---Advertisement---

Primary TET CDP Practice Set –18 | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট – ১৮

By Siksakul

Updated on:

Primary TET CDP Practice Set
---Advertisement---

প্রাথমিক টেট (Primary TET CDP Practice Set) পরীক্ষার জন্য শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান / Child Development and Pedagogy (CDP) অন্যান্য বিষয়গুলোর মতোই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং নীচে Child Development and Pedagogy (CDP) / শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান থেকে একটি প্রাক্টিস সেট (CDP Practice Set) দেওয়া হলো যা আপনাদের আগত প্রাইমারি টেট, সি.টেট, আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতে অনেকটাই সাহায্য করবে। সুপ্রিয় ছাত্র-ছাত্রী আপনারা আজকের Child Development and Pedagogy/ CDP Practice Set (শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান প্র্যাকটিস সেট) থেকে  কতোগুলো প্রশ্ন-উওর পারলেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী Child Development and Pedagogy (CDP) Practice Set সাজাতে সুবিধা হবে।

Primary TET CDP Practice Set – 18 l WB Primary TET CDP Practice Set

প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান বা Child Development and Pedagogy (CDP) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উওর নীচে দেওয়া হলো, যা আপনাদের Upcoming Primary TET পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।

১) শিক্ষা শিশুদের কাছে বোঝা মনে হয় কেন?
[A] বিদ্যালয়ের ভারী ব্যাগ বহন করার ফলে
[B] পিতা-মাতার সহানুভূতি
[C] প্রাণহীন শিক্ষাপদ্ধতি
[D] নিম্নমানের সুযোগ সুবিধা
উঃ [C] প্রাণহীন শিক্ষাপদ্ধতি

২) প্রাথমিক বিদ্যালয়ে প্রথম স্তরে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়?
[A] সংস্থাপন
[B] সংশ্লেষণ
[C] সংগতি স্থাপন
[D] ঐক্যবদ্ধ প্রয়াস
উঃ [C] সংগতি স্থাপন

৩) শিশুদের গল্পের জন্য কি ধরনের পরিবেশ সৃষ্টি করা দরকার?
[A] স্বাচ্ছন্দ্য
[B] আবেগপূর্ণ
[C] জটিল
[D] কৃত্রিম
উঃ [A] স্বাচ্ছন্দ্য

৪) শিশু সঙ্গীতের মাধ্যমে কি শেখে?
[A] চারপাশর প্রকৃতি পরিবেশের সঙ্গে যোগসূত্রতা
[B] নির্মল আনন্দ
[C] বিচার শক্তি
[D] সব বিষয়কে আনন্দপূর্ণ করে তোলা
উঃ [A] চারপাশর প্রকৃতি পরিবেশের সঙ্গে যোগসূত্রতা

৫) যেসব শিশুরা শ্রেণিকক্ষে বেশি প্রশ্ন করে তাদের কি করা উচিত?
[A] তাদের অবজ্ঞা করা উচিত
[B] তাদের শান্ত হতে এবং বিশৃঙ্খলা না করতে বলা উচিত
[C] শ্রেণিকক্ষের বাইরে এবং ভেতরে যখনই প্রশ্ন করবে তখনই তাদের সঠিক উত্তরের মাধ্যমে সন্তুষ্ট করা উচিত
[D] তাদের অভিভাবকদের বিদ্যালয়ে এসে সঙ্গে দেখা করতে বলা উচিত
উঃ [C] শ্রেণিকক্ষের বাইরে এবং ভেতরে যখনই প্রশ্ন করবে তখনই তাদের সঠিক উত্তরের মাধ্যমে সন্তুষ্ট করা উচিত

প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট l Primary TET CDP Practice Set

৬) ফ্রয়েবেল শিশুর মনকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
[A] ভোরের আলো
[B] নরম মোম
[C] শিশির
[D] সুগন্ধি ফুল
উঃ [B] নরম মোম

৭) শিশুর প্রকৃতি হচ্ছে সর্বদা কিরূপ?
[A] আগ্রাসী
[B] প্রতিযোগিতামূলক
[C] ধ্বংসাত্মক
[D] উৎসুক
উঃ [D] উৎসুক

