RRB NTPC 2025 Math Practice Set 04: Preparing for the RRB NTPC 2025 exam? Mathematics is one of the scoring sections, and mastering topics like Average and Percentage is essential to boost your score. In this RRB NTPC 2025 Math Practice Set 04, we have compiled 60 most important MCQs based on previous year papers and latest exam trends.
Whether you’re aiming for CBT 1 or CBT 2, this set will help you improve speed, accuracy, and confidence.
এই ব্লগে আপনি যা পাবেন:
- গড় (Average) সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- শতকরা (Percentage) বিষয়ক MCQ অনুশীলন
- RRB NTPC পরীক্ষার জন্য কার্যকর কৌশল
নিয়মিত প্র্যাকটিস করুন আর পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যান। এখনই শুরু করুন Math Practice Set 04 – Average and Percentage!
RRB NTPC 2025 Math Practice Set 04 | গড় ও শতকরা বিষয়ক ৬০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
এখানে RRB NTPC 2025 পরীক্ষার জন্য গড় (Average) সম্পর্কিত ৩০টি MCQ টাইপ প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক।
Table of Contents
বিষয়: গড় (Average) ভিত্তিক ৩০টি MCQ প্রশ্নোত্তর
ক্র. | প্রশ্ন | অপশন | সঠিক উত্তর |
---|---|---|---|
1 | ৫ জন ছাত্রের গড় বয়স ২০ বছর। তাদের মোট বয়স কত? | A) 90 B) 100 C) 110 D) 120 | D) 100 |
2 | গড় ৪৫ হলে ৮টি সংখ্যার যোগফল কত? | A) 360 B) 340 C) 400 D) 420 | C) 360 |
3 | ৪টি সংখ্যার গড় ২৫। ৫ম সংখ্যাটি ৩৫ হলে নতুন গড় কত? | A) 27 B) 26 C) 28 D) 30 | B) 26 |
4 | ৩টি সংখ্যার গড় ৬। তাদের যোগফল কত? | A) 15 B) 18 C) 20 D) 24 | B) 18 |
5 | ৬ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। একজন নতুন ছাত্রের বয়স ২১ হলে গড় কত হয়? | A) 16 B) 15.5 C) 16.2 D) 16.4 | B) 15.86 ≈ 15.9 |
6 | ১০, ২০, ৩০, ৪০, ৫০ – গড় কত? | A) 25 B) 30 C) 35 D) 40 | B) 30 |
7 | গড় ৪০, সংখ্যা ৫টি। যোগফল কত? | A) 180 B) 200 C) 210 D) 220 | B) 200 |
8 | ৫ জনের গড় নম্বর ৭০, একজনের নম্বর ৮০ হলে নতুন গড় কত? | A) 71 B) 72 C) 73 D) 75 | C) 73.33 |
9 | ৯ জন ছাত্রের গড় নম্বর ৫০। একজনের নম্বর ৭২ হলে বাকি ৮ জনের গড় কত? | A) 48 B) 49 C) 47.75 D) 46 | C) 47.75 |
10 | ২০, ৩০, ৪০ – এই সংখ্যাগুলোর গড় কত? | A) 25 B) 30 C) 35 D) 40 | C) 30 |
11 | ৭০, ৬০, ৫০ – গড় কত? | A) 55 B) 60 C) 65 D) 50 | B) 60 |
