---Advertisement---

Important GK on Continents l Continents related General Knowledge 2025 l মহাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান ২০২৫

By Siksakul

Published on:

---Advertisement---

Important GK on Continents: আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন — যেমন SSC, RRB, WBCS, UPSC বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা, তাহলে মহাদেশ (Continents) সম্পর্কে সাধারণ জ্ঞান অপরিহার্য।
এই ব্লগে আমরা তুলে ধরছি Important GK on Continents, যেমন:
📌 সাতটি মহাদেশের নাম
📌 মহাদেশ অনুযায়ী দেশগুলির সংখ্যা
📌 আয়তন ও জনসংখ্যা অনুযায়ী মহাদেশের তালিকা
📌 মহাদেশভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (MCQ)
📌 Geography Static GK – মহাদেশ ও দেশ

এই “Continents related General Knowledge 2025” গাইডটি পরীক্ষায় আসা সম্ভাব্য প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো, যা আপনাকে বিভিন্ন বিষয়ের উপর দ্রুত ধারণা তৈরি করতে সাহায্য করবে।

বিশেষ করে যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমরা দিয়েছে বাংলা ভাষায় মহাদেশ সম্পর্কিত প্রশ্নোত্তর ২০২৫ — যা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

Important GK on Continents l মহাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান

এশিয়া মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন: এশিয়া মহাদেশের অবস্থান কিরূপ ?
১০ ডিগ্রী দক্ষিণ হতে ৭৮ ডিগ্রী উত্তর অংশ এবং ২৫ডিগ্রী পূর্ব হতে পূর্ব দিকে ১৭০ ডিগ্রী দ্রাঘিমা পর্যন্ত ।
প্রশ্ন: এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা ?
৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা ।
প্রশ্ন: এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত ?
উত্তর গোলার্ধে ।
প্রশ্ন: এশিয়ার আয়তন কত ?
৩,১০,২৭,২৩০ বর্গ কি.মি.।
প্রশ্ন: এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
২১.৪ % ।
প্রশ্ন: এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত ?
প্রায় এক তৃতীয়াংশ ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম দীপ কোনটি ?
বোর্নিও (৭,৪৬,৫৪৬ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
গণ চীন (৯৩,২৬,৪১০ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি ?
মালদ্বীপ (৩০০ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: লোক সংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
গণচীন ।
প্রশ্ন: এশিয়ার মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত ?
৫৭,৯৫০ কি.মি. ।
প্রশ্ন: জাপান সাগর ও পীত সাগের মধ্যে কোন দীপের অবস্থান ?
কোরিয়া উপদ্বীপ ।
প্রশ্ন: পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত ?
বাহরাইন দ্বীপ ।
প্রশ্ন: পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বাস করে ?
৬০.৬ ভাগ ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.) ।
প্রশ্ন: এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?
সালউইন ।
প্রশ্ন: এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি ?
ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ ), ইনিসি (৫৪০৬ কি.মি.), হোয়াংহো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রম্মপুত্র (২৭০০ কি.মি.)।
প্রশ্ন: ব্রম্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ?
সানপো ।
প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি ?
কাস্পিয়ান সাগর, (১,৪৩,২৪৪ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার ) ।
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার আয়তন কত ?
৪৩,৮৬,৫৪০ বর্গ কি.মি. ।
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
ভারত ।
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূর্ণ শেষ কোনটি ?
বাংলাদেশ ।
প্রশ্ন: এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি ?
এভারেস্ট ।
প্রশ্ন: এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
লোহিত সাগর ।
প্রশ্ন: এভারেস্টের উচ্চতা কত ?
২৯,০২৮ ফুট বা ৮.৮৪৮ মিটার প্রায় ।
প্রশ্ন: এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?
গডউইন অষ্টিন ।
প্রশ্ন: গডউইন অষ্টিন পর্বত শৃঙ্গের অবস্থান কোন পর্বত শ্রেণীতে ?
কারাকোরাম ।
প্রশ্ন: কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ?
ভারত ও পাকিস্তান ।
প্রশ্ন: সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?
আরব সাগরে ।
প্রশ্ন: গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ?
বঙ্গপসাগরে ।
প্রশ্ন: ব্রম্মপুত্র নদ কথা থেকে উৎপন্ন হয়েছে ?
তিব্বতে ।
প্রশ্ন: ব্রম্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
চীনের তিব্বত, ভারত ও বাংলাদেশ ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম অরণ্য কোনটি ?
তৈগা ।
প্রশ্ন: লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে ?
আফ্রিকা ।
প্রশ্ন: এশিয়া মাইনর কাকে বলে ?
ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে ।
প্রশ্ন: এশিয়া মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে ?
লেভান্ট ।
প্রশ্ন: এশিয়ার সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?
ক্লুকেভকাজা সোপক ।
প্রশ্ন: এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত ?
২৫০ সেন্টিমিটার ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি ?
গোবি মরুভূমি, মঙ্গলিয়া ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি ?
পশ্চিম সাইবেরিয়া ।
প্রশ্ন: এশিয়া ও ইউরোপকে একত্রে কি বলে ?
ইউরেশিয়া ।
প্রশ্ন: এশিয়ার সর্ব উত্তর বিন্দু কোনটি ?
চেলুসকিনের অগ্রভাগ ।
প্রশ্ন: এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু কোনটি ?
বেবা অন্তরীপ ।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম লবন হ্রদ কোনটি ?
কাস্পিয়ান সাগর ।
প্রশ্ন: পৃথিবীর শীতলতম স্থান কোনটি ?
খারখয়ানস্ক ।
প্রশ্ন: এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি ?
তৈগা ।
প্রশ্ন: পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি ?
আজিজিয়া, লিবিয়া ।
প্রশ্ন: হরমুজ প্রনালী কোথায় অবস্থিত ?
ওমান উপসাগর ও লোহিত সাগরের মধ্যে ।
প্রশ্ন: পূর্ব চীন সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে ?
ফরমোজা প্রণালী ।
প্রশ্ন: বাহরাইন কোথায় অবস্থিত ?
পারস্য উপসাগরে ।
প্রশ্ন: কোন নদীকে চীনের দুঃখ বলা হয় ?
হোয়াং হো নদীকে ।

