---Advertisement---

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৩০

By Siksakul

Updated on:

WBP Constable Practice Set
---Advertisement---

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 2024

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali l পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 30 l Police Constable Suggestive Practice Set

1. ‘তুলবুল’ প্রকল্পটি কোন্ নদীর উপর?

[A] শতদ্রু
[B] ইরাবতী
[C] ঝিলাম
[D] চন্দ্রভাগা

উত্তরঃ [C] ঝিলাম

2. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হল—

[A] গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলিকাতা
[B] হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম
[C] মাজাগাঁও ডক, মুম্বাই
[D] কোচিন শিপইয়ার্ড, কোচি

উত্তরঃ [D] কোচিন শিপইয়ার্ড, কোচি

3. একটি জনপ্রিয় পক্ষী অভয়ারন্য হল—

[A] কেওলাদেও ঘানা অভয়ারন্য
[B] গির
[C] সুন্দরবন
[D] বন্দীপুর

উত্তরঃ [D] বন্দীপুর

4. নিম্নোক্ত কোনটি বহুরূপের (পলিমর্ফিক) প্রজাতি?

[A] গিরগিটি
[B] মাকড়সা
[C] গরিলা
[D] পিপীলিকা

উত্তরঃ [D] পিপীলিকা

5. যেটির অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী তা হল—

[A] উষ্ণ শোণিত
[B] চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিন্ড
[C] ট্রাকিয়া
[D] মধ্যচ্ছদা

উত্তরঃ [D] মধ্যচ্ছদা

6. ভিরিয়ন হল—

[A] ভাইরাসের সংক্রামক কণা
[B] ব্যাকটেরিওফাজের সংক্রামক কণা
[C] ভাইরাসের সংক্রামক দশা
[D] উপরের কোনোটিই নয়

উত্তরঃ [A] ভাইরাসের সংক্রামক কণা

7. ব্যাকটিরিওফাজ কী?

[A] একটি ভাইরাস
[B] কৃত্রিম পুষ্টির মাধ্যমে বেড়ে ওঠা ব্যাকটিরিয়াম
[C] রোগসৃষ্টিকারী ছত্রাক
[D] ফ্যাগোসাইটিক প্রোটোজোয়া

উত্তরঃ [A] একটি ভাইরাস

8. ক্ল্যাডোগ্রাম যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে—

[A] বিবর্তন সম্পর্ক
[B] ফেনাটিক সম্পর্ক
[C] জিনগত সম্পর্ক
[D] ট্যাক্সনমিজনিত সম্পর্ক

উত্তরঃ [A] বিবর্তন সম্পর্ক

9. উদ্ভিদের কোন্ রেচন পদার্থটি নাইট্রোজেন বিহীন?

[A] রেসারপিন
[B] ক্যাফিন
[C] রেজিন
[D] মরফিন

উত্তরঃ [B] ক্যাফিন

আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২০

10. ইকোলজিক্যাল নিচ বলতে কি বোঝায়?

[A] একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ
[B] একটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক অংশ
[C] উপরের [A] এবং [B] উভয়েই
[D] কোনটিই নয়

উত্তরঃ [D] কোনটিই নয়

---Advertisement---

Related Post

VNSGU Recruitment 2025: Apply Online for 194 Temporary Assistant Professor & Teaching Assistant Posts

VNSGU Recruitment 2025: Veer Narmad South Gujarat University (VNSGU) is inviting applications for 194 Temporary Assistant Professor (TAP) and Temporary Teaching Assistant positions in various departments for the ...

MPPSC Recruitment 2025 Notification Out for 2117 Assistant Professors and Other Post

The Madhya Pradesh Public Service Commission (MPPSC) has officially announced the recruitment of Assistant Professors and Sports Officers for 2025. Eligible candidates who are interested in these positions ...

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

Leave a Comment