12 | ৪ জন ছাত্রের গড় বয়স ১৬ বছর, নতুন একজন ২০ বছর হলে গড় কত হয়? | A) 17 B) 16.5 C) 16.8 D) 18 | C) 16.8 |
13 | গড় ১৫, সংখ্যা ২০টি। ৫টি বাদ দিলে গড় ১৬ হয়। বাদ দেওয়া সংখ্যার গড় কত? | A) 10 B) 11 C) 12 D) 13 | B) 11 |
14 | গড় ২৫ হলে, ৩টি সংখ্যার যোগফল কত? | A) 50 B) 75 C) 100 D) 90 | B) 75 |
15 | ৩, ৬, ৯, ১২ – গড় কত? | A) 7.5 B) 6.5 C) 8 D) 9 | A) 7.5 |
16 | ৬টি সংখ্যার গড় ১২, পরবর্তী ৪টি সংখ্যার গড় ১৮। সবগুলোর গড় কত? | A) 14 B) 15 C) 14.4 D) 13 | C) 14.4 |
17 | গড় ৫৫, ৯ জন ছাত্র। ১ জনের নম্বর ৭৫। বাকি ৮ জনের গড় কত? | A) 50 B) 52.5 C) 55 D) 56 | B) 52.5 |
18 | গড় ৩০, সংখ্যা ৭টি। একটি সংখ্যা ৪০ হলে বাকি গুলোর গড় কত? | A) 28.57 B) 30 C) 29 D) 27 | A) 28.57 |
19 | গড় ৬০, ১০ জন ছাত্র। ১ জন ছাত্র গেলে গড় ৫৯ হয়। ছাত্রটির নম্বর কত? | A) 65 B) 70 C) 69 D) 68 | C) 69 |
20 | ৫ জন ছাত্রের গড় নম্বর ৬০, নতুন ছাত্রের নম্বর ৮০। নতুন গড় কত? | A) 63 B) 64.5 C) 65 D) 66.5 | D) 66.67 |
21 | গড় ৩২, সংখ্যা ১০টি। ৫টি বাদ দিলে গড় ৩০ হয়। বাদ দেওয়া সংখ্যার গড় কত? | A) 34 B) 33 C) 36 D) 32 | A) 34 |
22 | গড় ২০, সংখ্যা ৫টি। নতুন সংখ্যা ২৫ যোগ করলে গড় কত হয়? | A) 21 B) 22 C) 20 D) 23 | A) 21 |
23 | গড় ১০, সংখ্যা ৮টি। একটি সংখ্যা ভুল করে ২০-এর জায়গায় ৩০ লেখা হয়। সঠিক গড় কত হবে? | A) 9.5 B) 8.75 C) 10 D) 9 | A) 9.5 |
24 | গড় ৫০, সংখ্যা ১২টি। ৬টি সংখ্যার যোগফল 240 হলে বাকি গুলোর যোগফল কত? | A) 360 B) 300 C) 340 D) 320 | A) 360 |
25 | গড় ৪০, সংখ্যা ১০টি। নতুন সংখ্যা ৫০ হলে নতুন গড় কত? | A) 41 B) 42 C) 45 D) 43 | B) 41 |
26 | গড় ১০০, সংখ্যা ৫টি। একটি সংখ্যা বাদ গেলে গড় ৯০ হয়। বাদ দেওয়া সংখ্যাটি কত? | A) 150 B) 120 C) 130 D) 140 | D) 140 |
27 | গড় ২৮, সংখ্যা ৪টি। একটির মান ৩০ হলে বাকিগুলোর গড় কত? | A) 27 B) 26.5 C) 29 D) 25 | A) 27 |
28 | গড় ৬০, সংখ্যা ৫টি। ৩টি সংখ্যার যোগফল ১৫০ হলে বাকি ২টির গড় কত? | A) 60 B) 75 C) 65 D) 70 | A) 60 |
29 | ১০, ২০, ৩০, ৪০, ৫০ – এই সংখ্যার গড় কত? | A) 25 B) 30 C) 35 D) 40 | B) 30 |
30 | ৬০, ৬৫, ৭০ – এই সংখ্যার গড় কত? | A) 65 B) 66 C) 67 D) 64 | A) 65 |
বিষয়: শতকরা হিসাব (Percentage) ভিত্তিক ৩০টি MCQ প্রশ্নোত্তর
ক্র. | প্রশ্ন | অপশন | সঠিক উত্তর |
---|---|---|---|
1 | ৫০ এর ২০% কত? | A) 5 B) 10 C) 15 D) 20 | B) 10 |
2 | ২৫০ এর ১০% কত? | A) 15 B) 20 C) 25 D) 30 | C) 25 |
3 | ৪০০ এর ১৫% কত? | A) 60 B) 50 C) 40 D) 55 | A) 60 |