ইউরোপ মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন: ইউরোপের আয়তন কত ?
২,২৮,২৫,৯০৫ বর্গ কি.মি ।
প্রশ্ন: ইউরোপ কোন গোলার্ধে অবস্থিত ?
উত্তর গোলার্ধে ।
প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ কততম মহাদেশ ?
দ্বিতীয় ।
প্রশ্ন: ইউরোপ পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
১৫.৭% ।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে ইউরোপ কততম ?
তৃতীয় ।
প্রশ্ন: ইউরোপের মোট উপকূল রেখা কত ?
৪১,২০৪ কি.মি. ।
প্রশ্ন: আয়তনে ইউরোপ এশিয়ার কতভাগের সমান ?
পাঁচ ভাগের একভাগ ।
প্রশ্ন: ইউরোপের পূর্ব দিকে কোন সাগরের অবস্থান ?
ক্যাম্পিয়ান সাগর ।
প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ?
ভলগা ।
প্রশ্ন: ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি কি কি ?
ভিসুুভিয়াস(ইটালি), ইটনা(সিসিলি) ।
প্রশ্ন: আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ কোনটি ?
রাশিয়া (১,৬৯,৯৫,৮০০ বর্গ কি. মি.) ।
প্রশ্ন: লোক সংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
রাশিয়া ।
প্রশ্ন: ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি ?
দানিউব , ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিন, ও রোন ।
প্রশ্ন: দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায় ?
ব্ল্যাক ফরেস্ট থেকে ।
প্রশ্ন: ভলগা নদী কোথায় পতিত হয়েছে ?
ক্যাম্পিয়ান সাগর ।
প্রশ্ন: কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত ?
টেমস ।
প্রশ্ন: পৃথিবীর সর্ববৃহৎ মৎস্যচারণ ক্ষেত্র কোনটি ?
ডগার্স ব্যাংক ।
প্রশ্ন: ইউরোপের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপন্ন দেশ কোনটি ?
রাশিয়া ।
প্রশ্ন: ইউরোপের জলবায়ুর প্রকৃতি কেমন ?
আর্দ্র ।
প্রশ্ন: ফ্রান্স ও স্পেনের সীমান্তে কোন পর্বত অবস্থিত ?
পিরেনীজ পর্বত ।
প্রশ্ন: ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায় ?
ভলদাই পর্বত (রাশিয়া) ।
প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সড়ঙ্গ পথ কোনটি ?
ইউরো টানেল ।
প্রশ্ন: ইউরো তথা পৃথিবীর বৃহত্তম সমভুমি কোনটি ?
মধ্য ইউরোপের সমভুমি ।
প্রশ্ন: ইউরোপের উচ্চতা পর্বতশ্রেনী কোনটি ?
আল্পাস ।
প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি ?
আল্পস পর্বতমালা ।
প্রশ্ন: ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
মাউন্ট ব্ল্যাঙ্ক (৪৮০৭ মিটার) ।
প্রশ্ন: ইউরোপের সর্বোচ্চ বিন্দু কোনটি ?
এলবুর্জ (৫৬৪১.৮মিটার) ।
প্রশ্ন: ইউরোপের দ্বার বলা হয় কাকে ?
ভিয়েনা ।
প্রশ্ন: ইউরোপের ককপিট বলা হয় কাকে ?
বেলজিয়াম ।
প্রশ্ন: ইউরোপের প্রধান বস্ত্র শিল্প অঞ্চল কোনটি ?
ভিয়েনা ।
প্রশ্ন: বসনিয়া হার্জেগোভিনা কোন অঞ্চলের অর্ন্তগত ?
বলকান ।
প্রশ্ন: ইউরোপের বৃহত্তম উপসাগর সাগর কোনটি ?
স্ক্যান্ডিনেভিয়া ।
প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সাগর কোনটি ?
ভূমধ্যসাগর ।
প্রশ্ন: যুক্তরাজ্যের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
বেননেভিস ।

আফ্রিকা মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি ?
আফ্রিকা ।
প্রশ্ন: আফ্রিকার আয়তন কত ? ২,৯৮,০৫,০৪৮ বর্গ কিমি ।
২,৯৮,০৫,০৪৮ বর্গ কিমি ।
প্রশ্ন: আফ্রিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
২০.৬% ।
প্রশ্ন: আফ্রিকা মহাদেশর অবস্থান ?
নিররেখার দু’পাশে ।
প্রশ্ন: প্রাচীনকালে আফ্রিকা মহাদেশকে কি বলা হত ?
অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ।
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ কোনটি ?
দক্ষিণ আফ্রিকা ।
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি ?
মাদাগাস্কার ।
প্রশ্ন: আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
কিলিমাঞ্জারো (৫৮৯৪ মিটার) ।
প্রশ্ন: কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত ?
তাঞ্জানিয়া ।
প্রশ্ন: আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি ?
ভিক্টোরিয়া (২৬,৮২৮ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: আফ্রিকার সর্বনিন্ম বিন্দু কোনটি ?
লেক আসাই, জিবুতি (গভীরতা-১৫৬.১ মিটার) ।
প্রশ্ন: আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?
নীলনদ (৬৬৫০ কিমি) ।
প্রশ্ন: আফ্রিকার বিখ্যাত নদী গুলোর নাম কি ?
নীলনদ ৬৬৫০ কিমি), কঙ্গো (৪৮০০ কিমি), নাইজার (৪১৮০ কিমি), জাম্বেসী (৩৫৪০ কিমি)।
প্রশ্ন: আফ্রিকা তথা পৃথিবীর (আয়তনে) বৃহত্তম জলপ্রপাত কোনটি ?
নায়াগ্রা (উচ্চতা ৫১ মিটার) ।
প্রশ্ন: পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকায় জাতি কোনটি ?
পিগমী (১.৪ মিটার) ।
প্রশ্ন: পিগমী জাতি কোন দেশে বসবাস করে ?
কঙ্গো ।
প্রশ্ন: আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি ?
আলজেরিয়া (২৩,৮১,৭৪০ বর্গ মিটার) ।
প্রশ্ন: লোকসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি ?
নাইজেরিয়া ।
প্রশ্ন: আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি ?
সিসেলিস ।
প্রশ্ন: পৃথিবীর ৬০% হীরা উত্তোলন করা হয় কোন খনি থেকে ?
দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি খনি ।
প্রশ্ন: বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়া কোন মহাদেশ কে ?
আফ্রিকা ।
প্রশ্ন: আফ্রিকার সবচেয়ে সম্পদশালী দেশ কোনটি ?
দক্ষিণ আফ্রিকা ।
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ?
বিষূব রেখা ।
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ?
কর্কটক্রান্তি রেখা ।
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ?
মকরক্রান্তি রেখা ।
প্রশ্ন: গরিলা ও শিম্পাঞ্জী আফ্রিকার কোন বনভূমিতে বাস করে ?
নিরীয় নিবিড় বনভূমি ।
প্রশ্ন: আফ্রিকা ইউরোপ মহাদেশের কত গুণ ?
আড়াই গুন ।
প্রশ্ন: কালাহারি মালভূমি কোথায় অবস্থিত ?
দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় ।
প্রশ্ন: সাভানা তৃনভূমি কোথায় অবস্থিত ?
কেনিয়া, সুদান, তানজানিয়া ও জিম্বাবুয়ে ।
প্রশ্ন: আফ্রিকার বৃহত্তম মরূভূমি কোনটি ?
সাহারা (৩৫,০০০,০০ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: আফ্রিকার গভীরতম হ্রদ কোনটি ?
ট্যাঙ্গানিকা (গভীরতা-৬৬২ মিটার) ।

উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন: উত্তর আমেরিকার আয়তন কত ?
২,১৩,৯৩,৭৬২ বর্গ কি.মি. ।
প্রশ্ন: উত্তর আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
১৪.৮% ।
প্রশ্ন: উত্তর আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ?
পশ্চিম গোলার্ধে ।
প্রশ্ন: আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
কানাডা (৯০,৯৩,৫৭০ বর্গ কি.মি. )
প্রশ্ন: লোকসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
যুক্তরাষ্ট্র ।
প্রশ্ন: আয়তনে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি ?
বারমুডা; (৫২ কি.মি.)।
প্রশ্ন: লোকসংখ্যায় উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?
গ্রানাডা ।
প্রশ্ন: উত্তর আমেরিকা কে আবিস্কার করেন ?
ইটালির বিখ্যাত নাবিক কলম্বাস ।
প্রশ্ন: কলম্বাস কবে আমেরিকা আবিস্কার করেন ?
১৪৯২ ।
প্রশ্ন: উত্তর আমেরিকার অধিকাংশ অধিবাসি কাদের বংশধর ?
ইউরোপিয়দের ।
প্রশ্ন: এস্কিমোরা কোথায় বসবাস করে ?
তুন্দ্রা অঞ্চলে ।
প্রশ্ন: উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি ?
সুপিরিয়র (৩১,৭০০ বর্গ মাইল ) ।
প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ?
মিসিসিপি-মিসৌরী (৬০২০ কি.মি.)।
প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি ?
ম্যাকেঞ্জি (৪২৪১ কি.মি.) ।
প্রশ্ন: উত্তর আমেরিকার আদি অধিবাসিদেও নাম কি ?
রেড ইন্ডিয়ান ও এস্কিমো ।
প্রশ্ন: উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ?
গ্রীনল্যান্ড (২১,৭৫,৬০০ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
ম্যাককিনলি, যুক্তরাষ্ট্র (উচ্চতা-৬১৯৪ মিটার) ।
প্রশ্ন: উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
ডেথ ভ্যালি, যুক্তরাষ্ট্র (গভীরতা-৮৫.৯ মিটার) ।
প্রশ্ন: উত্তর আমেরিকার বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি ?
পোক্যাটেপেটল, মেক্সিকো (৫৪৫২ মিটার) ।
প্রশ্ন: মিসিগান, ইরি ,সুপিরিয়র, হিউরন ওঅন্টারিও হ্রদগুলোর একত্রে নাম কি ?
গ্রেটলেকস ।
প্রশ্ন: মধ্যে আমেরিকা হতে মিসিসিপি অববাহিত পর্যন্ত সমভূমিকে কি বলে ?
পৃথিবীর রুটির ঝুড়ি ।

দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন: দক্ষিণ আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ?
দক্ষিণ গোলার্ধে ।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার আয়তন কত ?
১,৭৫,২২,৩৭১ বর্গ কি.মি. ।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
১২.১% ।
প্রশ্ন: আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
ব্রাজিল (৮৪,৫৬,৫৭০ বর্গ কি,মি.) ।
প্রশ্ন: লোকসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
ব্রাজিল ।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি ?
আন্দিজ (৬৪০০ কি.মি.) ।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী কোনটি ?
আমাজান (৬৪৩৭ কি.মি.) ।
প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি ?
আমাজান ।
প্রশ্ন: পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি ?
আমাজান ।
প্রশ্ন: পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ?
এঞ্জেল জলপ্রপাত (ভেনিজুয়েলা) ৮০৭ মিটার ।
প্রশ্ন: আয়তনে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি ?
আর্জেন্টিনা (২৭,৬৬,৮৯০ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
অ্যাকঙ্কগুয়া (আর্জেন্টিনা -৬৯৫৮.৮ মিটার) ।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
ভালডেস পেনিন, আর্জেন্টিনা (৩৯.৯ মিটার) ।
প্রশ্ন: পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম রাজধানীর নাম কি ?
লাপাজ, বলিভিয়া ।
প্রশ্ন: পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম বিমান বন্দর কোনটি ?
লাপাজ, বলিভিয়া ।

ওশেনিয়া মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন: ওশেনিয়া কাকে বলে ?
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে ওশেনিয়া বলে ।
প্রশ্ন: ওশেনিয়া কি কি অঞ্চলে বিভক্ত ?
অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাইক্রোনেশিয়া, মেলেনেশিয়া ও পলিনেশিয়া ।
প্রশ্ন: ওশেনিয়া মহাদেশের আয়তন কত ?
৮৪,২৮,৭০২ বর্গ কি. মি. ।
প্রশ্ন: ওশেনিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
অস্ট্রেলিয়া ।
প্রশ্ন: ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি ?
নাউরু (২১ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: অস্ট্রেলিয়ার আয়তন কত ?
৭৬,১৭,৯৩০ বর্গ কি.মি. ।
প্রশ্ন: বিচিত্র জীব জন্তু ক্যাঙ্গারু, প্লাটিপাস, কোয়েল ও এমু কোথায় পাওয়া যায় ?
অস্ট্রেলিয়া ।
প্রশ্ন: ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
মারে ডালিং, অস্ট্রেলিয়া (৩৭৮০ কি.মি.) ।
প্রশ্ন: ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
কোসিয়াস্কা, অস্ট্রেলিয়া (২২২৮.১ মিটার) ।
প্রশ্ন: ওশেনিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
লেক আয়ার (১৫.৮ মিটার ) ।
প্রশ্ন: গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত ?
প্রশান্ত মহাসাগরে ।
প্রশ্ন: অস্ট্রেলিয়া কোন গোলার্ধে অবস্থিত ?
দক্ষিণ গোলার্ধে ।
প্রশ্ন: ওশেনিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি ?
নিউগিনি(৭,৮৫,০০০ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: তাহিতি, সামোয়া, ইষ্টার, টোঙ্গা ও টওমোতু প্রভৃতি দ্বীপ গুলোকে কি বলে ?
পলিনেশিয়া ।
প্রশ্ন: সান্তাক্রুজ, ফিজি, নিউগিনি, বিসমার্ক, সলোমান, নিউক্যালিডোনিয়া নিয়ে গঠিত হয়েছে ?
মেলেনিশিয়া ।
প্রশ্ন: মার্শাল, ক্যারোলিনা, মেরিয়ানা নিয়ে গঠিত হয়েছে ?
মাইক্রোনেশিয়া ।
প্রশ্ন: অস্ট্রেলিয়ার ঊষ্ণতম মাস কোনটি ?
জানুয়ারি ।
প্রশ্ন: অস্ট্রেলিয়ার শীতলতম মাস কোনটি ?
জুলাই ।

