---Advertisement---

PSC Clerkship Preparation Set 01 l PSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট ০১ – পরীক্ষার প্রস্তুতি নিন এখনই

By Siksakul

Updated on:

PSC Clerkship Preparation Set 01
---Advertisement---

PSC Clerkship Preparation Set 01: সম্প্রতি PSC ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সাফল্য পেতে হলে সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত চর্চা অত্যন্ত জরুরি। অনেকেই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন, আবার অনেকে এখনও সঠিকভাবে কোথা থেকে কীভাবে শুরু করবেন—তা বুঝে উঠতে পারছেন না। তাই আমরা এই প্র্যাকটিস সেটটি তৈরি করেছি পূর্ববর্তী বছরের প্রশ্নের ধরন ও পরীক্ষার প্রবণতা বিশ্লেষণ করে, যাতে নতুন ও পুরনো উভয় পরীক্ষার্থীই উপকৃত হন।

PSC Clerkship Preparation Set 01 l PSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট ০১

১} মাস্টারদা নামে কে পরিচিত?

(A) রাসবিহারী ঘোষ

(B) পুলিন বিহারি ঘোষ

(C) সূর্যসেন

(D) যতীন্দ্রনাথ ব্যানার্জি

Answer – সূর্যসেন

২} ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল?

(A) 1941

(B) 1971

(C) 1910

(D) 1911

Answer – 1911

৩} রাজতরঙ্গিনী লিখেছেন?

(A) বানভট্ট

(B) অশ্বঘোষ

(C) কলহন

(D) পতঞ্জলি

Answer – কলহন

৪} শকাব্দ শুরু __ সালে?

(A) 78 খ্রিষ্টপূর্ব

(B) 58 খ্রিস্টপূর্ব

(C) 327 খ্রিস্টপূর্ব

(D) 320 খ্রিস্টপূর্ব

Answer – 78 খ্রিষ্টপূর্ব

৫} নিম্নলিখিত নদী গুলির মধ্যে কোনটি পশ্চিমে প্রবাহিত?

(A) গোদাবরীম

(B) নর্মদা

(C) কৃষ্ণা

(D) হানদী

Answer – নর্মদা

৬} বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল?

(A) অমরাবতী শিল্পশৈলীতে

(B) গান্ধার শিল্পশৈলীতে

(C) সারনাথ শিল্পশৈলীতে

(D) মথুরা শিল্পশৈলীতে

Answer – গান্ধার শিল্পশৈলীতে

৭} নিন্মলিখিত ব্যাক্তিদের মধ্যে কে প্রথম 1857 সালের বিদ্রোহের পতাকা উত্তোলন করে ছিলেন?

(A) নানা সাহেব

(B) রানী লক্ষীবাঈ

(C) মঙ্গল পান্ডে

(D) তাঁতিয়া টোপি

Answer – মঙ্গল পান্ডে

৮} ভারত ও মায়ানমারের মধ্যে _ পর্বতশ্রেণী অবস্থান করছে?

(A) নামচা বারোয়া

(B) লুসাই

(C) খাসি

(D) তুরা

Answer – লুসাই

৯} গান্ধার শিল্পী শৈল কার সাথে যুক্ত?

(A) কনিষ্ক

(B) দ্বিতীয় পুলকেশী

(C) হর্ষবর্ধন

(D) উপরের কোনোটিই নয়

Answer – কনিষ্ক

PSC Clerkship Practice Set 01

১০} নীচের কোণটি থাইল্যান্ডের মুদ্রা ?

(A) রুপি

(B) রিঙ্গিত

(C) ইউয়ান

(D) বাত

Answer – বাত

Read More : WBPSC Clerkship Practice Set 07

---Advertisement---

Related Post

RRB NTPC 2025 Syllabus PDF in Bengali | Download Railway NTPC Syllabus l রেলওয়ে NTPC সিলেবাস 2025 | RRB NTPC পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস PDF ডাউনলোড

RRB NTPC 2025 Syllabus PDF in Bengali: সম্প্রতি ভারতীয় রেল কর্তৃপক্ষ RRB NTPC 2025 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই অনুযায়ী, আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করবো Railway NTPC ...

Railway NTPC Practice Set 02 in Bengali l রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট ০২

Railway NTPC Practice Set 02 in Bengali: রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার নির্ধারিত সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজনের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেটটি। বিগত বছরের পরীক্ষাগুলির প্রশ্নপত্র বিশ্লেষণ ...

Railway NTPC Practice Set 01 in Bengali l রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট ০১

Railway NTPC Practice Set 01 in Bengali: রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার নির্ধারিত সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজনের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেটটি। বিগত বছরের পরীক্ষাগুলির ...

Leave a Comment