4 | ১০০০ টাকার ২৫% ছাড় দিলে মূল্য কত হবে? | A) 800 B) 750 C) 900 D) 850 | B) 750 |
5 | ২০০ এর ৫% কত? | A) 10 B) 5 C) 15 D) 20 | A) 10 |
6 | ২৫০ এর ৪০% কত? | A) 80 B) 100 C) 90 D) 110 | C) 100 |
7 | ১০০ এর ৮০% কত? | A) 70 B) 80 C) 85 D) 75 | B) 80 |
8 | ৫০০ এর ২% কত? | A) 5 B) 10 C) 15 D) 20 | B) 10 |
9 | ২০% বৃদ্ধি পেলে ২০০ টাকার নতুন মূল্য কত হবে? | A) 210 B) 220 C) 240 D) 250 | B) 240 |
10 | ৩০০ টাকায় ১০% লাভ হলে বিক্রয় মূল্য কত? | A) 320 B) 310 C) 330 D) 340 | C) 330 |
11 | ৪০০ টাকায় ২৫% লোকসান হলে বিক্রয় মূল্য কত? | A) 300 B) 310 C) 320 D) 330 | A) 300 |
12 | ৪৫০ এর ৬০% কত? | A) 270 B) 260 C) 250 D) 280 | A) 270 |
13 | কোন সংখ্যার ৩০% হলে ৯০ হয়, সংখ্যাটি কত? | A) 200 B) 250 C) 300 D) 270 | C) 300 |
14 | ৬০০ এর ১২.৫% কত? | A) 70 B) 75 C) 80 D) 90 | B) 75 |
15 | ৫০০ এর ৫% কত? | A) 25 B) 20 C) 30 D) 35 | A) 25 |
16 | ৮০ কে ২০% বাড়ালে নতুন সংখ্যা কত হবে? | A) 90 B) 95 C) 96 D) 100 | C) 96 |
17 | কোন সংখ্যার ৫০% হলে ১৫০ হয়, সংখ্যাটি কত? | A) 250 B) 300 C) 200 D) 180 | B) 300 |
18 | ১৫০ এর ১% কত? | A) 1.5 B) 15 C) 0.15 D) 10 | A) 1.5 |
19 | ৫০০ এর ২০০% কত? | A) 1000 B) 900 C) 1200 D) 1100 | A) 1000 |
20 | ৮০০ এর ১৫% কত? | A) 120 B) 110 C) 130 D) 140 | A) 120 |
21 | ১০০০ এর ২.৫% কত? | A) 25 B) 20 C) 30 D) 40 | A) 25 |
22 | কোন সংখ্যার ২৫% হলে ৫০ হয়, সংখ্যাটি কত? | A) 150 B) 200 C) 250 D) 300 | B) 200 |
23 | ৬০০ এর ৭৫% কত? | A) 450 B) 500 C) 480 D) 470 | A) 450 |
24 | ৯০০ এর ১০% কত? | A) 90 B) 100 C) 95 D) 85 | A) 90 |
25 | কোন সংখ্যার ৮০% হলে ৪০০ হয়, সংখ্যাটি কত? | A) 500 B) 600 C) 480 D) 450 | A) 500 |
26 | ৩৫০ টাকার উপর ১০% ছাড় দিলে মূল্য কত? | A) 315 B) 320 C) 330 D) 325 | A) 315 |
27 | ৫০০ এর ১.৫% কত? | A) 7.5 B) 6.5 C) 8.5 D) 9 | A) 7.5 |
28 | ১২০০ এর ২৫% কত? | A) 300 B) 250 C) 280 D) 350 | A) 300 |
29 | কোন সংখ্যার ২০% হলে ৬০ হয়, সংখ্যাটি কত? | A) 200 B) 300 C) 250 D) 280 | A) 300 |
30 | ৯০ এর ১০% কত? | A) 9 B) 8 C) 10 D) 11 | A) 9 |
Read More :
- RRB NTPC 2025 Math Practice Set 01 – Number System
- Railway NTPC PYQ Bengali Part 04
- PSC Clerkship or Food SI GK Practice Set – 4
আপনি কি বাংলা উক্তি, কবিতা ও গল্প পড়তে ভালোবাসেন, তাহলে এখনি ক্লিক করুন আমাদের ওয়েবসাইটে www.raateralo.com