অ্যান্টার্কটিকা সম্পর্কিত ৫০টি প্রশ্ন ও উত্তর l 50 MCQ about Antarctica

  1. অ্যান্টার্কটিকা পৃথিবীর কোন দিকে অবস্থিত?
    ❏ দক্ষিণ
  2. অ্যান্টার্কটিকা কোন মহাদেশের অন্তর্গত?
    ❏ নিজস্ব একটি মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশে কতটি দেশ আছে?
    ❏ কোনো দেশ নেই
  4. অ্যান্টার্কটিকার সর্বোচ্চ পর্বতের নাম কী?
    ❏ ভিনসন ম্যাসিফ
  5. অ্যান্টার্কটিকার উপর দিয়ে কোন রেখা অতিক্রম করে?
    ❏ দক্ষিণ মেরু রেখা (South Pole)
  6. অ্যান্টার্কটিকা কত শতাংশ বরফে আবৃত?
    ❏ প্রায় ৯৮%
  7. অ্যান্টার্কটিকার আবহাওয়া কেমন?
    ❏ অত্যন্ত ঠাণ্ডা ও শুষ্ক
  8. কোন প্রাণীটি অ্যান্টার্কটিকায় বেশি দেখা যায়?
    ❏ পেঙ্গুইন
  9. অ্যান্টার্কটিকায় প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র কোনটি?
    ❏ আমুন্ডসেন-স্কট স্টেশন
  10. অ্যান্টার্কটিকায় কোন মানুষ প্রথম পৌঁছেছিলেন?
    ❏ রোয়াল্ড আমুন্ডসেন (১৯১১)
  11. অ্যান্টার্কটিকা কোন ধরনের মরুভূমি?
    ❏ বরফ-মরুভূমি (Polar Desert)
  12. অ্যান্টার্কটিকার তাপমাত্রা কত নিচে যেতে পারে?
    ❏ −৮৯.২°C
  13. অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় হিমবাহ কী?
    ❏ ল্যাম্বার্ট গ্লেসিয়ার
  14. অ্যান্টার্কটিকার প্রধান খাদ্য শৃঙ্খলের প্রাণী কী?
    ❏ ক্রিল
  15. অ্যান্টার্কটিকার আয়তন কত?
    ❏ প্রায় ১.৪ কোটি বর্গকিমি
  16. কোন মহাদেশে মানুষের স্থায়ী বসতি নেই?
    ❏ অ্যান্টার্কটিকা
  17. ভারতীয় কোন স্টেশনটি অ্যান্টার্কটিকায় অবস্থিত?
    ❏ মৈত্রি
  18. অ্যান্টার্কটিকায় কোন মৌসুমে সূর্য ২৪ ঘণ্টা দেখা যায়?
    ❏ গ্রীষ্ম
  19. অ্যান্টার্কটিকায় কোন মৌসুমে সূর্য দেখা যায় না?
    ❏ শীত
  20. কোন মহাদেশে পৃথিবীর সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
    ❏ অ্যান্টার্কটিকা
  21. অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় হিমশৈল (ice shelf) কোনটি?
    ❏ রস আইস শেল্ফ
  22. অ্যান্টার্কটিকাকে কোন চুক্তির মাধ্যমে রক্ষা করা হয়?
    ❏ Antarctic Treaty (১৯৫৯)
  23. Antarctic Treaty কার্যকর হয় কবে?
    ❏ ১৯৬১ সালে
  24. অ্যান্টার্কটিকায় কয়টি দেশের গবেষণা কেন্দ্র রয়েছে?
    ❏ প্রায় ৩০+ দেশ

অ্যান্টার্কটিকায় কয়টি দেশের গবেষণা কেন্দ্র রয়েছে?
❏ প্রায় ৩০+ দেশ

অ্যান্টার্কটিকার চারপাশে কোন মহাসাগর রয়েছে?
❏ দক্ষিণ মহাসাগর

অ্যান্টার্কটিকার সবচেয়ে সাধারণ উদ্ভিদ কী?
❏ শৈবাল (Algae)