৮) শিশু শিক্ষায় কর্মশিক্ষা কোন চাহিদা পূরণ করে?
[A] মনোবৈজ্ঞানিক চাহিদা
[B] জৈবিক চাহিদা
[C] সামাজিক চাহিদা
[D] ব্যক্তিগত চাহিদা
উঃ [A] মনোবৈজ্ঞানিক চাহিদা

৯) একজন শিক্ষক হিসেবে আপনি শিশুশিক্ষার সঙ্গে নিম্নলিখিত কোন বিষয়টি যুক্ত করবেন না?
[A] শারীরশিক্ষা
[B] ভাষা ও সাহিত্য
[C] ধর্ম
[D] জীবনবিজ্ঞান
উঃ [C] ধর্ম

১০) একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো
[A] পাঠ্য বিষয়ের উপর গভীর জ্ঞান থাকা
[B] শিক্ষার্থীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা
[C] কঠোর শৃঙ্খলাপরায়ণতায় বিশ্বাসী হওয়া
[D] শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা
উঃ [D] শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা

১১) নবোদয় বিদ্যালয় স্থাপিত হয়েছে
[A] গ্রামীণ এলাকায় বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর জন্য
[B] গ্রামীন এলাকায় ভালো শিক্ষা দেওয়ার জন্য
[C] সর্বশিক্ষা অভিযানকে সার্থক করার জন্য
[D] গ্রামীন এলাকায় শিক্ষার অপচয় কমানোর জন্য
উঃ [B] গ্রামীন এলাকায় ভালো শিক্ষা দেওয়ার জন্য

১২) মন্তেসরি শিক্ষার মূল ভিত্তি কি?
[A] প্রকৃতি পর্যবেক্ষণ
[B] ব্যবহারিক পর্যবেক্ষণ
[C] সামাজিক দায়িত্ব
[D] শিক্ষার্থীর আগ্রহ
উঃ [D] শিক্ষার্থীর আগ্রহ

১৩) কার মতে, ‘প্রত্যেক শিশুর অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলিকে সঠিকভাবে আবিষ্কার করাই হলো শিক্ষকের কর্তব্য?
[A] মন্তেসরি
[B] পেস্তালৎসি
[C] ফ্রেয়েবেল
[D] ডিউই
উঃ [B] পেস্তালৎসি

১৪) শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুর স্বাধীনতা কেমন হবে?
[A] কিছুটা স্বাধীনতা
[B] শিশুর স্বাধীনতা থাকবে না
[C] নিয়মতান্ত্রিক স্বাধীনতা
[D] অবাধ স্বাধীনতা
উঃ [D] অবাধ স্বাধীনতা

১৫) শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক কাকে বলা হয়?
[A] কমেনিয়াস
[B] রুশো
[C] থর্নডাইক
[D] ফ্রয়েবেল
উঃ [B] রুশো

১৬) শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী এক-
[A] দীর্ঘ পথের যাত্রী
[B] ক্ষণিকের যাত্রী
[C] আংশিক পথচারী
[D] কোনোটিই নয়
উঃ [A] দীর্ঘ পথের যাত্রী

১৭) দুজন মানুষের বৌদ্ধিক আচরণের পার্থক্য কি কারণে হয়?
[A] মানসিক ক্ষমতার
[B] সৃজন ক্ষমতার
[C] সাধারণ কর্ম দক্ষতার
[D] প্রাক্ষোভিক ক্ষমতার
উঃ [A] মানসিক ক্ষমতার

১৮) বিশেষ ক্ষমতার মতো ছোট নয় আবার বুদ্ধির মত বড় নয়, এমন ক্ষমতা হল-
[A] গাড়ি চালানো
[B] অংক কষা
[C] ভাষাগত দক্ষতা
[D] শিক্ষকতা
উঃ [C] ভাষাগত দক্ষতা

