---Advertisement---

Railway Group- D l Top 50 Science Question & Answers l রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষা

By Siksakul

Published on:

Railway Group- D l Top 50 Science Question & Answers
---Advertisement---

Railway Group- D l Top 50 Science Question & Answers: নমস্কার বন্ধুরা। আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষার জন্য গুরুত্ত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্নোত্তর। আজকে আপনারা মোট ৫০ টি প্রশ্নোত্তর জানতে পারবেন। রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। এমনকি এই প্রশ্নগুলির মধ্যে পরীক্ষায় কমন পেতে পারেন। তাই আপনি যদি রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষার পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। Railway Group- D Top 50 Science Question & Answers.

Railway Group- D l Top 50 Science Question & Answers

Top 50 Science Questions Railway Exam

1) পরমাণুবাদের জনক কাকে বলা হয়? উঃ বিজ্ঞানী ডাল্টন।
2) একটি পরমাণু কয়টি উপাদান নিয়ে গঠিত? উঃ তিনটি। ঋনাত্মক তড়িৎ গ্রস্ত কণায় ইলেকট্রন, ধনাত্মক তড়িৎ গ্রস্ত কণায প্রোটন এবং নিস্তড়িত কণা নিউট্রন।
3) পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কনা কোনটি? উঃ নিউট্রন।
4) ইলেকট্রন কে আবিষ্কার করেন? উঃ 1897 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জে. জে. টমসন ইলেকট্রন আবিষ্কার করেন।
5) প্রোটন কে আবিষ্কার করেন? উঃ 1919 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন।
6) নিউট্রন কে আবিষ্কার করেন? উঃ 1932 খ্রিস্টাব্দে স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন।
7) ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা ও নিউট্রন সংখ্যার মধ্যে সম্পর্ক কি? উঃ ভর সংখ্যা = পারমাণবিক সংখ্যা + নিউট্রন সংখ্যা।

Railway Group-D Physics Questions l রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষা

11) যে সব মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তাদের পরস্পরের কি বলা হয়? উঃ আইসোটোন।
12) ক্লোরিনের (Cl) কয়টি আইসোটোপ আছে? উঃ 2 টি।
13) কার্বনের (C) কয়টি আইসোটোপ আছে? উঃ 3 টি।
14) অক্সিজেনের (O) কয়টি আইসোটোপ আছে? উঃ 3 টি।
15) ইউরেনিয়ামের (U) কয়টি আইসোটোপ আছে? উঃ 3 টি।
16) হাইড্রোজেনের আইসোটোপ গুলি কি কি? উঃ সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ভারী হাইড্রোজেন ডয়টেরিয়াম ও ট্রাইটিয়াম।


17) একটি পরমাণুর ভর সংখ্যা 23, এবং পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা 11 তাহলে ওই পরমাণুর নিউট্রন সংখ্যা কত? উঃ নিউট্রন সংখ্যা = ভর সংখ্যা – প্রোটন সংখ্যা = 23 – 11 = 12
18) কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? উঃ বেগুনি।
19) কোন বর্ণের আলোর চ্যুতি কম? উঃ লাল।
20) কোন বর্ণের আলোর চ্যুতি বেশি? উঃ বেগুনি।

RRB Group-D Important Science Questions l Science Mock Test Railway Group-D

21) সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি? উঃ লাল ও বেগুনি।
22) একটি প্রাকৃতিক বর্ণালীর নাম লেখ। উঃ রামধনু।
23) বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও– রামধনু।
24) আমরা লেখা পড়তে পারি আলোর – বিক্ষিপ্ত প্রতিফলন এর জন্য।
25) রামধনু হলো – অশুদ্ধ বর্ণালী।
26) ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উঃ উত্তল লেন্স।
27) ক্যামেরায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? উঃ সদ বিম্ব।
28) সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ– অসীম।
29) সবুজ কাচের মধ্য দিয়ে লাল ফুল দেখলে ফুলের বর্ণ দেখায়– কালো ।
30) শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? উঃ 3×10⁸ মিটার/সেকেন্ড।

Railway Group-D Exam Science Tips l RRB Group-D Science Preparation

31) গাড়িতে ব্যবহৃত আয়নাটি হল– উত্তল লেন্স।
32) দন্ত চিকিৎসায় কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উঃ অবতল দর্পণ।
33) প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কয়টি? উঃ ২ টি।
34) একটি ভোল্ট মিটার তড়িৎ বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয়? উঃ সমান্তরাল সমবায়।
35) লাইভ তারের রং কেমন হয়? উঃ লাল।
36) নিউট্রাল তারের তারের রং কেমন হয়? উঃ কালো।
37) আর্থিং তারের রং কেমন হয়? উঃ সবুজ।
38) তড়িৎ প্রবাহমাত্রা ভেক্টর রাশি না স্কেলার রাশি? উঃ স্কেলার রাশি।
39) তড়িৎ বিভব ভেক্টর রাশি না স্কেলার রাশি? উঃ স্কেলার রাশি।
40) রোধের ব্যবহারিক একক কি? উঃ ওহম।

RRB Group-D Science Notes l Railway Group-D Science Q&A

41) একটি আদর্শ অ্যামিটারের রোধ কত? উঃ শূন্য।
42) একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কত? উঃ অসীম।
43) তড়িৎ বর্তনীতে প্রবাহ মাত্রা বৃদ্ধি বা হ্রাস করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? উঃ রিওস্ট্যাট।
44) এমন একটি পদার্থের নাম উল্লেখ করো যার উপর আলো পড়লে রোধ কমে যায়? উঃ সেলিনিয়াম ধাতু।
45) রোধের উপর চাপের প্রভাব কে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি করা হয়? উঃ মাইক্রোফোন।

Science Questions for Railway Group-D l Railway Group-D Science Questions


46) কিলোওয়াট . ঘন্টা কোন রাশি পরিমাপের একক? উঃ তড়িৎ শক্তি।
47) নাইক্রোম তার কি কি ধাতু দিয়ে তৈরি? উঃ নিকেল, ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু দ্বারা তৈরি।
48) বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উঃ তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
49) তড়িৎ চুম্বকে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উঃ তড়িৎ শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়।
50) হিটারের তার কোন ধাতু দ্বারা তৈরি? উঃ নাইক্রোম।

Also Read: WBPSC Clerkship Practice Set 10
---Advertisement---

Related Post

UPSC Recruitment 2025 for 45 Assistant Director (Systems) Posts | Check Complete Notification

UPSC Recruitment 2025 for 45 Assistant Director: The Union Public Service Commission (UPSC) has announced 45 openings for the post of Assistant Director (Systems) in the Directorate of ...

IB Security Assistant Recruitment 2025: Apply Online for 4987 Vacancies at mha.gov.in – Check Eligibility & Exam Dates

The Intelligence Bureau (IB) Security Assistant Recruitment 2025 online application process has officially started from 26 July 2025, offering a total of 4987 vacancies under the Ministry of ...

BSF Constable Tradesmen 2025 – 3588 Vacancies Out, Apply Online Now!

BSF Constable Tradesmen 2025: The Border Security Force (BSF) has officially released the Constable (Tradesmen) Recruitment 2025 Notification for 3588 vacancies. Both male and female candidates can apply ...

📘 Important Questions on European History (1870–1920) for Competitive Exams l ১৮৭০–১৯২০ ইউরোপের ইতিহাস: পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important Questions on European History: Are you preparing for competitive exams like UPSC, SSC, PSC, or other government job tests where European history from 1870 to 1920 plays ...

Leave a Comment