অ্যান্টার্কটিকায় জীববৈচিত্র্য কেমন?
❏ সীমিত ও কঠিন পরিবেশে অভিযোজিত

অ্যান্টার্কটিকার কোন প্রাণী বায়ুমণ্ডলে ও জলজ জীবনযাপনে সক্ষম?
❏ সিল (Seal)

অ্যান্টার্কটিকায় সবচেয়ে বেশি তুষারপাত কোথায় হয়?
❏ উপকূলবর্তী অঞ্চল

অ্যান্টার্কটিকায় কোন ধরণের খনিজ সম্পদ রয়েছে বলে মনে করা হয়?
❏ কয়লা, তেল, লোহা

Antarctic Treaty অনুযায়ী খনিজ খনন কি বৈধ?
❏ না

অ্যান্টার্কটিকার কোন অঞ্চল সবচেয়ে বেশি গবেষণার জন্য বিখ্যাত?
❏ রস সাগর অঞ্চল

পৃথিবীর সবচেয়ে বড় বরফস্তর কোথায়?
❏ অ্যান্টার্কটিকায়

অ্যান্টার্কটিকায় কোন ধরণের জলবায়ু বিদ্যমান?
❏ মেরু জলবায়ু

ভারতের দ্বিতীয় অ্যান্টার্কটিকা গবেষণা কেন্দ্রের নাম কী?
❏ ভারতী

অ্যান্টার্কটিকা কোন সময়ে আবিষ্কৃত হয়েছিল?
❏ আনুমানিক ১৮২০ সালের দিকে

অ্যান্টার্কটিকার বরফ গললে কী হবে?
❏ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে

কোন প্রাণী অ্যান্টার্কটিকার আবহাওয়ায় টিকে থাকতে পারে?
❏ এম্পেরর পেঙ্গুইন

অ্যান্টার্কটিকায় কোন গাছ জন্মায় না?
❏ হ্যাঁ, কোনও বড় গাছ জন্মায় না

কোন ধরনের গবেষণা অ্যান্টার্কটিকায় বেশি হয়?
❏ আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, জ্যোতির্বিজ্ঞান

অ্যান্টার্কটিকায় জলাশয় রয়েছে কি?
❏ হ্যাঁ, হিমায়িত হ্রদ ও উপহ্রদ আছে

অ্যান্টার্কটিকার নাম কী অর্থ প্রকাশ করে?
❏ ‘আর্টিক (উত্তর)-এর বিপরীত’

অ্যান্টার্কটিকায় কোন এলাকা ‘ড্রাই ভ্যালি’ নামে পরিচিত?
❏ ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি

অ্যান্টার্কটিকায় সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি?
❏ ইংরেজি (গবেষণার ক্ষেত্রে)

Antarctica পৃথিবীর কোন অংশে অবস্থিত?
❏ দক্ষিণ গোলার্ধে

অ্যান্টার্কটিকায় সবচেয়ে গভীর হ্রদের নাম কী?
❏ ভস্তক হ্রদ

অ্যান্টার্কটিকায় কোন মরসুমে গড় তাপমাত্রা সবচেয়ে কম?
❏ শীতকাল

কোন মহাদেশে সূর্য ছয় মাস দেখা যায় না?
❏ অ্যান্টার্কটিকা

কোন গবেষণা স্টেশনটি ভারত নির্মাণ করে ২০১২ সালে?
❏ ভারতী

অ্যান্টার্কটিকার ভূতাত্ত্বিক গঠন কেমন?
❏ বরফের স্তরের নিচে পাহাড় ও উপত্যকা

Read More : Geography MCQ in Bengali Part 07

---Advertisement---

Related Post

List of Phobias and Fears l বিভিন্ন ফোবিয়া ও ভীতির নাম তালিকা

List of Phobias and Fears: মানুষের জীবনে ভীতি বা ফোবিয়া (Phobia) একটি সাধারণ কিন্তু জটিল মানসিক অবস্থা। কারো উচ্চতা ভীতি (Acrophobia), কারো জলভীতি (Hydrophobia), আবার কেউ অন্ধকার বা ...

WB Primary TET Practice Set 10 | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ১০

WB Primary TET Practice Set 10: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

Leave a Comment