WB Primary TET CDP Practice Set l প্রাইমারি টেট প্র্যাকটিস সেট – ১৮

ReadMore: Primary TET CDP Practice Set – 01

১৯) একটি শিশু রবীন্দ্রনাথের ছড়া পড়ে অর্থ বোঝার চেষ্টা করছে। এখানে শিশুটি তার কোন ধরনের বৌদ্ধিক ক্ষমতা ব্যবহার করছে?
[A] অপসারী চিন্তন
[B] প্রত্যাভিজ্ঞা
[C] সাংকেতিক
[D] স্মৃতিগত
উঃ [B] প্রত্যাভিজ্ঞা

) ধরা যাক, কোনো শিক্ষার্থীর সময়গত বয়স 8 এবং মানসিক বয়স 12, তার বুদ্ধ্যঙ্ক কত?
[A] 150
[B] 180
[C] 110
[D] 170
উঃ [A] 150

২১) বুদ্ধির ‘বাছাই তত্ত্ব’ -এর প্রবক্তা কে?
[A] থমসন
[B] স্পিয়ারম্যান
[C] গিলফোর্ড
[D] হেব
উঃ [A] থমসন

২২) ‘A’ বুদ্ধি এবং ‘B’ বুদ্ধির কথা কে বলেন?
[A] হেব
[B] টারম্যান
[C] বিঁনে
[D] ক্যাটেল
উঃ [A] হেব

২৩) একটি 12 বছর বয়সের শিশুর মানসিক বয়স 9 বছর, শিশুর বুদ্ধ্যাঙ্ক (IQ) নির্ণয় করুন?
[A] 85
[B] 70
[C] 75
[D] 100
উঃ [C] 75

২৪) গিলফোর্ডের বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্ব অনুযায়ী বুদ্ধির মাত্রা গুলি কি কি?
[A] প্রক্রিয়াগত
[B] বিষয়বস্তুগত
[C] ফলাফল
[D] সবকটি
উঃ [D] সবকটি

Also Read: 100 Positive Words Beginning With A

২৫) কোনো শিশুকে পড়ানোর সময় তার কোন বয়সের ওপর গুরুত্ব আরোপ করা উচিত?
[A] ক্রমিক বয়স
[B] বৌদ্ধিক বয়স
[C] প্রাক্ষোভিক বয়স
[D] মানসিক বয়স
উঃ [D] মানসিক বয়স

২৬) সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যাঙ্ক সাধারণত কত হয়?
[A] 99-110
[B] 120-139
[C] 100-109
[D] 90-109
উঃ [D] 90-109

২৭) মনোবিদগণের মতে বুদ্ধি কি?
[A] নিয়ন্ত্রণাধীন মানসিক ক্ষমতা
[B] অর্জিত মানসিক ক্ষমতা
[C] জন্মগত মানসিক ক্ষমতা
[D] পরিমার্জিত মানসিক ক্ষমতা
উঃ [C] জন্মগত মানসিক ক্ষমতা

২৮) যে বুদ্ধির অভিক্ষা একজন মাত্র শিক্ষার্থীর ওপর প্রয়োগ করা হয় তার নাম কি?
[A] সম্পাদনী অভীক্ষা
[B] ভাষাগত অভীক্ষা
[C] ব্যক্তিগত অভীক্ষা
[D] দলগত অভীক্ষা
উঃ [C] ব্যক্তিগত অভীক্ষা

২৯) আমাদের দেশের বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে যে বুদ্ধি অভিক্ষা ব্যবহার করা হয় তা হল-
[A] স্কলাস্টিক অ্যাপটিচুড টেস্টস
[B] অ্যারিথমেটিক্যাল টেস্টস
[C] মানসিক প্রবণতা অভীক্ষা
[D] সবকটি
উঃ [A] স্কলাস্টিক অ্যাপটিচুড টেস্টস

৩০) কোনটি থেকে ‘মানসিক বয়স’ এবং ‘বুদ্ধ্যঙ্ক’ – এর ধারণা গুলি বিকাশিত হয়েছে?
[A] Validity-co-efficients
[B] ওয়েক্সলার স্কেল
[C] স্ট্যানফোর্ড বিঁনে স্কেল
[D] এগুলি কোনটিই নয়
উঃ [C] স্ট্যানফোর্ড বিঁনে স্কেল

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment