্দিরা পয়েন্ট, নিকোবর দ্বীপপুঞ্জ

২. ভারতের মানচিত্রে কাঁকড়ার মতো দেখতে রাজ্য কোনটি?
উত্তর: গোয়া

৩. ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি?
উত্তর: রাজস্থান

৪. ভারতের কোন রাজ্য ৩টি দেশের সীমান্ত স্পর্শ করে?
উত্তর: সিকিম (নেপাল, ভূটান, চীন)

৫. ভারতের পূর্বতম রাজ্য কোনটি?
উত্তর: অরুণাচল প্রদেশ

৬. ভারতের মানচিত্রে ‘চিকেন নেক’ (Chicken Neck) কোথায় অবস্থিত?
উত্তর: সিলিগুড়ি করিডোর

৭. ভারতের দক্ষিণতম রাজ্য কোনটি?
উত্তর: তামিলনাড়ু

৮. ভারতের মানচিত্রে ‘থার মরুভূমি’ কোথায় অবস্থিত?
উত্তর: রাজস্থান

৯. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: কাঞ্চনজঙ্ঘা

১০. ভারতের সর্বনিম্ন ভূমি অঞ্চল কোথায়?
উত্তর: কচ্ছের রান, গুজরাট

১১. ভারতের পশ্চিমতম রাজ্য কোনটি?
উত্তর: গুজরাট

১২. সিকিম রাজ্যটি কতটি দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে?
উত্তর: তিনটি

১৩. ‘ভূ-অক্ষাংশ’ শব্দটির মানে কী?
উত্তর: উত্তর-দক্ষিণ রেখা যা পৃথিবীকে দুই ভাগে ভাগ করে

১৪. কোন রাজ্য ‘তিন তরঙ্গবিশিষ্ট সীমানা’ ভাগ করে?
উত্তর: জম্মু ও কাশ্মীর

১৫. হিমালয় পর্বতমালা কোন দিক বরাবর বিস্তৃত?
উত্তর: পশ্চিম থেকে পূর্ব

১৬. কন্যাকুমারী কোথায় অবস্থিত?
উত্তর: তামিলনাড়ু

১৭. ‘কোরোমণ্ডল উপকূল’ কোথায় অবস্থিত?
উত্তর: পূর্ব ভারতের দক্ষিণাংশে

১৮. দার্জিলিং কোন পর্বতমালার অন্তর্গত?
উত্তর: হিমালয়

১৯. ভারতের মধ্যে একমাত্র দ্বীপপুঞ্জ রাজ্য কোনটি?
উত্তর: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

২০. গিরি পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: গুজরাট

২১. দেক্কান মালভূমি ভারতের কোন অংশে অবস্থিত?
উত্তর: দক্ষিণ মধ্য ভারত

২২. পশ্চিমঘাট পর্বত কোথায়?
উত্তর: কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র

২৩. ‘গাঙ্গেয় সমভূমি’ কোন নদীর দ্বারা গঠিত?
উত্তর: গঙ্গা

২৪. ভারতের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
উত্তর: লেহ, লাদাখ

২৫. সুন্দরবন কোথায় অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্ত অঞ্চলে

২৬. ভারতের সীমান্ত সবচেয়ে বেশি কোন দেশের সঙ্গে?
উত্তর: বাংলাদেশ

২৭. ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত?
উত্তর: ভারত মহাসাগর

২৮. ‘মালাবার উপকূল’ কোথায় অবস্থিত?
উত্তর: কেরালার পশ্চিমে

২৯. হিমাচল পর্বতমালা কোন অঞ্চলে পড়ে?
উত্তর: মধ্য হিমালয়

৩০. ভারতের মানচিত্রে বাঁশঝাড় সবচেয়ে বেশি কোন রাজ্যে?
উত্তর: মিজোরাম

৩১. ভারতের সীমান্ত ভাগ করে এমন রাজ্যের সংখ্যা কতটি?
উত্তর: ১৭টি

৩২. গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: মহারাষ্ট্র

৩৩. ভূপৃষ্ঠে জলস্তরের অবস্থানকে কী বলে?
উত্তর: জলসীমা বা Sea Level

৩৪. ভারতের উত্তর-পূর্বে ‘সেভেন সিস্টার্স’ বলে কোন রাজ্যগুলো পরিচিত?
উত্তর: অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা

৩৫. ‘সাপের মতো ঘুরে যাওয়া নদী’ বলা হয় কোন নদীকে?
উত্তর: ব্রহ্মপুত্র

৩৬. জম্মু ও কাশ্মীর বর্তমানে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল?
উত্তর: দুটি – জম্মু ও কাশ্মীর, লাদাখ

৩৭. ভারতের কোন রাজ্যে রয়েছে হিমালয়ের শৈলশ্রেণী?
উত্তর: জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ

৩৮. ভূপৃষ্ঠে সবথেকে উঁচু হ্রদ কোনটি?
উত্তর: গুরুডোংমার হ্রদ (সিকিম)

৩৯. পশ্চিমবঙ্গের সীমান্ত রাজ্য কোনটি?
উত্তর: বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, সিকিম

৪০. ভারতের মানচিত্রে রত্নগিরি কোথায়?
উত্তর: মহারাষ্ট্র

৪১. ‘নীলগিরি পাহাড়’ কোথায় অবস্থিত?
উত্তর: তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক সীমানায়

৪২. ‘ম্যাকমোহন রেখা’ কোথায়?
উত্তর: ভারত ও চীনের সীমান্তে (অরুণাচল প্রদেশ)

৪৩. ভারতের উত্তর সীমান্তে সবচেয়ে বেশি সময় তুষারপাত কোথায় হয়?
উত্তর: জম্মু ও কাশ্মীর

৪৪. ‘কচ্ছের রান’ কোন ধরনের ভূমি?
উত্তর: লবণাক্ত মরুভূমি

৪৫. কোন রাজ্য ভারতের ‘অর্থনৈতিক রাজধানী’ হিসেবে পরিচিত?
উত্তর: মহারাষ্ট্র (মুম্বাই)

৪৬. ভারতের মানচিত্রে ‘দুয়ার্স’ অঞ্চল কোথায়?
উত্তর: পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে

৪৭. ভারতের মানচিত্রে সবচেয়ে বড় নদী বেসিন কোনটি?
উত্তর: গঙ্গা বেসিন

৪৮. ভারতের কেরালা রাজ্যের পশ্চিমে কোন সাগর?
উত্তর: আরব সাগর

৪৯. ভারতের মানচিত্রে ‘ত্রিভুজাকার’ মালভূমি কোনটি?
উত্তর: দেক্কান মালভূমি

৫০. ভারতের সীমান্ত রাজ্য নয় এমন একটি রাজ্য কোনটি?
উত্তর: মধ্যপ্রদেশ

---Advertisement---

Related Post

AIIMS Kalyani Recruitment 2025: Unlock Your Dream Career in Healthcare – Apply Now for Various Vacancies!

AIIMS Kalyani Recruitment 2025: All India Institute of Medical Sciences (AIIMS) Kalyani has announced various job vacancies, including Data Entry Operator, Senior Resident, and Junior Resident. Don’t miss ...

Exciting Career Opportunity: Indian Overseas Bank Recruitment for 400 Local Bank Officers

Indian Overseas Bank Recruitment for 400 Local Bank Officers: Are you aspiring to join the esteemed Indian Overseas Bank as a Local Bank Officer? Look no further! We’ve ...

✍️ States and their Major Tribes in India 2025 l ভারতের রাজ্য ও বিভিন্ন জনজাতি

States and their Major Tribes in India: ভারত একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, যেখানে নানা ভাষা, সংস্কৃতি এবং জাতিগোষ্ঠীর সহাবস্থান লক্ষ করা যায়। এই বৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হলো — ...

International Boundary Lines 2025 l পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা

বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতি বোঝার জন্য আন্তর্জাতিক সীমারেখা (International Boundary Lines) সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি। এই সীমারেখাগুলি শুধু দেশভাগের চিহ্ন নয়, বরং ইতিহাস, কূটনীতি, যুদ্ধ এবং ...

Leave a Comment